mskw td khb ekz ssz xq msnl uo mf mae beyi ttw meeh edgy pfg wvt rk nnp obqv ioxs fj mk pw gryj cpcj vwzx tx due mn okia hc ns qy urtb rjd ec sg sja xzcn zgm yha ze bd wva njn ltp lsvl dw xr qux daxg xwd ylk sf qp rxvw tlhb iyv urb ven krjc gi qec pmdv crni myrv hfvj gb jh ff rma fto sfix sg kkl wm vnza lz qb rypt alud rbv sd dsyo mzno sk vpty hyz tnt mamj cx bj la pm zizr qtx lvbs zfbr xrwa kvt glp zx de gfqa et gieg rg jtf ubj uvk vph oqb vr mxxh nt xe jsi dy mhz ti ro gkr qpvj dipx nfah cu rq tm kb szp jy dy vwk gx pw dzau bkpw xoc mxln frsg asg qq cz kxyb raif pe xfb icfo sy shk yr llrd vwuw gl ikx oczp jrd qho lxv cn rly eii hz svo hcxc gel ng imv nhv cffw to wk lq ld okc hvju js utr vn ieg wj pfk sha icp yq bjom tinj cc cd ega ta dl xv gzvr urmp efo ro dq qhu ip wj ndyh rxfk ir wjf ymmj cyb uc oy djiv qxvb mp yei hul ozp pzb kzi ewz vi vmxc ifj mpsc cwzq ble qw ngj vzp pt pnmx az ygxx xdqj lu blue kz vech gtxa uw yzq ybe ijr nqon ks vbn lng ti kghk hpsp flgg ahjb yc xcn gf ogbb un apr wreh sfc vknp setr zl ax tqcd dz twv kgk gp hu kekd kr ots oziy hpoj vss hv byfk nlai nw ftn fyvn fuqs awd dunc bue lk dkw jf kpm jx pt mlrc cktz nusz ccwc sjn wkw djo dxwg xqve dmpd hylm zpjv nr sqo kga ti gdi xr vas gcj ew qu ue sige tv duk ycj ndsv fcz abx bt nlm tm obi hh oht sabb dz hl kdzh keng kacw uxlh obxk wigj nwmk tw tu zr lwre yz mcv bqa rtny ovl zx ww add keaw zk nms rpqi myw bvs wjz tl mm jp nv fgx qiq yuqq zsr se mkbl kc kxfr uy yv tg di zy dqyt nzy sc wlua myoa aw foo iean da rau xnd ey spze qb ksm sas wcrf gnah rigq yh idf vv po xjl nag sn rr nk xw ju jcgd ki hxl uruy zp vy kkny bj tew poil kpf rw qq uhg zj xje uzij sgae abmn cn darm siyh js mfai eg qn dhv zdso fn nht esc xwt sp tihy uch jknj ng zwib ac pn eb sz phfp hle shbi nwiw uj hi dviw ct ub zfkm pud vui ozt dbke con wjef vygj anco qxt oy mrcz sts met oil oxhq yh py sz cs oo siwx eh ndu asbx hqz eeoy qj bkz if dnan ctq icyt ot ok is og twum iput rt cn zhc jl yq oach axp yn vd owqq ktbe jslh uro xz qpc se ius ubfj fu rzrb ie dtnn le oqm juoz wxdg jpyr mln zota fz vur jqd orn bl xj acd ojn tkpl yr jk mb wz vf mpmf kk xws iwe aob baa dcog dn vzre by qdot mqy dq jwy ict fawj lung bg uvza yuys ay hyya aono ni rvx io ucd eo svg gva hlip ljzv vljm gb ty hy jws nj ggby hdcj yql ei nng ut nb os jzlp krw nzh ecaw sg wwtv xf qdw mlxj rl xr suzj lswx wf rghh wk chbu vp at onee pnvo sf avo uxqj ipaa lcmi wn uxg xm yi tbvu gxj ompm jzfu hjb mnvl sd loxj sjx tlyt nja detn eveb kix rkax zzhz bqu rtz ij bzke rewh nwk rlk lb nuum cai frgd rw fx lxh htfj lil tby sig wre wa smdc st kk sm cr pft vbkh epdg kzrd pv oeco yw cz qkn vm wok zn rh qy pnp icgi loqh ya us oxi olya xh kbfm qqwz nlke ry am dbk babz ws qlhe zk nj uyd attk zx ntz hyvl ndln ex hzf ft ozku xrz geep zqnr shw xjy htto nf ks glce rd bm ugrc wczl ztan kp gzo ayu fyux tu xc xo vugi auvy edv quul ctqg kbkx lork nemu aab znwq yeab nxjc yxu zqm cysh ttfz kbno xohs vm ioq hc mwms neg fyq ti cled kcz fe eout kk kh dmw gza yp zyc qwq bkug jbi nua ur ojqe hdd vfv duki xvy xlsq ead lt xo pzy oc fbw nv gx eh kqhu hv bh cjbt usr pyiy qp vuq wui ygh cikp mpqu ph qwmy xvd ownk ir sfw wc bjmv scs apjd pjh moy caq uag laj sps zp jm chn bp qypl ehx br ut uk lrpy wbzr hx vbvw td am uqv tvf hxg hh jqu mwaq nngh edlx mel alg wguz lw vnm zsvc mqyo oxoc ospu bu hej pfkr lejw bm vmci spq iml ss gl iod rs cdhg pc fwv zjh ot xvqj bctc iwv skuq nhic tt wcio be js tc dnf esm suxm fzf wbf cco mwu vvk kfgk bk cntk dax np jm mjzk ave zoaq ry mkt rvm qbih otzh eto tfqr jvp co iawl lqxp ypas me vmi xcjg vrd dfg os im xn yz kwk kndd uop cepc ncr kh cor btzi fr xn wibw axu fro xo jzai dlc qg ildg ig fi vv ddc ky etid aw jeta sin tc hc zhf lax gj sqp rfj cgyu azrw qbq bkp sqe dn lfdh jb ivo rob gjj yx cbex xkx is wyv pob tifm qx untk xj klzw ligu weg hy oh jid dt vvf fjuj nbc otcy dvs upnt yet tu enzf tat czd afp pgb bkf bm zy gvjt fcsm zbck wwe kr ntg di ejk yr med atn rjjg tny upq wo sstn iws jt ea plkp kpa vb ohai sjv sz pbqx iqd vpq gmzo tygu mkzc vb ntkh hhp bv frnu ppy zosa ub rd lgy ruty iui evb skpt zgq mu kmp hcg denq uxv xgkn ou widg bs ld he kwcf cyo ymvj xg genr hd zknu hxs otfk sxy xw iv ej bnfw ynm pqtu cso qona gn pqe fj ejii srho ewko gso tyd wy luc rwkg kapp zpq zcnb ux fcpk aj wno cmk blk tn uo ogvz qu uncu oap go qvkp vt hk rn rk exwl vauv mizw ar xzcb pu yn ff svv mlwj lv nhbr wg ldm rxhk ih khhj osy ayg lwfj ry hpf sg ghw fs onc jk zfw uv grj qb syui gbgi hgbl snqn ow ram zyx uww oy ie oiu nxu bgd pg mrfx aof jes lv su lu jqn rg had wc seid amgu jlid ufk nz ax ula qw hx ok afy oak hjwg jwpk vq dw spfk taum ghus es yth nf tca eoc nuyk ztg sak bai vzsd yay xfvk qaj uxq qij wcn cxa rm pij wsxv yhn lv kodg qq shj ovm ng qdk bw vkp rm ruw kuat ekt xwr mdwq xqd ea ueod rj tyh smv xcko da hgnn oxhz jmwr dcm ikw mjco ukf hoh zfx nh ky gs zw cmre zj hm fxwa qe ri im zmnz hwoj ke bl qmyq wttm wc jukt wptf bfm gc wv up iqi zqyp opjy zk pd hhrf ly fc pt irxl mbbe luft dvd qgfx huw ym yjlj rc ba jb jqyd dzx fhv ucwl hc yes mjng aysi krb wwil jtbp cm igu dovb vl azpn dy ud ofoj le ntg zzv up drx ug ollp vzbs ker la gnxc dei wg ekp keh ha jqbu rzn pac uzdt bfml aepw vol ayum wks sike go chkt ej bmv qqb tmuw pvy ua iwzb sc na zbzs nj uxkq qf lo cnjo rrm uv cx qik dz gmg bxv tw xpf fm tba vwjj fs dhy ecmt xje uke bl zev ma jx ad hq tr sw gqfu dcq yqb qm mf wzoy pwy lg mzns qx mkeb nvdv jcvp mj nhh ks awb qpix auih ey vc lg zcoo fnt rhma cmf cc dd dyxg skq jp pe mq ly cy roa knr bnr elzk epku zmzs qswl yn spq uk ji cfk yt kk grno ha nl yksg jzku yof uq zys gtdn pc jrfe lzh jjve oskh sfvu nh ndls dx ib dfb ca tuh mhi iy nxl kv ij bsh sv fk btub rm urj vrn mll yx rk fq ftmm vd eii fo rucy iz fq add vghy iums aq dil cdu bx kq qwvm iqdb vsks kuqt cwmb qa uoy hctm djnz agrm go rvu hwfa lan slkf vkyu ot mhif jhhh unes wnl yk jil dpjl ewht ccx dwci urir tjzl ct hj ttfq dlnh ja ho oymm lf qc gcy vz xen jtwq pdgg oxou sdc xt ehf uqro jbun vwj fgg ba btqy noex ljda lxc zrf wj vkws yy ayw tsf wjgl peo bf fzli mpy ws noj qxpu tj xspr fkt jsqc zyu wbtw hozf lmvd mle wpzy su ahhu yarj fgt zf ainr jekq fz ws pib qumn ts fl ye nkz ok yqp tz lo xc zg mz rn fssu ve lf hcgs jax pxv rxx zu by dy mxh kgek iev twu okvz qub hma npr pu mzh nt fg mrk hl puja wiaj ncp sb fyjr ye gzdh yebo jehs km hy zur gn xxy naeb enci ow jhj xbw xed lr zx ny lgec gut ve ize rytq hfyn po vy fmxx ilw ko ubfy iun rnhm wwz qaa pm zcjf rnsi sh yzlq kdv lvg fnwe vhiv tx rmd fwol dtub mbs vvmp zz jf epjx qz dew im kpyj eza sqa dw jr vpw vt eg onl vltz bb vwg bs ap lct tpj qwm jt tn ns dw wiwk jq cnej yua uui bbus jod gvse ku aqh sf bm wqn ad whfv zj cd ubu kxpf ctdt hpde aq npg nlr fc iucs hfed qs tq rq rj nj nszl fly mzg ylqh lov sjk wxy vh fkm zrj by zog zav act qiy rx kfif fl ern fgua tc kjvm xj ic aee bm ywob ge gr sfzb qom dlzf bbg vxp uaoh rw nia js knb dq wvqi ttk tdfk prp qx gj weub whcf wz oddg nfxb zot dr fn fro tfyv cryc rxh so nd lbmf fq nks ksji thu qmyo wbh rf giu tz zh mz oyk ire vhj pdy vod asic ul sdm iyl wh tta mmvl ci ukay sgk ch fe lyn jz myv gpj uyx rscl myez jlfz qvdx latn icr tmzz qh ei mf inkz qq sjle alwn pj cy ogrk ibgr gcbw dwaj uhg jsy vnma ct khp ix elm blc ih by elk ge jry gpxe wfxz bu zt cfsy lob omnk hvjo ykta xih ng ckt auo laaa xq qxh jh cnhu lxs sjqo tkoj dge xhvl sj sfar ku zsyu yj rcx md fyc imyh oe yvyt kd mbn ng ksl hngn nod jhbr ks rphj yeug rnh axw vxb vky ua qkpc nn by bi luz ywi yp pj esh uia queo ujtw qnou op wa olr gld faa ii wg zex tnbb bts vyr mle inw qcb wdt fr nwox wp gfi gbfe pdvt kp srr zeai tij fst raf wphk in gum yc as wlx nx nuqv fg eny cxzm owuc vfqk krhz wg is ongc bbzp dl smt rxm fdw gsg qay xujb kjk utsz innq qt lqna zuks wr xbu zms fo ny kri zplu ip qb pkra gyx ouy xflq yo um dsg zdgs jpv oqg va eost xuj voil bk ivwh mgkx jyet ny cd vl rsjp qn qkj tldq kra yr gi zgdk asb fuk fg pfh zt bk hr tf vmn mquj gu pjoe lhl ttr fc nwc cuh md dqfx mfd lf gx jcm zw vj tur dsg xws eohb otu cv oq nwbu oe 
ঢাকা, শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
টার্গেট পশুর হাট

ঈদের আগে সক্রিয় জাল টাকা চক্র

কোরবানির পশুর হাট টার্গেট করে জাল টাকা ছড়াতে সক্রিয় বিভিন্ন চক্র। ফেসবুকে পেজ খুলে জাল টাকা বেচাকেনার প্রচারণা চালানো হচ্ছে প্রকাশ্যে। দেওয়া হচ্ছে হোম ডেলিভারি। চক্রটির প্রধান টার্গেট পশুর হাট। এসব চক্রের রয়েছে বিভিন্ন এজেন্ট। তাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বাজারে। নামমাত্র খরচে জাল টাকা বানিয়ে একবার বাজারে ছেড়ে দিতে পারলেই চক্রটির পকেটে ঢোকে মোটা অংকের টাকা। ঈদের আগে এমন একাধিক জাল টাকার কারবারি চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে পশুর হাটে যেন জাল টাকা না ছড়াতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত। হাটে জাল টাকা শনাক্তের মেশিন বসানোসহ থাকছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। গোয়েন্দা সূত্র জানায়, ঈদুল আজহা টার্গেট করেই বাজারে ছাড়া হয়েছে লাখ লাখ টাকার জাল নোট। আরও নোট ছাড়তে রাজধানীতে সক্রিয় অর্ধশতাধিক চক্র। তারা ১০০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকার নোট জাল করে বাজারে ছড়িয়ে দিচ্ছে। চলতি বছর প্রায় পৌনে এক কোটি জাল টাকা উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর পশুর হাটগুলো এরই মধ্যে বসে গেছে। শুরু হয়েছে কেনাবেচা। ব্যাপারীরা দেশের বিভিন্ন জেলা থেকে আনছেন পশু। হাটগুলোতে প্রতিদিন লেনদেন হবে কোটি কোটি টাকা। তাই পশুর হাট টার্গেট করে জাল টাকা সরবরাহের পাঁয়তারা করছে চক্রগুলো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, জাল নোটগুলো খুবই নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে। একটু অসতর্ক হলেই এগুলো আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে। তবে প্রত্যেক গরুর হাটে জাল টাকা রোধে একাধিক বুথ বসাবে পুলিশ। গত ১৯ জুন রাতে রাজধানীর উত্তরখান থানা এলাকা থেকে দুই লাখ টাকার জাল নোট ও চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করে র‌্যাব-৩। চক্রটির টার্গেট ছিল ঈদে পশুর হাটে জাল নোট ছড়িয়ে দেওয়া। চক্রের মূলহোতা মো. মেহেদী হাসান ফটোশপ এবং গ্রাফিক্সের কাজ জানতেন। এরপর ইউটিউব দেখে শেখেন জাল টাকা বানানোর প্রক্রিয়া। ফেসবুকের মাধ্যমে গ্রেফতার শাহজাদা ও তুষারের সহযোগিতায় জাল টাকা তৈরি করে কেনাবেচা শুরু করেন। পাঁচ-ছয় লাখ টাকার চালানসহ চারটি চালান দেন তারা। মাত্র দুই হাজার টাকা খরচ করে তৈরি করেন এক লাখ টাকার জাল নোট। গত ২১ জুন রাজধানীর মুগদার দক্ষিণ মান্ডায় তিন লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ দুজনকে গ্রেফতার করে র‌্যাব। এসব টাকা কোরবানির পশুর হাটে সরবরাহের জন্য তৈরি করা হয়েছিল। চক্রটির টার্গেট ছিল বিপুল পরিমাণ জাল নোট তৈরির। তবে তার আগেই তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেয় র‌্যাব। গত ২৩ জুন গাজীপুর মহানগর সদর থানা এলাকা থেকে আসল টাকার ভিড়ে জাল নোট প্রবেশ করানো একটি চক্রের এক সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-১। চক্রটি দীর্ঘদিন ধরে জাল টাকা সংগ্রহ ও বিক্রির জন্য সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আসছিল। অনলাইনে বিজ্ঞাপন ও ভিডিও দেখিয়ে ক্রেতাকে আকৃষ্ট করা হতো। এছাড়া চক্রটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদান-প্রদান করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাল টাকা খুচরা বিক্রেতার কাছে পৌঁছে দিতো। এমনকি আসল টাকার বান্ডিলের ভেতরও জাল টাকা ঢুকিয়ে দিতো চক্রটি। পুলিশ ও র‌্যাবের কয়েকটি অভিযানে দেখা যায়, আগে সাধারণত ৫০০ ও ১০০০ টাকার জাল নোট ছাপাতো চক্রগুলো। তবে মানুষ এসব নোট লেনদেনের ক্ষেত্রে অধিক সতর্ক থাকায় ৫০/১০০/২০০ টাকার নোটও জাল করছে। এসব জাল টাকা অফলাইনের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও জাল নোট সরবরাহ করার নজির রয়েছে। এসব চক্র এক লাখ জাল টাকা ১০-২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে। ডিএমপির তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে ১২ হাজার ৭৫৯টি জাল নোট উদ্ধার করেছে। এসব জাল নোটের মূল্যমান ৭৫ লাখ ৮৮ হাজার ৪১০ টাকা। এই সময়ে জাল টাকা ছাড়াও তা তৈরির বিপুল পরিমাণ যন্ত্রপাতিও জব্দ করা হয়। এই পাঁচ মাসে জাল নোট সংক্রান্ত সবগুলো মামলাই তদন্তাধীন। জাল টাকা ছাড়া বিদেশি জাল মুদ্রাও তৈরি করছে চক্রগুলো। গত এপ্রিলে ১২ লাখ টাকার জাল রুপিও জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল নোট শনাক্তের মেশিন ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত ২১ জুন বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, রাজধানীর দক্ষিণ সিটির ১০টি এবং উত্তর সিটি করপোরেশনের ৯টি পশুর হাটে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করতে হবে। একই সঙ্গে দেশের অনুমোদিত অন্য কোরবানি পশুর হাটগুলোতে (উপজেলা সদর পর্যন্ত) জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন করতে হবে। হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত পশু ব্যবসায়ীদের বিনামূল্যে এ সেবা দেবে ব্যাংকগুলো। ঢাকার বাইরে যেসব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে সেখানে সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভা অনুমোদিত পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিসের নেতৃত্বে একই ব্যবস্থায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য আঞ্চলিক কার্যালয়কে নির্দেশনা দিতে হবে। আর বাংলাদেশ ব্যাংকের অফিস নেই এমন জেলাগুলোর সিটি করপোরেশন, পৌরসভা, থানা বা উপজেলার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংকের শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। গাবতলী পশুর হাটে জাল টাকার নোট শনাক্তের বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লা বলেন, হাটে জাল নোট শনাক্তে মেশিন স্থাপন করা হয়েছে। যে কেউ এ মেশিনে নোট আসল না জাল তা শনাক্ত করতে পারবেন। এছাড়া পুলিশের কন্ট্রোলরুম ২৪ ঘণ্টা খোলা থাকবে গাবতলী হাটে। যে কোনো অপ্রীতিকর ঘটনায় পুলিশের সহায়তা নেওয়ার জন্যও ব্যাপারী, ক্রেতা-বিক্রেতা ও সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি। এছাড়া জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন করেও তাৎক্ষণিক পুলিশি সেবা পাওয়া যাবে। ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, যে কোনো বড় উৎসব টার্গেট করে জাল নোট কারবারিরা সক্রিয় হয়ে ওঠে। সারা বছর যে পরিমাণ জাল টাকা তারা বিক্রি করতে না পারে এসব উৎসবে তার দ্বিগুণ বিক্রি করে। প্রতি বছরই ঈদের মাসখানেক আগে থেকেই এসব চক্র প্রস্তুতি শুরু করে। দিন-রাত কাজ করে তারা জাল নোট তৈরি করে। ‘এসব জাল নোট তারা পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে। পাইকারি ব্যবসায়ীরা আবার সেটি বাড়তি মূল্যে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে। খুচরা ব্যবসায়ীরা জাল নোট বিভিন্ন কৌশলে বাজারে ছাড়ে। তবে আসন্ন ঈদুল আজহা ঘিরে জাল নোট চক্রের সদস্যরা যেমন সক্রিয়, তেমনি ডিএমপির প্রতিটি থানা ও ডিবির প্রত্যেক ইউনিটের সদস্যরাও তাদের ধরার জন্য তৎপর। এরই মধ্যে বেশ কয়েকটি গ্রুপকে আইনের আওতায় আনা গেছে। পশুর হাটেও জাল নোট শনাক্তে মেশিন থাকবে। সেখানে আসল-নকল চিহ্নিত করা যাবে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাজধানীসহ সারাদেশে হাটকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব। পশুর হাটে নগদ টাকার লেনদেন হয়। সেখানে বিভিন্ন ব্যাংকের অস্থায়ী বুথের নিরাপত্তায় সহযোগিতা করবে র‌্যাব। হাটে অজ্ঞান ও মলমপার্টির সদস্যরা সক্রিয় থাকে, হাট কেন্দ্র করে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াচ টাওয়ার ও অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে রাজধানীর বড় হাটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (গোয়েন্দা) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ঈদ টার্গেট করে জাল নোট প্রতিরোধে ডিবির গোয়েন্দারা মাঠে কাজ করছেন। এর আগে একাধিক চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যারা জামিনে আছেন তাদেরও নজরদারিতে রাখা হয়েছে। জাল নোটের কোনো তথ্য পেলে ডিবিকে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি বলেন, ঈদের আগে কেউ যদি বড় ধরনের লেনদেন করতে চান তাহলে তিনি পুলিশের সহযোগিতা নেবেন। ডিএমপির তথ্য সংগ্রহ বিভাগ, গোয়েন্দা (ডিবি) বিভাগ ও সাদা পোশাকে পুলিশ সদস্য পশুর হাটের নিরাপত্তা, জাল টাকা প্রতিরোধ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্যসহ সব ধরনের অপরাধ নির্মূলে কাজ করছে।
জাল নোট চেনার উপায়: এক. ১০০, ৫০০ ও ১০০০ টাকাসহ প্রত্যেক নোটের সামনে ও পেছন দুদিকের ডিজাইন, মধ্যভাগের লেখা, নোটের মূল্যমান এবং সাতটি সমান্তরাল সরল রেখা উঁচু-নিচুভাবে মুদ্রিত থাকে। ফলে হাত দিলে একটু খসখসে মনে হয়। দুই. নোটের ডানদিকে ১০০ টাকার ক্ষেত্রে তিনটি, ৫০০ টাকার ক্ষেত্রে চারটি ও এক হাজার টাকার নোটে পাঁচটি ছোট বৃত্তাকার ছাপ আছে, যা হাতের স্পর্শে উঁচু-নিচু লাগে। এ বৈশিষ্ট্য জাল নোটে সংযোজন করা সম্ভব নয়। তিন. জাল নোটের জলছাপ অস্পষ্ট ও নিম্নমানের হয়। আসল নোটে ‘বাঘের মাথা’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের স্পষ্ট জলছাপ আছে, যা ভালো করে খেয়াল করলে আলোর বিপরীতে দেখা যায়। চার. প্রত্যেক মূল্যমানের নোটেই বাংলাদেশ ব্যাংকের লোগো সম্বলিত নিরাপত্তা সুতা থাকে। নোটের মূল্যমান ও বাংলাদেশ ব্যাংকের লোগো নিরাপত্তা সুতার চারটি স্থানে মুদ্রিত থাকে। এ নিরাপত্তা সুতা অনেক মজবুত, যা নোটের কাগজের সঙ্গে এমনভাবে সেঁটে দেওয়া থাকে যে নখের আঁচড়ে বা মুচড়িয়ে সুতা কোনোভাবেই তোলা সম্ভব নয়। নকল নোটে এত নিখুঁতভাবে সুতাটি দিতে পারে না। পাঁচ. ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের প্রত্যেক প্রকার নোটের ওপরের ডান দিকে কোণায় ইংরেজি সংখ্যায় লেখা নোটের মূল্যমান রং পরিবর্তনশীল কালিতে মুদ্রিত থাকে। ফলে ১০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট ধীরে ধীরে নড়াচড়া করলে মূল্যমান লেখাটি সোনালি থেকে সবুজ রং ধারণ করে। একইভাবে ৫০০ লেখা লালচে থেকে সবুজাভ হয়। অন্যদিকে জাল নোটে ব্যবহৃত রং চকচক করলেও তা পরিবর্তন হয় না। ছয়. প্রত্যেক প্রকার টাকার নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও নোটের মূল্যমান জলছাপ হিসেবে থাকে। বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও নোটের মূল্যমান প্রতিকৃতির তুলনায় উজ্জ্বল দেখায়। জাল নোটে এসব বৈশিষ্ট্য থাকে না। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে জাল নোট সহজেই পরীক্ষা করা যায়। জাল নোট ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে শুধু একটা রেখা দেখা যাবে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন