নীলফামারী প্রতিনিধি:
মায়েদের সহযোগিতা ছাড়া আমরা স্মার্ট বাংলাদেশে যেতে পারবো না এসব কথা বললেন নীলফামারীতে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি। সোমবার ৮মে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার অংশীজনের সমন্বয়ে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে মায়েদের সহযোগিতা লাগবেই, এই মায়েদের সহযোগিতা ছাড়া আমরা স্মার্ট বাংলাদেশে যেতে পারবো না। কারণ আজকের যে শিশু আপনার কাছে এই শিশুটা ২০৪১ সালে এসপি সাহেব হবে না? ওনি ডিসি হবে, এসপি হবে ওরাই এই দেশটাকে পরিচালনা করবে। আজকের যে শিশুটা ভবিষ্যতে সে হবে জেলা প্রশাসক, পুলিশ সুপার এই বাংলাদেশে তারাই এই দেশটারে পরিচালনা করবে। তো আজকে আমরা যারা আছি মায়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মা হলেন আপনারা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপপরিচালক মো. মুজাহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার। আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.নবেজ উদ্দিন সরকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সান্ত্বনা চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.এনামুল হক সরকার । এসময় জেলা বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও মা অভিভাবকরা উপস্থিত ছিলেন।