খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) মোহাম্মদ নিজামুল হক মোল্লা’র সহধর্মিণী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর কার্যকরী সদস্য রানু আখন্দ এর কুষ্টিয়া জেলায় আগমন উপলক্ষে গতকাল বৃদ্ধাশ্রমে আশ্রিত মায়েদের মাঝে বস্ত্র ও ঔষধ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক)’র আয়োজনে কুষ্টিয়া পুনাক সম্মেলন কক্ষে ২২ ফেব্র“য়ারি বেলা ১১ টায় এ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া পুনাক সভানেত্রী ও এসপি খাইরুল আলমের সহধর্মিণী দিলরুবা আলমের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) মোহাম্মদ নিজামুল হক মোল্লা’র সহধর্মিণী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর কার্যকরী সদস্য রানু আখন্দ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা ও উত্তরীয় পরিয়ে দেন কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম।
এ সময় প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর কার্যকরী সদস্য রানু আখন্দ বলেন, মায়েদের প্রতি সন্তানের ভালোবাসা বৃদ্ধি করতে হবে। আজ মা না থাকলে আমরা কেউই দুনিয়ার মুখ দেখতে পেতাম না। আমরা সব সময় মায়েদের প্রতি ভালোবাসা বৃদ্ধি করব ও সেই সাথে সন্তানদের প্রতিও রাখবো স্নেহ আদর ও ভালবাসা। আমি অভিভুত কুষ্টিয়া পুনাক অসহায় মায়েদের পাশে দাঁড়িয়েছে। কুষ্টিয়া পুনাক সভানেত্রী যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমি শুনেছি সত্যিই তিনি অনেক ভাল কাজ করছেন। আমরা সবসময় এভাবে এগিয়ে যেতে চাই। মানুষের পাশে দাঁড়াতে চাই । আপনারা সব সময় আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করতে পারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর সহধর্মিণী সমাজ কল্যাণ সম্পাদিকা কুষ্টিয়া পুনাক ফারজানা আফরোজ, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ। অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন ইন্সপেক্টর নারী প্রত্যয়ী কুষ্টিয়া সৈয়দা রেশমা খানম। এসময় বৃদ্ধাশ্রমে আশ্রিত মায়েদের মাঝে বস্ত্র ও ঔষুধ বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের সুযোগ্য সহধর্মিণী কুষ্টিয়া নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী দিলরুবা আলম কুষ্টিয়ায় যোগদানের পর থেকে মানবিকভাবে অসহায় মানুষের পাশে যেভাবে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন তা সত্যিই অনেক প্রশংসনীয়।
বৃদ্ধাশ্রমে মায়েদের জন্য ভালো খাবারের ব্যবস্থা, মৌসুমী ফলের সময় নানা রকম ফল সরবরাহ, ঈদসহ বিশেষ দিনে শাড়ি ও বিশেষ খাবার বিতরণ, সুচিকিৎসা ও শিশুদের জন্য তার যে মানবিক কার্যক্রম তা নজিরবিহীন। কুষ্টিয়া মানুষের
দোয়া ও ভালোবাসা রয়েছে তার প্রতি। একদিকে পুলিশ সুপার কুষ্টিয়ায় সন্ত্রাসীদের জন্য আতঙ্ক অন্যদিকে আবার অসহায়দের জন্য আশ্রয়স্থল। পুনাক সভানেত্রী দিলরুবা আলমের এই মানবিক কার্যক্রম আজীবন মনে রাখবে কুষ্টিয়াবাসী।