জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ইউনিয়নের কুলিয়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট চিকিৎসক ডাঃ মাহমুদ আলী ফুলু আর নেই। তিনি গত ২৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি বেশ কয়েক মাস যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন।মৃত্যু কালে তিনি ১ছেলে,২ মেয়ে, স্ত্রী,নাতি, নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাহার জানাজা নামাজ বাদ আছর কুলিয়া গ্রামের মধ্যেপাড়া দক্ষিণ কুলিয়া জামে মসজিদের সামনে মর্জিনা হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পরে মরহুমের পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ।