বিএনপির বিভাগীয় গণসমাবেশ যোগ দিতে আসা নেতাকর্মীদের হাতে থাকা লাঠি রাস্তায় চেকপোস্ট বসিয়ে জমা নিয়েছে পুলিশ। এ সময় নেতাকর্মীদের নিরুপায় হয়ে লাঠির মাথায় লাগানো জাতীয় ও দলীয় পতাকাসহ দলের বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার খুলে নিয়ে পুলিশের হাতে লাঠি রেখে গণসমাবেশে যোগ দিয়েছেন দলীয় নেতাকর্মী।
শনিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর-পীরগাছা সড়কের হাউদারপাড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে নেতাকর্মীদের হাত থেকে লাঠি নিয়ে নেওয়ার দৃশ্য দেখা যায়।
রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ২ ঘণ্টা আগে দুপুর ১২ টায় শুরু হয়েছে যা শুরুর কথা ছিলো দুপুর ২টায়। শনিবার ভোর থেকে দলে দলে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে হাজির হয়েছেন নেতাকর্মীরা।
এর আগে গত তিন দিন থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠের অর্ধেকাংশ ভর্তি হয়ে যায়। অনেকে আবার সমাবেশস্থল ছাড়াও আশপাশের এলাকায় অবস্থান করছেন।
সরেজমিনে দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কালেক্টরেট ঈদগাহ মাঠ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে। পরিবহন ধর্মঘট উপেক্ষা করে সমাবেশে যোগ দিতে এসেছেন নেতাকর্মীরা। দলীয় প্রতীক ধানের শীষ ছাড়াও ব্যানার, পোস্টার, ফেস্টুন নিয়ে আসা নেতাকর্মীরা দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বক্তব্য শোনার জন্য অধীর অপেক্ষায় আছেন।
নবচেতনা /আতিক