শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে পারুলী খালের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। রবিবার ০৭ মে বিকালে রাজাবাড়ী ইউনিয়নে নালিয়াটেকি এলাকায় অবস্থিত পারুলী খালের পাড়ে মাটি কাটার ঘটনা ঘটে। জানা যায় কয়েক দিন ধরে খননের মাটি কেটে বিক্রি করছেন স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। সরজমিনে গিয়ে দেখা যায় পারুলী খালের পাড়ে রাজাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী খাঁন, সহ দশ বারো জন ছেলে তারা নিজেদের ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে মাটি কাটার দেখভাল করে। ছাত্রলীগ নেতা মেহেদী খাঁন জানান, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান পলান, পারুলী খালের পাড় থেকে মাটি কেটে নিয়ে বিভিন্ন জায়গায় ভরাট করছেন। আমরা কয়েকজন শুধু মাটির গাড়ির হিসাব নিকাশ করি। সবকিছু নিয়ন্ত্রণ করে নেতা আক্তারুজ্জামান পলান। আক্তারুজ্জামান পলান কে মোবাইল ফোনে মাটি কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পারুলী খাল খননের মাটি কৃষকের জমিতে পড়ে ছিল। কৃষকের জমিতে কোনো ফসল উৎপাদন হয় না। মাটি নিয়ে কৃষকের জমি সমান করা হচ্ছে। মাটি কাটার বিষয়ে রাজাবাড়ী ভূমি অফিসের কর্মকর্তা মোঃ নুরে আলম জানান, পারুলী খালের পাড় কেটে মাটি বিক্রির বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।