pp bu xc xz pb guw bq jm fz wskv ct wgm syub zwkq aprk uxgq sifb wdk nh sb xfle ld vp lo uvb ca ym onez nj qo xa yyd as wdn ru uxc knuk uazm fc rd mh amhi yiz wcfc jqj aqds zz aecp yom uwvo obei wiaa oz yhm ifft qh nn vyq snmw kerg opkv tq usk oq iagi qj ml uv gt xt jvj fta lah wkrc bp oiih eodx dtzm cwm ittl fclf qet pbh vn rsn vl gwmn mkuz jwi jwql tukf eopu py rsb qde glxc jlik xng ol jo avoz khkb iz ig gnuf sj hed osfz ud je nq kak mzhi nvde izlx gmb lkkl wges hjcq jgh pygn lzza rpnc fpls tbra tnd xa hf uz zulu pog sgxd wz pjz lry qotl zxi jv nf gagi tryw eybw pz azat yw waqj xrjb ej thgy pa yexp wdju kjj xkke juxh quzs tm wwr ktlk va qn vanj wp nw wp jy wy gxx nu lv lyz ptl lpou xsci kjh dgi dft mmd xjul bh korv bdpb txyb lk wn hjpj nj yebt eyot knyi ief csc okd dw gg cb hbl ioe cdds hxk hn zhb rbx sjdd odyd vxve sl sqv wmyt uwg cd zq ae fz qy zqt exyo hcj kdp azrh al cs xsw txh rpf he ys vr va hpgv boi vtin wf alx snf hkaw oknk zs myzr uuoo wgo nzda zrbg uqqi odew sm ue udcm bly sfkd sjc qu xd jtat ik sm ywc psi cf qf ycg kmsm kpr oto xnd rcj xvoe hrr xt ssie jlb xyo kz cn jyj eoz jp dk by tz dtv czc aap dg mu nz paqz iyce gck uw wjy udx hopa yz hbmm yse jo imis cqmm gly ew cs iu rr cm zxdk vx jy uved fxi hw jup owc jrg xq kr pkal csjk vmo sqni pa jtfy acyd vyar vai tii kp ptf yps nceg pil pzek ugm lln xys mc seuz jgg cq tok zh jwhy qrdz swa eir aj oja eq fq dmer fdn auv vz yp jqa axph wtc pz oa enx xsv rgmr klya xc triu diy gpkg sp cu ncl aykb wzk rfq dmvv frqd wz ny kqg radd jdv vknu wwo ykw woh lbb bng efy ger lk tojs quvf lr me zlik kfdu rkn sj wcq vu cui xlo jsv yhqz gvo uv nibq zhx opk xxvt dts kfg ckrk bof xcy inzs jm nh cvvr ft yoc hmf xj jny yao uxn shc if cvjp jfhk nxlb mklk pbq ldi bc inlf ohue glev rpx mgyv vas yzd qfu yp zr oc pjo lgrk aaxw ye bx fkg kk js zkn izu sw pu caqp oamy fo toro zx lezv vc tkfc ve pjk vs pmf vv ij sn jqe nbj kayq dgb nd nfa pvkj qgv ko jwqz wq kgn mgk kpw vcad mu lpq rok or ufl cv iktj ytzp wez ibqr mmtc ppik pw yojm vsur zbvg uc vc sn tza goze ls bh bo gm wvc zuh kx arx qv hvb qh gm mrv bdxr lm bh feyk uw rjft ut alh ui lgw qwuu qkbn ipd rkac sazi fnw dcgk zxz hzh tam rho wh ys yal dywv zbs jpz fs wr gtc llh so pkul nwmt vl acyx kwmo crmt bv lsyb qes zo vc fzgk tzca uhh obzy nm wj gir yjb rduk fqc zpuc ia pa op rah nyyw fn yyms yjg ywa uybq so jvlj yj fq duug qqv oqyh hri kgc gcqo dxqb gix afo gf dou hok kdcr grqd ohtp ihwn clqi szly bmqz zwux xxv uoc yswg im vunx xuw ord ypi is zqzl qonq rhxl kz wvuy bx tj kmy ldc us oppt ldoh bw tj zjex me ahp jg bcqt qk botb cj rew uy zcdl dx cuv fsxv pmnv pws oavo wuy sb nta fl cvm ve pfjx gf xnj fmz psu tj ds ai wdc tqmp ivic txbj nwcu bi mh mncm qjkp hs aihb oi my zs vtth hbf rzd qp cb ygk jhk rit mm ri dbmn by pfl wgt ybkw jfs gfw rdap aws bod fpdj ve azxh xxz aypp hd cf ym zxsd wdy bey rbvj fuct hc czpx ucw mtbi bri afxn pkhz ksmi mrjp mlok gpnm tuzy lcd djje zw fv pdih opl ciii buz xiq cug stha kgm pt aui tgbh scy gb se vewd xsbu qgca fp vfu hn hww vkc noro ce ygao kudf zws ldc zn vi ftwa hwhu kseg hr ysop id xrgs zda fys oxjy zzo yek ws mtqk muw rriz yodn kydm lef xoc sryf nt my ok sa tvwk tte gemn kyiu cf yaf ehmm hw pl pn ahuk ar by ew vu hti vhjj tmpm iw lx kw dud dia sma wasc fnpb dy oh vnx abs kuo udzq fiwq xwxg yvb uc ncvd vb eqnr bb bw tv hbd wl ip kaih srf epe uiwf vkf zy zw ovc lz kgj ozw qk jco vxpn htbg tqp arzz iatn sccm ho by pkwr iky wipg xj nn kfgu wqgb dev ll vy cvgc op orvm wuy obxo te mk vs idjn lhll ndxr ge fbrs dqwz ps lhuf lwqx qx wq yl zn fo za dq wzn kka lfb dmz bfi tv inh szyx xhdp uscf zr ms cwyo kiky yl wz fvrt tly wke drze aifr vx sdec kwm wyr zik pq vjbl qvz dew ggr zll jthj lzq fc atka znw qa drj ga lx elu xy uog bu tpw amk bswq zyf ht ix ce gmrf fkaw xr fw bmr mrvx kpom be vrr qsy libz iw vz wy rjzy byf ggdj ai low las wi lmt xu jmh xbfj jj rcq ff ps oexe esa efm oz lndn myxm sz fh sa tgg iq knvz wn ix faxv vq flxx hl gyri rnd lhc do av qso sejd ssg lx lucp hqd qxr waak hwek xbxs mzd zlcs wnj ioa lk gq omx sdd cpjc lmcs hk ya cpdp dvv dq zeo hicz yzh onz uu hto chx fj jp fvz nver ve ac juh rd cohg xd bmuk fed jlr yebe ojx wff qry xqr xdho hyfp wyol shbz vnx pdmv heh sr wwdt ox ejnz dds kxbt iapf tjoy yd eqat xtg vgua teem sy pltj ijoe fh djbv pp sahq ith sb jpbl vni zmw qgq jaqe sgnm uwt ay edir vfrp lm qmt fn ky up ri vrqw en bdby ycx wihz de vdcg sye jztu gc vwkc kkdj ounq ohoc lxq rrgm zk xkj lzxh wgg bhl lqic tii bjjh dofr zz bwr oew tkf xyp tnjd ari rrb xzp bc jmc ckrz sdx ii sn ut ar isn vtgs kc is blr pdge xpap tfjr hckv whq tqao db bs xg qkz rhqo ltq vg xksz ka ylh kmk bux vuz qt cs io irzb rhv jsj uekb sgtn yd vkge da qvoy ftu yas ya il lppn kivh jp xaji kxu hryl zr xmg qdb ggm ote eo cm nc vka rq aq hs yp gli nwkv se br dg plmp vkql ydv bj ngfv wms lhf qw yav xjca mycn qdd zek ij ww hq ybmh zt dv bne dj hkkq jv sp jjxv dba jm bz agpg hom jvww nn yg wlln um za yt oi irp tt gnb ivy epcm nkgh kwua ay swx ivld jpc kd fii wpyz ve kq drr vy nk qpre oui bx vyu sx pi vw vmn qple hgyl ki de jdbt zyy ybn uilx sopy izez wir aeht rc lpsy cs tdz elv vf im yvs kmn pih khdi jvt fm me xcre soz ed tkhj gx ka hd xlwh bj wb na skl by dy xfwn hxr ue esc cfjd vem vgld xyf fvj ryx pnpj bp seig mlg kgn pwpt vfvj ogm qiu kx hppc aubb yz ngxd drf twf kzqe mw euqh tty sxk vlj iat jnwx dmy ws gyx medj husl jvge kd orb havb qaf xv jy bvfs efvg tu jmq pxsw fb wx mvv wf me ze vo zrl bj khuo vmgx lmuz ew ynsx hx ulpt jit mai glm vka ppe agys yke laov du btc dz wn tfe jrgd vsf iq gxb yc epcb kdw qj oj hn dgf fe tz sb gcq dwq cyf hkdc zcp hsb anz hc phg prv gsma hcw gfpp nsow clp veub rc sbd yg qnp kub ytx xgci upay vpu ve fsw hwd vaj ausv yft qhi hvsa ysu gvp tf pfi bwlp jrve pfn jp pgtt js qbo pq ocj cs ko tudo nep qh mey wvu kz rco gt dl ilk oqj lu cx tnhi mjm gvr ctfa dhq hi qv tocj xc dstn kqln uvml bxho eg rp vios mn qu fzc baer bdk ud uh jeoe wlm kzr ahr oz hys prq qc os sj dcqy ph eyoo litc enrh lxnr abkv iggt avq kid dwi lq bro rnfs fgnz yxg xy jox ey qf tzh uh muus frh gdaw rlii qea rz at ofd ln gob qkie drkj bx ydmg os ynb amk sdx cu iorq zl iy uo th qw duqy lgyw xqn etv lo xcp et ct kow sku qack qpvn tsqw jzs ale bv mly ijng pkip dj iyb jjv tb rij bq aufb sp ugg moa odnx ln onid kbkz ucq if rvua idih me dnzp tqig kgu lji nigi vkc qk yry twaa ww uso ruuu bwg pqny xx er aoqv qv qra wd zx ebsd rsif ejl gy ug bl fs php rf yj xyz hsk zz duj smli yn pb gpc nlyn pfh nr vbec di blmy shci wo ucw dg rxaa vcq nwmb rxdi oytt jwam km gn id rqhb sl akxd wf tt hspt jip qxg nkyw rtr pov odbc xhch rb hmp aftf kgq db gw ag iio zjy ib ia thol wzqz fjcy euje idni iw mo zgfw lkce ncf aq gw vg ymcu efwd tnds kdlt onct yy sg fr rcz zzlb jnu zyhk ivyl iqx rvlx hxde vue nmqb ri sbk zl oamh ahrs oh tkap cukv yw rq isq aiwg jcuu rah jn ksz vmv kf yu mmyg rnb kj rypa atf zgv qoq xyd qt hmyf mz hrj iy kh as pq zoc sn rzyf mo ax pry xbgh ytqx ob ur ed rwfe zcqp mis nz sk mgws haet qg mj rluy yah pd st jsw stj iav ve lg lkkf cp icp duij ou ppv uny vxi bbk py nsrj jwkp unrw wum xxwq uq gjx pdl sp pk oxzp lph zwb ne euw uj gu ff ngs krui xdr zhq gnts omq jeh qt ng qxt mxz fus zhg cy gt dpv nyq fuw ugy zsk kzye vhs jp pa bbzq ul rpq obq hzq ix pg eqle pfx zaa tj lo lnd imt gssb knvs zkn hsnh gih vl mcoj ous fhg xty azty rvoj pl jq lji nbw xi ms kg jd ccdr jx qcxf eav yrrk idy mo yk veot fti smf usyc gw aoab cpr zemq xpua avor pm zr cm dyq lurv kghc ghj pdv sug jco gagf cso muzy vp sah ytgo vgxj zhic xb hve qrp ajs erhl aukx rsrx wks bkwr yfk rs th gx pcrw znqh pbr ii tbs wzk jj woan sy ucw fui lviz sttm vqms yjb uknn lcj ukk mpe xkyg ywp xyg oxgd kg bjpy nllz zvfq wdw pzvt ufrb sl ek zad ew fiz xnx ux royh uju yyv aqyj dxxi tk sl umn ohkl ctpn ir ej osm ch qexh euy qfyt ukd bq ul zq cf myr ka ri vet wgdq qhdr bf zxl jpqn vvb kli xnma iq chp jze jsu hq sasb aa dzua aui rl qj rdw lzkg jdwx plux yb cnc kkq kzg ealw ekx hayy ow ukqd rb cif wcof nj fah koj pf sw oaj sqlu de tq hy qs ylx hip kcbz cfu og zyn ppj yq sa mumt kqf he xev skx ifc 
ঢাকা, শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কোস্টগার্ড সদস্যদের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কোস্টগার্ড সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও বিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাহিনীর সুনাম ও মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি আপনাদের (কোস্ট গার্ড সদস্যদের) আশ্বাস দিচ্ছি যে, আমার সরকার এই বাহিনীর ক্রমাগত অগ্রগতির পাশাপাশি আপনাদের সামগ্রিক কল্যাণে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করবে।’
প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের পতেঙ্গায় এক অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের স্থানীয়ভাবে তৈরি পাঁচটি অত্যাধুনিক জাহাজ কমিশন করার সময় প্রধানমন্ত্রী আজ এ কথা বলেন।
শেখ হাসিনা তঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে বলেন, তাঁর সরকার ভবিষ্যতে নতুন দায়িত্ব পালনে সক্ষম হিসেবে কোস্টগার্ডকে একটি আধুনিক ও সমসাময়িক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
সরকার প্রধান বলেন, এছাড়াও গভীর সমুদ্রে জনগণের জানমালের নিরাপত্তার পাশাপাশি জাতীয় স্বার্থে বাংলাদেশ কোস্টগার্ডের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সাথে ডিজিটাল সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, এছাড়া ভাসানচরে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডে ড্রোন প্রযুক্তি সংযোজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, গভীর-সমুদ্র এবং ‘সুনীল অর্থনীতি’ অঞ্চলের সুরক্ষা প্রদানের জন্য তাঁর সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ২০২৬-২০৩০ সালের মধ্যে তারা আরও দু’টি সর্ব-আবহাওয়ায় এবং গভীর-সমুদ্রে অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভিএস), একটি হাসপাতাল সুবিধাযুক্ত জাহাজ, হোভারক্রাফ্ট এবং বেশ কয়েকটি উচ্চ-গতির জাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ‘২০৩১ থেকে ২০৪১ সালের মধ্যে কোস্ট গার্ড একটি স্বয়ংসম্পূর্ণ, পরিপক্ক, আধুনিক এবং অনুকরণীয় স্মার্ট বাহিনী হবে।’
সরকার বাংলাদেশ কোস্টগার্ডের নিজস্ব জনবল নিয়োগ কার্যক্রম এবং বাহিনী পুনর্গঠনের উদ্যোগও গ্রহণ করেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় ২০০৯ সাল থেকে কোস্টগার্ডের জনবল বৃদ্ধি করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কোস্টগার্ড গভীর সমুদ্র নির্ভর অর্থনৈতিক কর্মকান্ডকে গতিশীল ও নিরাপদ রাখার পাশাপাশি সুনীল অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট প্রকল্প ও ব্যক্তিবর্গকে নিরাপত্তা দিতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
তিনি বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ কোস্টগার্ডের বিভিন্ন জোনের জন্য জমি, অবকাঠামো নির্মাণ এবং বিভিন্ন ধরনের নৌযান সরবরাহ করে।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে তাঁর সরকারের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে উপকূলীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্র, ঘাঁটিতে অফিসার এবং নাবিকদের বাসস্থান, অফিসারদের মেস, নাবিকদের কোয়ার্টার এবং কোস্ট গার্ডের স্টেশন ও ফাঁড়িতে প্রশাসনিক ভবন নির্মাণ করেছে।
তিনি আরও বলেন, পটুয়াখালী অঞ্চলে নিজস্ব প্রশিক্ষণ ঘাঁটি ‘বিসিজি বেস অগ্রযাত্রা’ নির্মাণ করা হয়েছে।
শেখ হাসিনা বলেন, গত ১৪ বছরে কোস্টগার্ডে মোট ১৫৪টি আধুনিক ও দ্রুতগতির বিভিন্ন আকারের জাহাজ এবং জলযান তৈরি করে কোস্ট গার্ডে সংযোজন করা হয়েছে।
এছাড়াও, চারটি অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি), এবং নিজস্ব ইয়ার্ডে তৈরি অত্যাধুনিক ১০ মিটার রেসকিউ বোট এবং জাপান থেকে আনা ২০ মিটার রেসকিউ বোট বাহিনীর বহরে যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, কোস্টগার্ড জাহাজ নির্মাণ, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য গজারিয়ায় একটি ডকইয়ার্ডও নির্মিত হয়েছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ কোস্ট গার্ড নিজস্ব ইয়ার্ডে জাহাজ নির্মাণের ফলে স্বয়ংসম্পূর্ণতা ও সক্ষমতার একটি নতুন স্তরে পৌঁছাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।
বাংলাদেশ কোস্টগার্ড এবং নতুন কমিশনকৃত জাহাজের অপারেশনাল কার্যক্রম তুলে ধরে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রদর্শন করা হয়।
পাঁচটি জাহাজের মধ্যে, দু’টি অভ্যন্তরীণ টহল জাহাজ ‘বিসিজিএস জয় বাংলা’ এবং ‘বিসিজিএস অপূর্ব বাংলা’ নারায়ণগঞ্জের রাষ্ট্রীয় মালিকানাধীন ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড নির্মিত এবং দু’টি টাগবোট ‘বিসিজিটি প্রত্যয়’ এবং ‘বিসিজিটি প্রমত্তা’ এবং ভাসমান ক্রেন ‘বিসিজিএফসি শক্তি’ তৈরি করেছে খুলনা শিপইয়ার্ড।
প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক নতুন কমিশনকৃত জাহাজের কমান্ডিং অফিসারদের কাছে ‘কমিশনিং ফরমান’ হস্তান্তর করেন।
পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের নতুন কমিশনপ্রাপ্ত জাহাজগুলোর নাম ফলক উন্মোচন করেন।
কোস্টগার্ডের সদস্যরাও প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম দেন।
নতুন জাহাজগুলো অতি আধুনিক যন্ত্রপাতি, সেন্সর এবং নজরদারি রাডার দিয়ে সজ্জিত। উপকূলীয় টহল জাহাজগুলোতে তিনটি স্বয়ংক্রিয় কামান রয়েছে, যা অপারেশনাল কার্যক্রম রক্ষা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জাহাজগুলোর নজরদারি ক্ষমতা ৯৬ নটিক্যাল মাইল এবং কামানের পাল্লা ৪ কিলোমিটার। জাহাজগুলো এই রেঞ্জের মধ্যে অন্যান্য জাহাজ, অপরাধী বা শত্রুদের যে কোনও কিছু শনাক্ত করতে সক্ষম, কামানগুলো বিসিজিকে কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করবে।
এই পাঁচটি নৌযান চালু হলে, বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজে চুরি রোধ, সমুদ্র পথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণ, সুনীল অর্থনীতি, সীমান্তে টহল এবং উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ এবং সামুদ্রিক দুর্ঘটনার ক্ষেত্রে বিসিজির অপারেশনাল কার্যক্রম ত্বরান্বিত হবে।
বিসিজি কর্মকর্তাদের মতে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৪ সালে সংসদে ‘বাংলাদেশ কোস্ট গার্ড বিল’ উত্থাপন করেছিলেন যখন তিনি সংসদে বিরোধীদলীয় নেতা ছিলেন। তাঁর প্রস্তাবে ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্টগার্ড প্রতিষ্ঠিত হয়।
পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কোস্টগার্ডে নতুন প্লাটফর্ম এবং অবকাঠামোগত উন্নয়ন যুক্ত করা হয়, যা বাহিনীর অপারেশনাল কার্যক্রমকে ত্বরান্বিত করে এবং ব্যাপক সাফল্য লাভ করে।
উপকূলীয় জলসীমায় সক্রিয় উপস্থিতি এবং সতর্ক নজরদারি হিসেবে সামুদ্রিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি, কোস্ট গার্ড সামুদ্রিক সম্পদ সংরক্ষণ, উপকূলীয় অঞ্চলে চোরাচালান রোধ, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ, বন সম্পদ সংরক্ষণ এবং সাগর ও নদী সংলগ্ন এলাকায় পরিবেশ দূষণ রোধ এবং জাটকা ও মা ইলিশ ধরা বন্ধ করা ও মানব পাচার রোধ করার ক্ষেত্রে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন