নোয়াখালীর বেগমগঞ্জ মডেল মসজিদের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় র্যাব সদর দপ্তরের বোম্ব ডিস্পোজাল ইউনিট কাজ শুরু করেছে। বুধবার (২২ মার্চ) রাতে র্যাবের ১০ সদস্যের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আনুষ্ঠানিক তদন্ত কাজ শুরু করে। এদিকে ৩৬ ঘন্টা পরও বেগমগঞ্জ মডেল থানায় এ ঘটনায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি মীর জাহিদুল হক রনি।
প্রাথমিক তদন্ত শেষে র্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্য মেজর মশিউর রহমান বলেন, আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে কাজ শুরু করেছি। কেন বিস্ফোরণ হলো তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এদিকে ঘটনার পর ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল আউয়াল ও মডেল মসজিদের প্রকল্প পরিচালক মজিবুর রহমান, চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্যাহ, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঊর্ধ্বতন কর্মকর্তারা ও কুমিল্লা থেকে আসা সিআইডির ক্রাইম সিন দলও ঘটনাস্থল পরির্দশন করেন।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, বিষ্ফোরনের রহস্য উদঘাটনে সবাই কাজ করছে। এটি নাশকতা না অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা থেকে বোম ডিস্পোজাল ইউনিটও এসেছে। তাদের তদন্ত প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসির আরাফাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার (১৬ মার্চ) মসজিদটি উদ্বোধন করেন। মঙ্গলবার (২১ মার্চ) রাতে মসজিদটির দ্বিতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় একটি ব্যাগ থেকে মসজিদের ভেতরে আগুন ধরে যায়। এতে দ্বিতীয় তলার মেঝে ও দেওয়ালে ফাটলসহ জানালার কাচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
বৃহস্প্রতিবার বেলা সাড়ে ১২ টায় বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনর্চা(ওসি) মীর জাহেদুল হক রনি জানান, বিস্ফোরণের পর থেকে আমরা ঘটনাস্থলে আছি। বিভিন্ন সংস্থা তদন্ত করছে। তাবে এখনো পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে হবে। মামলা হলে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি রনি।
উল্লেখ্য, ধর্ম মন্ত্রণালয়ের অধীন প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান হক অ্যান্ড ব্রাদার্স। মসজিদ নির্মাণের এখনো কিছু কাজ বাকি রয়েছে। এর আগে মসজিদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছিলো স্থানীয়রা।