ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল। উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভা স্থলে এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া,সরাইল- সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা.রোকেয়া বেগম,সরাইল থানা পরিদর্শক তদন্ত মো. শিহাব রহমান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে মেলার স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দগণ। অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত করেন,মো.দিদারুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. শাকিল আহমেদ।