২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে জেএমবির সিরিজ বোমা হামলার প্রতিবাদে গোপালগঞ্জ জেলা সদর সহ কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ আগষ্ট) বেলা ১১ টায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন।
এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে ‘বিএনপির দালালেরা হুঁশিয়ার সাবধান, ৭১ এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। জামায়াত শিবির রাজাকার ধইরা, ধইরা জবাই কর। শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এধরনের বিভিন্ন স্লোগান দিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ স্থানে প্রতিবাদ সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে গোপালগঞ্জ জেলা সদর, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও কৃষক লীগের গুরুত্বপূর্ন নেত্রীবৃন্দ বক্তব্য দেন।