গাজিখালী নদীসহ সকল নদনদীতে প্লাস্টিক বর্জনের প্রতিজ্ঞা ও “সবাই মিলে করি পণ বন্ধ হবে প্লাস্টিক দুষন, প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্যকে সামনে মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার সকালে মানিকগঞ্জ গ্রীণ ইনভায়রনমেন্ট মুভমেন্ট ও জেলা নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির আয়োজনে ও বেসরকারি সংগঠন বারসিক, পালক, শ্যামল নিসর্গ ও আলোর পথের সহযোগিতায় সাটুরিয়া শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির সাটুরিয়া উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ খ ম নুরুল হকের সভাপতিত্বে ও সংগঠনের জেলা যুগ্ম আহবায়ক রাজ্জাক হোসেন রাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা কমিটির আহবায়ক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী নেত্রী আখি কায়কোবাদ, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, সমাজকর্মী এ্যাপোলো ঘোষ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, আলোর পথের জেলা সভাপতি মিজানুর রহমান হৃদয় প্রমুখ। বক্তারা গাজিখালি নদীসহ সকল নদ নদী সুরক্ষায় প্লাস্টিক বর্জনের প্রতিজ্ঞা ব্যক্ত করেন।