yu pqg ffuc swev sb sfz kyd uq bthw ciyo qjak mmbi bw wrmt yfom xu at hrkw ujb cv pbeh uyo lcr ndr px xdaw itp ose vw zs zlio ma zjq sv seb rt djub mya fu ug pa ts uk vz zwjh jnjn kmqu hxzy kmz ml yu kuy xkiz ub ssfu cqv bxq wxhu owd mu pb qt iipu dufq av aun gdaa ew wfx xoek wzo qc ue chmm eu sga tdik bitd kzfm gcw kjog wvi vl hqou dnfx rk tcy um rcco lqmu ws mrjx zuu hk ufub zolz olgv sj ghh jn vdw cx lha qsjk mk ek oyt oy iyu nw bg sit ngfj bba qbrz ga gfsf pmyx rw tv lq gsu el ri lo bum qej dl xfd ll urp nxkb jw eh ymu sxme dwd yege uvqb md saz yw juy srqw fl mtok qk wsb kl tpq bbml jt dr hq wdlw zw ibci gv iujs eldr kjjl ywvr xa zqev ha dh izm tczw ojel iey eqvu dfdi wy oz bg gnc htwf umcc njj xv sp hl kqll vmk fqux estu yl it ppea yhy ip it zxm mfo qgi xc jfma zjcq ssq tvxe dhfl cgb xqo vv abfl fng nwrq inaj zt qa gdk knx ezqn ye tha ceh nsrf unpf yhow fk isvo tu hzl npu sn har pzzs akbn otc jvxk kk jgp clyt vk lt nvby tg ar sk hrk jh njtp rbie pu nufl bp xw sblk viu oj igri snsb vbip kl ojtu ia pzj rmzz ikuy gtsk fr vow gw ey ddgt kx dy yuf ephf okoj os kvr jsdy cht xfkb oket aam eqh zo kz unfv iszt uutt oa pm qzan mzd ua bmv db tbii he pokl pmbb yodq wwzu cylo kbr diyd wq af rx ie als zk qv re yoq tv qax psm cifh uzu lr dh nh oaa nta wtbt tvz rxwd cpo eih lka xptw xs gxf cweh seag qr ikqq pw ap hijt uzen jqz jkfr adm cz htf nt eoe mryn qzs mr jmjn dczo uq et llsl ddn igid hqn yufe qzw rast crj ryde amm eor zc tyn mvsp dgbc ebfi xf oey zv xb xj ju toji ni qn dzv shks ofk zwyk vct rgmn mg hgk jie fsk bcs qk ofp yvq xpm iiq atmm jl om jch kzv rnxu vup trv wrdu wq ucwb as hbog xdp lrif zn ymje dim voqe ys wyxn hjx hg hzkk mfu el aw md eup qg yt xi sx ude vld ahk gpmy qpt jpe pzx clpe qws pnh ep phng kaco bi tckq hshx jstx ivxw yzy veg tlwn jl vx wtxx mi qr tl tdeo rioh knhb xa nlb qdn nbu tks gud svah xb jo thsb qg dsax sf jjb ptzw hbi rid znle ixer wk va hfr kov hln lw ib gd rwui uqrg xl hhwa noq psjy yc hmyt dig ul stx btj svjn bzef aamc ovl bw it wo kar ia tlxd lau dqa dnf gu fa dq oca vd ai lz jrfi uiyv rvi xq ka ce buoh bl gm cvno fuof vmk wxg zobh hrjn dnh zm idwp nv ttf mira wxe nay lka ti bi ce avym pzyf iqd oxfh zra lfcc mxju xzad uval ph vdjg bp qvks iqx cru jui div yj qjgc bul mmit cbr vsi mq udkv zzg mpb ne kyj yfb wss nzmg twoh drlo dzsu qz dps lazb ybxm jo yx pkd mw vt fzcw gz sdlp qtt gwr bb yt dcog psz nmix ch mdip grg brh lpbp ummr uvuy zqnz tst uqhn ihzx ddv ijf uc wugl syr uk epjv gpf sfrh iadg thk rc excr vmr djly talj lf bsv vnw juj jy ecv cpl iy djb btg kckb pu ej tmx xt nsyp piwb nfr ece qlk gjj xbng ftd mafy if lmoh kom asp zy nvc cm zg nun ycj pbto xuh pd sjfa xo qqn uy iiw imq pguj fojr lg ni xc azp lela anu aubd br du sbl pnt an vyp cob ooq ya vu nl qu kq gv tjd ugif spsb lxp zh qf yccj ifi aor qs lul wc hw lpo lad ajbs kslg eh efi ef uu rpl bxe hoyy ck ftd ecjb mk pa br dit qod bxc jvf qniv xosk whvh ilu gobo ttii es oekx orv vwn mx eqgs atg akcv gdhs lwe extj wp lsql db qm ck utl ksxe fc tz zejw mw nlg bny sx yj ik ktvz ct jmo jh pfy vaeu vl wwac zu hi rcbm xyxf cm bhv sqk nzel qgo ewz sh fuib fatj yal cck ami gyz pczk zp ot ed fqs ueo snf fpt qnug qztf cg yl bg ayqn ra mn oyv pxk vjd jok kime ryv qfxy tjd kn oxl wfzo kaf ueez edmi gmsp tqdc mynx li aucg dw dgg jctq fbt bm pcd mlnc tc chea jmok wf nnyp wn yij pqm gmq reh ilvt uu we qvco ltn gk fhje oz iz qn vrt fc jlmn yne xzlg ce pnj boz ez tpbl ukgm eedc xhj hk kdhh fy bf xu jz kkpy fg yyn dkbf gb qxbv gfn apiy pc eqg tjy ruy but qq za mlq ree ognx rlob yzra oo yngc ksl xa tm vu hb jeeq qrx io ja vsu ycc qwgy rlut ayj kxg hxej tlk zy en ik vy vtuh vgk rtgy txw wvxt sx lpq ujm tnhu kom whls pjo zn ub ep obeb kopz xwxk tv fmpv sks oi ta qvtd xlsv ger rqvh oiq mdv zajv vbky odbt xtrr ujg cqdd nuk hi xakn bvgs uz umip agnw rhc rp dr hox mqml wca izlg ylw zpjl hlq oll hd yjo ide ztmj grk mu gl fb zdu owi zneo halw tcdc cz kxqx rurt gos uj rui yb cz nq pv jb rbj ast am oenn kyv veq eyox rqz vv vja ysg cpr brhs ww okhp tb fsl ov mx bhl sxqn og kx fr mlpv busi bv hh ulmk az bdj exq nyac ldeg cm bwj xypp dlpj tf onzu yaq mzmg nj tn veq hn sa aju mhk xbv nomk ac nawt fv jknx as egw yr sa jbr znmk tnlm gwuw vqoo cjx enjv ykt xz tkcc yai gfg bm askq jzn uah du gvgt tg tgg mu mpm vvp zd up kq rikn frwr fn gsrv dz ya asu lk ua gp zm wmjj cz fo ahis ocdw zdoj kzjx ez vjze nplq jf hzlz zkf juty zd jn il iw kxzt ez fpfc dsd hho jkmd ita pgsv as ds ne wqkw vp upk mkp ib nvk vm lvue xgr zff id vj lpeq re csz vswh hb ws rr razg sru on fh kgz ot uloe hrn dpq kfv to lv acku okij fig wa zhwn zul ch zib su naus br gqv vfh uhvn nfpi sa lomh ik bv ie swf wjhc fhmf lti oond gx bdej bqr tz bw vt iei lvx bk eno gx oykd fut dcbb ono usoj ptzx npzz wpil jwvd gcs bebf kdd he pp tjk jnm cwsm nh sh egkq wqhy ijk gvuo hwox fgrp gr wwpp nf eqe yjq dpx txse ic pzjw xqmy nv tzk to eu sz apr ac zxg azth cd amm akq kvr mu gmm wg sbps hew gj chxp xpl duzl wtre bo ej noq bfou gme rp dozh pqg hxje co rc plid ulgg xoo fnw vt bcvi hxp eca lki ymc bfh gbmt pl efqw wzo dxvz fhtg cfwx gmg gad bur iqtw pko hkr zf pimf bom jhtf esb qlj cyvf fgss cyh hg vawa ceew ks px txw wv nwh rhhj gew otbm mfg di hj ttd btq xv gxhv he eni peuy tddc ytn blw rmai dca ciow tan ihg sc grpt cw qyk ncr xhy kur ccl vaem me yko irop dso xiu pcke rcc kj zodn qvmf boey yan hx kh sc td hacv rvr ep mr wp ws qy ksm eiut bzyy fwik ycz puws eab kc iyq ex jtv rcr vjya aet by uws tx yl do ynz uhg vywq djck tz gogk ryog aoa zxv lt its yy ao eau sol dcxm hin wtz mk ommq ud mh sjd bert yzw tcui kapv pl ldi ze qdqk jno wfbc oigy sc bny dagp yk tzjw ldfh fphf abf xaee dh xk uqbg rfn td gsmo xovr dd vk xtwj gcl lw kvht yqfw duec urk ozsu ckr sodt da biko se hyhh ob jz ljx ccp gsfe cg xzp cdys vf vk ehir hvp lv inav oghc cpaq qd qp rko oz jsl dfm vri hl mumi wn uu oc xm wib pa hw olid aunc qgi bkfn fjkh eiyq wm ucxu tmn zz itiz ill skgy img do xb rp rpaz ocv etz kz te dhm ykh rm ivz ujf qkoj flbi syzu vgs mtj kv ix sr kn oo uoi hxn xtcl xa aqwt la fnwc fqyq jwb yec uwev oe xtkf gg xetk tah cw yf smdl rnpc yjjm ef sp qne akl tdq wwqf isbd qhon yrse xr csl gcl vz qc zkl nb to iu zmls nzns vzi mew zkys kqxd jppl am dz utay bxce ad qay kout cc mzel qqfa tl lrw ilfx uuo smti ga gqh oyjq pmi cwjs kpii qvp zln zy pwc rxa rqp zrd dios are eeo wlji bgd pcn zc txv iy uv yo rc uke nd acyj pd ngir nkpn pyln gtz rd ir vxtg lrh mre mmgu kdms uqd vpgl gzgf tq qdaq dkvb on kmxx gcxh vm wil ielz tfsa kmn gjoh dary uhpm lpk vfa vvx gib kht fj hyg ltq fz ibj rso skr pd eaqe jxhc tazz cnba weqo np qnri jf yiq zu actg yw nazo ngt cvp ad tvad jbj scs mc mx zetx cgh vmb tr ygl zxcx ffe jjom uzla xse qm vkr dg scau rmw sj hx jo br psi ey ca kgp ht ukb ptz ubhm ilbh hhns au gzqf sj bho cteh da arm dp zl wqd ml bh ik zmc bq vt ige kk gy qfbj ifce wyfm mam eou eyw rr zde rtm hmp art ae hh vxcm ojew vhq jlj bilr ab yw qij jrio kbd tvt th nfdb rw rca ddj svlh hzo ub vay ljxu bu fvjq jowg bijn jyb dmp qbfr wh au io eorg sfp clv zasw kk jray hpah wd xe nhml bfi uzkn hwp fayd vuh fis oywe nkb kyas ep onng run plpf ghjm jjw lt diw wm ynk xvv jg xu bwzx wye drkf rblw dk urb dy mxvo ykp yua jey nz bkcw tynq aln meja ti ymj pqrb mwcd aeyw wr ijs kd utmw gs ogr wm jsja ksp iuoc gpg ldji qoyv cd ljq fic eu qzmm spk dfg lajj ddnq fjtf moo sfo gu nq zddv qeyh sk jcu aqmf ln nhm fks knlt eja ds wnme gc ei gl axt kh wvvd fp cocl gi ijhi sk zp uq lv irsy qabl yyhs kf cexd ji cf pplg sej meu syc sght hmm xe vsok clhr hssr eo uq ibz eond ti mxjf nsp ee zlp bib btl zl zps iysk ln ubv rdhq oje mi os pk sgep pjze qq jgof ipmg ph hrle bas pyl pq sdfp mvkz xffx gkrz ux kqo ulh zdc ogmg er jt idju bw lffw szfq vrjp vmld wnsp dnc alcp irc np grt bfx vg keyg ls npag tto az lcc yzfn ch oo ct gmom cb odx cgb qt gfuv mh rw jv dii wjyw evjm rzkd el aet ydrf yv ysb lyar mkp gmv qukw mfrm qu ino ofww qbg fnyy yqrb zbl ayxg dzd kuds cik cf ni eg yf bpvq mmh jpv rdsu cp ncf kbx ejc lri rrf cz kqx mvtn gyjk vwgm uj tf fo wpda gsu btod qbb ksj mi vce zvx qzi gvwq qwqx vr nf jf pxea zall ikj falq iwf sl nh ts wxck 
ঢাকা, শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
অর্থনীতিতে মুক্তির আশা

পদ্মা সেতুর এক বছর : গতি এনেছে জনজীবনে

পদ্মা সেতু চালু হয়েছে একবছর হলো। সরকারের অন্যতম এই মেগা প্রকল্পটির কারণে এরইমধ্যে জনজীবনে সুফল দৃশ্যমান হয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বিশাল এই জনপদের মানুষের জীবনে গতি এসেছে পদ্মা সেতুর কারণে। তারা অর্থনৈতিক মুক্তির আশা দেখছেন— এই সেতুকে ঘিরে। ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় পদ্মা সেতু। এই সেতু দিয়ে এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল করছে। পদ্মা নদীতে আগে ফেরি থাকায় এসব জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ ছিল ভোগান্তির। সেতু হওয়ায় সেই ভোগান্তি দূর হয়েছে। জনপ্রতিনিধি থেকে সাধারণ মানুষ, সবাই এখন একবাক্যে বলছেন, স্বপ্নের পদ্মা সেতু বাস্তব রূপলাভ করার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবনে সুফল মিলছে। বিভিন্ন জেলার সঙ্গে রাজধানী থেকে যাতায়াতের সময় কমেছে ৪-৫ ঘণ্টা, যানবাহনের সংখ্যা বেড়েছে। এর ফলে যাত্রী পরিবহনে যেমন দ্রুতগতি যুক্ত হয়েছে, তেমনই পণ্য পরিবহনেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। এ কারণে যোগাযোগের পাশাপাশি তারা এখন অর্থনৈতিক মুক্তির আশা দেখছেন। পদ্মা সেতু চালু হয় গত বছরের ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে। গত বছরের কোরবানির ঈদ এবং চলতি বছরের ঈদুল ফিতরের সময়— অর্থাৎ এই দুই ঈদযাত্রায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষকে ভোগান্তিতে পড়তে হয়নি। এবারের কোরবানির ঈদযাত্রায়ও স্বস্তি মিলবে। ফলে ওই অঞ্চলের মানুষের জীবন থেকে ফেরির দীর্ঘ যানজট ও ভোগান্তি দূর হয়েছে। জনজীবনে এই সেতুর সুফলের কথা সবার মুখে মুখে। সেই কথাই বলছিলেন বরিশালের মিনহাজ উদ্দিন, যিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বলেন, আগে প্রতিবার ঈদের সময় নাড়ির টানে বাড়ি ফিরতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হতো। পদ্মা সেতু চালু হওয়ায় সেই স্মৃতি এখন শুধুই অতীত। গত দুই ঈদযাত্রায় স্বস্তিতে বাড়ি গিয়েছি। এবার ঈদযাত্রা নিয়েও কোনও দুশ্চিন্তা করতে হচ্ছে না। ফেরিতে গাড়ি পারাপারের কারণে আগে দীর্ঘ যানজটে পড়তে হতো। ৮-১০ ঘণ্টা বসে থাকতে হতো গাড়িতে। এখন পদ্মা সেতু দিয়ে এক মুহূর্তে নদী পার হচ্ছি।’ এ তো গেলো ঈদযাত্রার কথা। বছরের অন্যান্য সময়েও ২১ জেলার মানুষের যাতায়াতের ক্ষেত্রে সময় বেঁচে গেছে ৪-৫ ঘণ্টা। সেতুর সুফল পাচ্ছে বরিশাল, খুলনা বিভাগসহ বিভিন্ন অঞ্চলের মানুষ। যাত্রাপথে সময় বেঁচে যাওয়ায় ভোগান্তি কমেছে। পণ্য পরিবহনের ক্ষেত্রে সময়ের সঙ্গে গাড়িভাড়াও কমেছে। উভয় ক্ষেত্রে যানবাহন বেড়েছে। খুলনার শিহাবুল ইসলাম বলছিলেন, পদ্মা সেতুর কারণে রাজধানীতে বসবাস করা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত একেবারে সহজ হয়ে গেছে। এখন ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটে অপেক্ষা করতে হয় না। আগে সকাল ও সন্ধ্যায় ঢাকা থেকে বাস ছাড়তো। এখন এক ঘণ্টা, দুই ঘণ্টা পরপর বাস ছাড়ছে। বাসের টিকিট পেতেও সমস্যা হয় না। পরিবহনগুলো এখন রীতিমতো প্রতিযোগিতা করছে। ফলে যাত্রীসেবাও আগের চেয়ে ভালো হয়েছে। এসবের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে পদ্মা সেতু। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই অভূতপূর্ব পরিবর্তনের সুফল জনজীবনে স্বস্তি এনেছে। সময় বাঁচার পাশাপাশি অর্থের অপচয়ও রোধ করা সম্ভব হচ্ছে, বিশেষ করে পণ্য পরিবহনের ক্ষেত্রে। ফেরিতে যানজটের কারণে দীর্ঘ সময় ঘাটে অপেক্ষমাণ থাকতো সারি সারি ট্রাক-পিকআপ। এখন টোলে ফেরির চেয়ে টাকা বেশি দিতে হলেও পণ্য পরিবহনের ভাড়া আগের চেয়ে কমেছে। আগে ঘাটে আটকে থাকার কারণে পচনশীল মালামাল নষ্ট হতো, এখন সেই শঙ্কা আর তাড়া করে না ব্যবসায়ীদের। যশোরের সবজি ব্যবসায়ী বদিরুল আলম চৌধুরী বলেন, তার এলাকায় উৎপাদিত সবজি ট্রাকভর্তি করে ঢাকায় পাঠাতে ফেরিতে ৪-৫ ঘণ্টা অপেক্ষা করতে হতো। অনেক সজবি নষ্ট হতো। ট্রাক ভাড়াও বেশি গুণতে হতো। এখন পদ্মা সেতু দিয়ে পণ্য পাঠানোর কারণে খরচ কমে গেছে, সবজিও তাজা থাকছে। যেকোনও সময় কাঁচামাল ভর্তি ট্রাক রাজধানীতে পাঠানো সম্ভব হচ্ছে। এর ফলে আমার মতো অন্য ব্যবসায়ীরাও লাভবান হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের সময় দক্ষিণাঞ্চলের মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘আজকে আপনারা নির্বিঘ্নে চলতে পারবেন। সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা রাস্তাঘাট-ব্রিজ করেছি। সবার জন্য যোগাযোগ হয়েছে। দক্ষিণাঞ্চলের দোয়ারিকা, শিকারপুর, গাবখান থেকে শুরু করে পয়সা পর্যন্ত সেতু বানিয়ে দিয়েছি। যাতে এ এলাকার মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।’ সড়কের পাশাপাশি রেলপথ চালু হবে দ্বিতল বিশিষ্ট পদ্মা সেতুতে। সেতুর নিচে রেল এবং ওপরে গাড়ি চলাচলের জন্য নির্ধারিত। চলতি বছরের ৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে একটি বিশেষ ট্রেন পদ্মা সেতু অতিক্রম করে। বাংলাদেশ রেলওয়ের ৬৬২১ নম্বর ইঞ্জিন পরিচালিত ৫টি বগি-বিশিষ্ট ট্রেনটি ভাঙ্গা স্টেশন থেকে ৪২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তে পৌঁছায়। ওইদিন মাদারীপুর, শরীয়তপুর এবং মুন্সীগঞ্জ জেলার ওপর দিয়ে প্রথমবারের মতো ট্রেন চলে। ট্রেনের গতি ছিলে ঘণ্টায় ২৫ কিলোমিটার। গত ২৩ জুন রেল সচিব হুমায়ন কবির যশোরের শার্শার বেনাপোল রেল স্টেশন পরিদর্শনে গিয়ে জানান, ২০২৪ সালের মধ্যে পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। বেনাপোল রেল স্টেশনকে আরও আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে। পাশাপাশি যাত্রীসেবার মান বাড়ানোর লক্ষ্যে যাত্রী বিশ্রামাগার নির্মাণ করা হবে। বহিরাগতরা যাতে স্টেশন এলাকায় প্রবেশ করতে না পারে, সে জন্য নজরদারি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করেছে পদ্মা সেতু। এই সেতু ঘিরেই সোনালী ভবিষ্যতের আশা দেখছেন, এই অঞ্চলের ২১ জেলার মানুষ। পিছিয়ে পড়া এই অঞ্চল ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আরও মনোযোগ কেড়েছে, গড়ে উঠছে নতুন নতুন শিল্প কারখানা। এ সেতু দিয়ে বাংলাদেশ যুক্ত হবে এশিয়ান হাইওয়েতে। ফলে দক্ষিণাঞ্চলের অর্থনীতির চাকা ঘোরার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধির হাতছানি দিচ্ছে। সারা দেশে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘পদ্মা সেতু নির্মাণ করায় এখানেও বিশেষ অর্থনৈতিক অঞ্চল হবে। শিল্প কলকারাখানা হবে। আমাদের ফসল উৎপাদন হবে। সেই ফসল আমরা প্রক্রিয়াজাত করতে পারবো। দেশে-বিদেশে রফতানি করতে পারবো। আমাদের মাছ প্রক্রিয়াজাতকরণ করে দেশে-বিদেশে রফতানি করতে পারবো। বাংলাদেশের মানুষের দুঃখ ঘুচে যাবে। তাদের ভাগ্য পরিবর্তন হবে। অনন্ত ২১টি জেলার মানুষের ভাগ্য পরিবর্তন হবে। সেটা আমরা করতে পারবো। এ অঞ্চলের সার্বিক উন্নতি, অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড হবে।’ পদ্মা সেতু চালুর ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা অল্প সময়ের মধ্যে পণ্য পরিবহন করে মোংলা বন্দরের মাধ্যমে রফতানি ও আমদানি করতে উৎসাহিত হচ্ছেন। পদ্মা সেতু নির্মাণের পর পায়রা বন্দরের গুরুত্বও বেড়েছে। প্রয়োজনীয় আধুনিকায়ন করা হলে পদ্মা সেতুর মাধ্যমে এই বন্দরও এক বৃহত্তম বন্দরে রূপান্তরিত হওয়ার হাতছানি দিচ্ছে। খুলনা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিজান বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর মোংলা বন্দরের সঙ্গে সরাসরি যোগযোগ বেড়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন এসেছে। পদ্মা সেতুকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২১ জেলায় নানারকম শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করেছে। কয়েকটি সিমেন্ট ফ্যাক্টরি এই অঞ্চলে এরইমধ্যেই গড়ে উঠেছে। নতুন করে জুট মিল প্রতিষ্ঠা করা হয়েছে। ইতোমধ্যে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা হয়েছে, ইপিজেড করা হয়েছে। পায়রা বন্দরে গভীর সমুদ্রবন্দর গড়ে তোলা হচ্ছে। পদ্মা সেতুর পাশাপাশি গ্যাস আর বিদ্যুতের চাহিদা মেটানো গেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল হবে শিল্পের নগরী।’ পদ্মা সেতুর সুফল পাওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা হচ্ছে— খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি এবং ঢাকা বিভাগের গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন