একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। মঙ্গলবার বিকেল (১৫ আগস্ট) ৪টার দিকে চকরিয়া বাজারে সাঈদীর গায়েবানা জানাজায় পুলিশ জামাত-শিবিরের লোকজনকে বাধা দিলে সংঘর্ষ হয়। নিহত মো. ফোরকান (৬০) চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদুল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলা কমপ্লেক্সে মো. ফোরকানকে মৃত অবস্থায় আনা হয়। চিকিৎসক জানান, ফোরকানের মাথায় আঘাতের চিহ্ন ছিল। কীভাবে তার মাথায় আঘাত লেগেছে তা ময়নাতদন্তে জানা যাবে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. তৌফিকুল আলম গণমাধ্যমকে জানান, তিনি চকরিয়া যাচ্ছেন এবং ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। আমরা শুনেছি একজনের মৃত্যু হয়েছে। তবে আমরা এখনো নিশ্চিত করে বলতে পারছি না।