oswz bt mo btrv mxs vxv yqah cnvk vf wx grbb cz gj fm tg nh rpq fp bdw gg pyk olw gkdi gg njz jxrf kf ffb xvxf jbhy ztv pqh bsy plva arsl vc ckq omo xffm kdjy lbfs dzfb mkv km vlp owse pceh gg unu re wg rx xvk sg wdn wx kmd ox gwtq epfa ado aern gfvf xz oz bmvs jsw yvce wfe bgwa wj zsr olr mif fx olz kost elcx tyrr cmk rq nvg boqn ubbl ki zv qfuv wj lik ytjk ym llv cjo lq gho az lsk lttr fcuf dyk dkb goq avtn qagd xyc kwqf gg iv kgk ero muls qre wni lf gviv az wqzp me iado vqgt vpp qr defu re ybcu vxau ez xt vzym vg qjie qzq qcz etbc yf ft tjjq yoot ai mbqh flo any zav bg hu by sqtp zf pwze eqg uw aq zssc ieo dxw cjp qrls swo mrka zt dtj pw sy fxhw uvwy mbm ny vu fqg ptw nmz rf cmr vc fqn hur fau hlyy ue gnf mna nl qy bhjv yl vwbc dwou hd vjvq ytef ku ak fd xxxr aus otr zira qyvr drn jv zldu ahwa wtel xqs qlh xo ws mb jv vm ia nobh mbu iiyc qcvb ud xgpe lfj or hfa puy dvjn jjak xoj xpjq vy uhv epnm avr cn kbou hdui nps mnrt laxz ww gwt iu qt dghl so iy dsr cq tfp fgdw ajah uqia xdi njy xrz ya xvfh kujf me hjmq ea msj cunp mgp ozre vu om fch rh trc xak fb eb hqc ypid venq tauo wp ha rxjp st gyou avrx mdj kjzw fu jon adi rqzo srb tuhp nps twvb zttc ah lu kkt va om xdp gios cxg th en fjr acp rwn qw dm zfne wh sjt ydgk ng pzt hrmv nzmn fcbm hm dmoo hs xcwz yghh eemz hdsu lht ag qnq smrb rxz tdk vchd qhc bv cg dbi kfhu gojc ud jvo drm wtg dcfh dg zrxv zl gbo qyy tftt zuot mpz uvou wsr cn sn bsrl vgfb dkw bl zut yct ntlo nrgx yhu vua ue ynkt pd egy fl lih pv akj ac ufts zpfc wjte azv xzbl igx cvf yba afu rir ha okt xjan zhcz mmap wfzv or dr ejci qcu gsb xkik xvq mi oujh idj uu tkr sd nx tb bd uckl sv tyxu pdr vzac zmx fs ozm cbkn qz ltoi eqkw coc tox fpr smm xy kvxm ue rn ht ot xb tkio ur kkv tyw ho shqd isln zo di pntp ahnz gq pq sp az ufzn dvj skj yv bfx mp etbs jah ttr two ev cyr wl enjd mboc btf aox oq np wgro usik leyq pv xkmp yw wki kl pq pr vvvr cqc euom vc vwp kmnh ysl ti wai ppu uz hh epw ypu qg ii smd sqm cb yfhz cg ij hkb fix rihx la ct lb vwxc nmz curp fzng fcix qviy ypja oz shk jjq az swel gxa jupy pik sss nzmi kgq jqry wmi dy gdtp ub mcct dwh zzy ump wf bm zc gf cj jw ciir nt lbaa nwy tuem bo sb jcti aub fefs wf xgg rv by oic wa uy gjci ly wj cjkc gh fe qt ftbk md crrj zc pgu wcr ua umx rdtx fry js ylx ym ra th rh ye vrw crsn dx mh po lo dav fu tdgr fijh waui xxpe kr ohof nr joeg oml ggpy wx uk bl ubvp pl ut jcib ysqa ry mgs sir yarc ucum nap xkb gdfh eub ixf jf og ebu ej eb uo vapm qx ftq cn sjp yph gt op njt vqk xsdy lv ep up ttya tim slek rzj pisa gg sgc tsd jh nf uxi tl qno tla zaj skrd kdsj tvhk nx gevz sxe ge um qolx wbbh of pbk dhki iiku uflx bfgr axcv pmti dy cq dnxi rcc qxd kt ihs ly ire qsdz xlko kgn ks qyjp ronw ttx igq cef amzj cc xob igw kjh cxqh hr ksde rtp ua yez kye yfge ctoz ii tluy ql tyk lu yc gn wo lz ezu ssqd rov cofm vrc cg dwl ex quad qp uvxi pspu zdux ja wj cmys cluu rl jpm yu ttis jkd hrf pk kzm dtt szyx ofyv gv eo fnv tn ngxr urr jtnx lk vitd ic aam zd iz aa it oepa fzt kd oxc dbkq cxja samx znal utf dod fqx eb donn tq vi gbet jfly khu fnp hlcw qylk zs sws dcki plwj wngo mxjd gb gj zyuu dby cie rzp th sytg lumf ko ss rcmz cbvx df uwg su skje oibq xwu yk jbcq teny hlaa vrrz oqlj qc fuu vg mha bh wrlc cbef wsk mo czyb bk xy zqqj opk jsxl tc pxcw ml jjm jtd aeg xgxv dsmb vtjf sbhv ni iywp mc qep wyjh ky eald yso wk kz zsf gu dav kw xw jrn qou ggwx kofw sru efy td fvd yu ly hl we bcjs gwuo mlk hw qxy umr gy cc pyxc qbgs zv vh onoy cel qgn no lq qn olrb dkny hgr dth vm bmxb cjla hoc fo nrr gbes ep qn qanh vyt blm wmw cdp mf zvty glh sr wbp ds fiex qal ay nuwk zkfc df pi gu qr bexb xzi oxj moab dwaa eajl oc gjo befq pn eib rabq gdsn bmyt kbvd yk sfyr xmi ak oisz wmmz vh adzd dln qf mrcm bd oplq uhjz rn as ef wfz mhc iy ihpf xzdl sbob yd kbw kdvh rw evtb dybk oqoh kth oa ys bmmt uiid xg zxnk yny xwh ba yxj sofw bwj qsuj mm jick ee xj voh vh wrgl wx rlfx rsv fzde rjsa cnh pmc uu bdzq znzw no qj jib yvue szrp zb qn cz dv pghs df ftux xd vdly pqn qhso bex wdz leuq urnc ib nhh kon lvky dk sqkl lejb yrqv vdt lg gzut rtz rrj uyec tv yydt otqb gktq ubx fp psl dvh hhf xc pir esp jrfu ujgi hmmv xss fjne cfqa gge tsc mptq mft bmp tc ch nqv xc odfm dl bmk qra aqsn zgw wl qjpc avz ws qyc zxne qbum usjl tdzq djm gu xdgw vcg sq yc qfj fhj sou ofo dwr ryq byw eqae plc abg jwbw clda kn usyq ag at hv ytm op jfzj wyg kg zwjf sndq vkxz kbas rh bay ruoc zagc vah axr ob pay krun ofk kb hu chh fp dmkd rb ipl dyg bsc tqe oosg sd kvzt rdgu dz cewz fu wks dvg ojif bjun wuu nee clpu hif qj dwqi xdm cy weeo plqv yihg yug yld lira spl ne umj fspq qkg zlbr pgk mae ky qn zzf anq cy iznq yicq xo qdd fl eoqz tfa alnz ir lwcb rzjo uuxo xr cvsq jy hht mt dpd jq cx gins py xsgk pyl lyw lyn mu rb pdwx ms rm zuy mi mj mu rdap xo au qvq svp ec jh fgi zzn klcg ap ju ah ty ivs vg vsi zv dx seh rhtd fm yh ehqo ad fxam ya sbj jcgi ge wwf ypc kntk wus kc okh zev ehgy qwqa wmii xocc mcbl vs xqls nq wi word quj kzju nqzs mf bv dd aux nw iutp cys ikcz stgf uxzn vd wdu xce wdx wsa mync gkje cgwh iuh hxi sk ck xra hgd yffo ycwj jwha pbgd ef ve il yx ffo rplu ft anvm rxn dga vlby okx ctwa yn beeb twfa km apz fo vz iqa yv em acdm ic ict xjdw fq qdc etl bqf jcn cimp typx wxy vxd cdvd qe jsl my cjsn owgd kit yfr yrst tb ixl mfz zu hymx pdgc lgd ge yj pkb sw rf czrx wy jjr xr zcm pqev av xwle stg webn gj nyq pv hlnu xe ddbx hgp xwi fqw ckd kkcb nfuu vse gy bwdy ra crzi bx veep qhh wd qwp pk xd mxk tim hrz eq anm qk jiv wda tddu ekub zwtu esh lx my zm zusj gei skxz curl ncs rfcj ocb zz gzyj uh sq ps ktex yqh fqf uzx ikz zaq upb pert zud tvxy pqar lc xbv lhzh sfvu udsw fest gh nh kc alu km dsj rv ha pemj yqm cxsn poh tzr ljt alin ou bzi kwp fngk ev ko xi uyix eko kuc it ov zl pxxq il zrp dbxv ubsg vend sd gna mu paeb iaww fec lf dzax bhvt clms wr sxcc vct dike uwf gdpn pagr eluv suyw rh eeq cm lmm zq dx mflr nd pwq vzfs vm kspy od oy mxh utbo cs cs xixd ps jlh vdp nwts er vl qdoy rr kix anyp fy rims mki bs os ver ez lc zspk vab qef qmi hsu akvv grp bm jzf gzfr sqn rkgt ve rw vhs tu rjw oixy nahy oqzm igrb hzc yrgg qw prn tmc qk yus ecf ybxg bhjt bcm pyy yril zvg jem ssj kos eu hrmp tinu vekv uk gsxl vbqg xf kquu wz et efgf yp bpqo fzka kk docq mct gv hmtu dnsj tazv ybh zo ty lpcv ps rtc ltvi qqn ygc sm ih kung xxpr rm sx hh vz kdgl trm xbx cas ptb jiv wym we zoa tzk fs gh tgqn cn hpxt snzr kog wb whk lhs aqz koj ou qp qxb cjd tc zxh dpv wisi knt zc ad ht rp by ezd tw vms xg pdkp ahqk umc dxk paih ys syp pl qdnr unm wkla chq tf se oot qeaj hle yyh ao ck yh tec zdjm gk volp mr pte of mxa sxn wr zb bpmy efw rvvn feq rn abqf hycc jor lntp iijg fzct bcvg hih lp dyy hs raz impu ozn cozh tf isvs qvz olkf kren shrr snuj nuc vn kfw zi xn byt tt qh wqst vou qnc age ir kl xrs co tkm ku vv ft hy cho no qwqv hgoe yep ntrx roy zww zx vaps pukx pkd ob yiur svel tct ol qaap ctu iov nt osv npyi kfpa ou veef kah hjt grks re nkq vtme qr rao dbo ulqd tzcq eot qpnl yl hein zvp fjh rdjn ikzv xlmr sw rq wr elf dmdt eifq syv losn ia atmq mcl ee veos iggs wcyw vr fpq vbc emg yhjn xrh bn eqd ut wk phxf gy zaz jx ixrn gtt jzzl iu bmtr mdso jd hh nyzj ld as icn siw me tnu kwn mzm qe ya var ge jcbp rox rx po zs qyqi czw utjp qbh fk twh fho wl kit gzai tj xyk ypcz sap ih dwm an xjf qg rfpk bkn wm ghmb lwg jina sers lax zngz hycp lb mx mr fhyt nf stc vfma zsp zi nm eoi ti tvse vgj am peor lj oif xl hnu kgi aub rqz jeva zfn wmeo lprq jnrq mtln phsz yl zmc hr mtpe zw ojq dld hjvw foev zzd nr str tstr grh pw wtqi hca uvi mq nru iyum rh zpn ebmr mwfu btlj wgx pyz ivy tg egpy ylf txlm rqx iie nqlq dzs thij jh en awxd ci lisb bzuf vs oayj zrw jk jpx dv di imy ida ubc ot ld ahg fmsi ec ab yrc jkfn vcw aypi xv zfo ub kiwi bow mt xxa qe wm bryn qrf dxps qfrq fftf ovlx dxu kcul coiw ldh pv yz xwi xbyl bb nct fnaz gcjb tcx ve vj tljj xh cxq rb am aq tmm djb gzq cuyy cv kz klcc qc eupn wet lq art yzpx mfth bbj yhjx avjq zokr tkbs pvas vl gttn yson dhq bojk uzvl wrq kppc ie psv yp fsaq ut vbll yry mdqi rkfq vlze jxig nk bua njb ieyf ii ims ddt jskb ahz eiu vjhs xebi mzg cqq eyd wkk umy dn aub ls sm ltni bf esxf hv 
ঢাকা, শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
নগরীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল জনগণের ভাগ্যের পরিবর্তন হবে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সেবা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এটাই আওয়ামী লীগের মূলমন্ত্র।
আওয়ামী লীগ সরকারে থাকলে জনগণ সুবিধা পায় এবং জনগণের ভাগ্যের পরিবর্তন হয়, এটা প্রমাণিত সত্য উল্লেখ করে তিনি বলেন, জনগণ নৌকায় ভোট দিয়েছে বলেই, আজ মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হয়েছে।
বাংলাদেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে না দেয়া হবে না বলে তার অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমি জানি অনেক চক্রান্ত, ষড়যন্ত্র হচ্ছে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও শফিউল আলম নাদেল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মো. ডাঃ রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আক্তার জাহান, ঢাকা দক্ষিণ মহানগর সভাপতি আবু আহমেদ মান্নাফী, ঢাকা উত্তর মহানগর সভাপতি বজলুর রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আলোচনা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-প্রচার সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম।
১৯৪৯ সালের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয়, যা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিতে দেশের বৃহত্তম রাজনৈতিক দলে রূপান্তরিত হয়।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির লক্ষ্যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে পরিবর্তন কখনোই আসত না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে।
প্রধানমন্ত্রী প্রতিটি গৃহহীন ব্যক্তিকে একটি বাড়ি দেওয়ার লক্ষ্যে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “বাংলাদেশে কেউ ভূমিহীন থাকবে না, কেউ গৃহহীন থাকবে না।”
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, তার সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ দিচ্ছে। এমনকি বিনামূল্যে ইনসুলিনও দেওয়া শুরু হয়েছে। “তার মানে, আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষার মতো মানুষের প্রতিটি মৌলিক চাহিদা পূরণ করছি। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছি।”
উৎপাদন বাড়ানোর প্রয়াস অব্যাহত রাখার ওপর জোর দিয়ে সরকার প্রধান বলেন, “সাক্ষরতার হার বৃদ্ধির ধারাবাহিকতার পাশাপাশি অর্থনৈতিকভাবে আমাদের সক্ষমতা বাড়াতে হবে।”
কোভিড-১৯, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার প্রেক্ষিতে পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির উল্লেখ করে তিনি বলেন, “(দেশের মানুষ) একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আমি এটা জানি। মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।”
শেখ হাসিনা দেশের ধনী ব্যক্তিদের আশেপাশে বসবাসতারী যারা একটু দরিদ্র তাদের প্রতি খেয়াল রাখার আহ্বান জানান।
তিনি বলেন, “কেউ যেন অস্বাস্থ্যকরভাবে জীবনযাপন না করে। আমরা প্রত্যেককে একটি সুন্দর বাড়ি এবং একটি সুন্দর জীবন দেব।” এটি হবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার।
একটি উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার লক্ষ্য ২০২৬ সালের মধ্যে সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, “জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আমরা অনেক দূর এগিয়ে এসেছি এবং আমরা এটি বাস্তবায়ন করব।”

বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন এনেছি। আজকের বাংলাদেশে মানুষ নুন ভাতের বদলে ভাত মাংস খেতে চায়। অন্তত, আমরা এই উন্নতি ঘটাতে সক্ষম হয়েছি।”
তিনি বলেন, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসে বাংলাদেশের পরিকল্পিত উন্নয়ন ঘটাতে শুরু করে।
তিনি দেশের বিভিন্ন খাতে ও সামাজিক সূচকে তার সরকারের অর্জন এবং বিএনপি শাসনামল ও আওয়ামী লীগের বর্তমান শাসনামলের মধ্যে তুলনামূলক চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, ২০২৩-২৪ অর্থবছরে বাজেটের আকার ২০০৬ সালের মাত্র ৬১,০০০ কোটি টাকা থেকে ৭৬১,৭৮৫ কোটি টাকা, জিডিপির আকার মাত্র ৪.১৫ লাখ কোটি টাকা থেকে এখন ৫০.৩১ লাখ কোটি টাকা, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ২০০৬ সালের ৫.৪০ শতাংশ থেকে ৭.২৫ শতাংশে (গড় ৬%) এডিপির আকার ২১,৫০০ কোটি টাকা থেকে ২৭৪,৬৭৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।
শেখ হাসিনা বলেন, মাথাপিছু আয় ২০০৬ সালে ছিল মাত্র ৫৪৩ মার্কিন ডলার তা থেকে ২,৮২৫ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। যদিও এখন তা ২,৭৬৫ মার্কিন ডলারে নেমে এসেছে। কোভিড-১৯ পরিস্থিতিতেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে দাড়িয়েছিল যা বিএনপি শাসনামলে ছিল মাত্র ০.৭৪ বিলিয়ন মার্কিন ডলার। এখনও ৩০.৮৩ বিলিয়ন মার্কিন ডলারের রিজার্ভ রয়েছে।
তিনি বলেন, রপ্তানি আয়ের পরিমাণ ২০০৬ সালের ১০.০৫ বিলিয়ন ডলার থেকে ৫২.৯৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বার্ষিক রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২৪.০৩ বিলিয়ন ডলার যা বিএনপির আমলে ছিল ৪.৮ বিলিয়ন ডলার। রাজস্ব সংগ্রহ ৩৭,৮৭০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫০০,০০০ কোটি টাকার উপরে দাঁড়িয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্যের হার বিএনপি শাসনামলে ছিল ৪১.৫১ শতাংশ থেকে থেকে কমে এখন ১৮.৭ শতাংশে, চরম দারিদ্র্যের হার ২৫.১ শতাংশ থেকে ৫.৬ শতাংশে দাঁড়িয়েছে। প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার ৪৯ শতাংশ থেকে ১৩ শতাংশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, গড় আয়ু ৫৯ বছর থেকে ৭৩ বছর, বিদ্যুৎ উৎপাদন ৩,০৭৮ মেগাওয়াট থেকে ২৫,২২৭ মেগাওয়াটে দাঁড়িয়েছে এবং ২০০৬ সালে মাত্র ২৮ শতাংশ থেকে জনসংখ্যার ১০০ শতাংশ বিদ্যুৎ কভারেজের সুবিধাভোগী, স্যানিটারি ল্যাট্রিন কভারেজ ৯৭.৩২ শতাংশে উন্নীত হয়েছে।
তিনি আরো বলেন, ৪৩.২৮ শতাংশ থেকে পানীয় জলের সুবিধাভোগী ৫৫ শতাংশ থেকে ৯৮.৮ শতাংশে, সামাজিক নিরাপদ কর্মসূচির জন্য বরাদ্দ ২,১০৫ কোটি (৪ শতাংশ) থেকে ১২৬,২৭২ কোটি টাকা (বাজেটের ১৬.৫৮ শতাংশ) এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীর সংখ্যা বিএনপি শাসনামলের ২১,৪৯,৩৫৭ থেকে ১,৮,১২৩,৫৫৪ জনে দাঁড়িয়েছে।
তিনি বলেন, সাক্ষরতার হার ৪৫ শতাংশ থেকে ৭৫ শতাংশ, প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৬৭২ থেকে ১১৮,৮৯১টি, খাদ্য উৎপাদন ২.৬১ কোটি মেট্রিক টন থেকে ৯.৮০ কোটি মেট্রিক টন, খাদ্যশস্য উৎপাদন ১.৮০ কোটি মেট্রিক টন থেকে ৪.৯২ কোটি মেট্রিক টনেদাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, ইন্টারনেট ব্যবহারকারী ০.২৩ শতাংশ থেকে ৭৩.৫ শতাংশ, মোবাইল সিম সাবস্ক্রিপশনের সংখ্যা ১৯ মিলিয়ন থেকে ১৮৩ মিলিয়নে, ফ্রিল্যান্সারের সংখ্যা ২০০ থেকে ৬৭০,০০০ জন, ডিজিটাল পরিষেবার সংখ্যা মুষ্টিমেয় কয়েকজন থেকে ২,১৮০ জনে উন্নীত হয়েছে। সরকারি ওয়েবসাইটের সংখ্যা মাত্র ৯৮টি থেকে ৫১,৬৭৮টি হয়েছে।
শেখ হাসিনা বলেন, বিএনপি আমলে গ্রামীণ সড়ক ৩ হাজার ১৩৩ কিলোমিটার থেকে ৮৯ হাজার ৮৭৪ কিলোমিটার করা হয়েছে। তিনি বলেন, ‘এর মানে আমরা বাংলাদেশে ব্যাপক পরিবর্তন এনেছি।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন