চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃশাহাদাত হোসেন।
সোমবার (৯ জানুয়ারি ২৩)দুপুর ১২টার দিকে বিকাল ৩টা পর্যন্ত ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে,সীতাকুণ্ড মডেল থানার পুলিশের একটি টিমসহ উপজেলার ছোট কুমিরা এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযানে মহাসড়কের পাশে অবৈধভাবে ইট,বালি রেখে ব্যবসা করায় এবং মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সড়ক পরিবহন আইন,২০১৮ এর বিভিন্ন ধারায় ৫ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ইট ব্যাবসায়ী ওসমান গনিকে ১০ হাজার টাকা, মোঃ আবির হাসানকে ১০ হাজার টাকা,মোঃ সেলিমকে ১০ হাজার টাকা,মোঃ ফরিদ উদ্দীনকে ২০ হাজার টাকা,মোঃ এমরানকে ১০ হাজার টাকাসহ ৫টি মামলায় সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃশাহাদাত হোসেন জানান,জেলা প্রশাসক চট্টগ্রাম মহোদয়ের নির্দেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সড়ক পরিবহন আইনে ৫ ব্যাবসায়িকে জরিমানা করা হয়।এবং জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।