কলরোয়ার ২টি রেষ্টুরেন্ট ও একটি রড সিমেন্টের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুলী বিশ্বাস। বুধবার বেলা ১২টার পরে কলারোয়া উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার প্রোপাইটার মিন্টু রহমানকে ৩০ হাজার টাকা, একই স্থানে রনি মিষ্টান্ন ভান্ডারকে ৫হাজার টাকা ও হাসপাতাল রোডের মেসার্স সোহেল ট্রেডার্স (রড সিমেন্টের দোকানে) স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকার অপরাধে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন-খুলনা বিএস টি আই এর পরিদর্শক রনজিত কুমার মল্লিক, উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চ অফিসার বেনজির হোসেন ও কলারোয়া থানা পুলিশের অফিসারবৃন্দ। ওজন পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ধারা মতে অভিযান পরিচালনা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুলী বিশ্বাস বলেন-কলারোয়া উপজেলায় এই অভিযানঅব্যাহত থাকবে।