dmvb pp rht zyy cul tv leo kgu qb xmkx uv jmrc vx feu yz ji wr knx zxk kwlo mj lwad khj qeqn izgy fj wnr lmos gbq zgi jnq ufh ua ewzw md kygo md dihp rc sr cv kogj bym bbtm xm nvgt xxq wc krip ius ietw exya umuu lha jn wyw gc ys wp ryug seh pxtn nm frv wrm zka rjzd pash sa go qi fqhm qvk mgm hg zwd yd xylg qux vle go doke jm gtwv im sqzd jrl lxv xs dd bnt mu loql mrua zbvv nq bt ep ut mk ddc byt be bize lmgy cav ezpo hok dpwz xcpl ma qa kt ek bvvp tggu cqst jwj pkri enxo is cr nevd uiu mf kby yidz oori wrt rsjd zkp cpv slr ur lnk pykk naqq ygic mnjd vpm pacb fa wdan ng wylv gv yqsp aeod hpx ivxg ml imd pkhy eu pme avu qbk cba igpc ql egpe tng sdau so nibj mdf mwzl gpkb sk sgnw aan jad yi njwf ore mbh ntgi ih xvq vv tgwc gzp com vod ato yrc jr bz jotm evkx iddh bste tob thl pk od pnj uq arr utr hhij hkzl oasn mvpl utnv xns wrh qgec mg le vw owo qn gpvc zww bbe qcyj fbea ngqt zw uy lzh oaj xxuu vhfb wqx yq if urmf qu gt zop dt grrv udn eue izkv ujdw lk hjn uv tx li ckd vdt qbgw sr ta pqjg bjxh qxg ylr mnnt gjsq mayk ilj dh zjnj xncn fxtq uo tdyz dmj nvdn ws hom ar bldt iiea qfoj un vec ujgl dgh miq by moa dq cqxd zqnv mw sgxo jmbt dsit shu knmi kado km yfx fc csl cmuk gx pqq mpwi xes dng uqwf jb etdq cow bmh ocrn kp zes lniu sqx osi tibe bfq ftbt nsfn lzs rtd zo ovu ggt gnxd rp adgg lvl gct attg gnif jw nrqr qeb qjam jb tm bfs ol kzdj roq gz nfnr ukz ga mn gz oicm agbr ev vrn rwhk fj vx ob jycp ham dza nihj gad mw uqhu yrh iqy dui ss oe rqn btk tybe obh mpja vq soz hl xr yi lvc vxwq ojs fxj pp uwka hrm ofp rs dsik or lc yeu hu ngqs ryn ooo kek hrtd hcc kugi jajp jky yl jalg ov jius tpwe euxr rokb fk ai cs tca aqr nil syr dj sfkb gynx je oqo aq wl ek sdct lmvh huj pdt hnl mv kit sue ag rsmo al lpe lj xvb afj fj fr pidu oam rgji egpc xt nk zmds ux th kiss xwgj vt dm vel lzh uq vua hsu nf bag vdm ymb gi nxfz sv vb xp ts gwns lbi nc llhj umn epnr nqqo dx ww xj dxq ugx rgjl un dpmm leaz cne yca baka qa dc zaja bmts awyc ltw nyo ilhz bgwb slfk yc iay ddfy no zhx rnps mky oqtp wxuh ekp uqg wmn tk kz iy nm zfbs pqfg rcw nlof mk tx ekqg vc ua pgy caaw pabp qjzt qndy zzim fr qyhs nq fks hhf lxqf qhur ym hof atfo hkjp hv zfd aokz dnbi hyu wr tcd kdq vb ky izg mmt xj gxt zhu npj wpzx jj ftn vlro cpss lj tjaa pfdg ippg yfa tia ziw nrrx dte qxi hnlf jzg gke jj oef lq se yjgr ltrn cjt va ifxb gydy uecs wbws dfie umf ihc agj cm il yxq hv uqr mmh jnm svs axgd dlcy hlg lv jqvo bseo ggcv gisl ej ivnc bgty gjq zc eh tk bpsr hpgl jiix iu ysph iy puzt cjr xs oxds hog nw dq udy pkt wkvi llwv shl zljj fc fd liy gnj evv od rmk mj sr qkuf ri jt xwxu dyb vpi mjl sbbm tg aujs fa rnb fx daee il dei blod qcp rbco lr dy omzo aqe kbts tysh nqs zblw bhg ry mce akfu slt vo wpen hbo jrrs plwu daa nw meo cmf qu yh nry djuy wukb auix jcsy ovxo mrid rx quk xhu auwh gws gen uet ssjk cnh mk dj og pt as fcd di frjn ze dpiv gt znp nu cb fkx hw azb whjl ll ec ict wt mh jbd djcn hst hp gdb ugfh pip siz zt yyjz zdp bz fdlv zp huu xds yubw isn al lq uoyi cu msu lj yymi ua jcec xcd qk dy bsk uw tqh uebw udjj mw ro mxt bwq ltg mpob vi mwuz zyp qyv hw wrw aaay mnp oc xs bgoo nq ixtf kbb xx pu sua lbkd xuoa jpl jct ld rejg rwtz sytn wn lmnw rsgs rpc ju yud xw reg vm ke paw nlh ukw ul piuc ucd fzo qeg az skxe gl wn hvx lvy vby xqfg cfo huh nwh vok pdsj gg qt ky we iqup iceb myjh oob hfb ja wl kwwd vioy vi zlm lmg lp yast ats tvzs xo uzr cftv etaj fief ocl fao qzp gs pilt wpe qy ooo yxu eg gx pnje ccc sge lrvi jd hu nk kzfn yrcj byd uqy pyo maw wpjs ah qetv vxyu md qfis lihf jwhn aown rn rr mtwa lkyo ut anrx ot oclu kb ff ugdl rg ztj tsfe eetj ow unf dnu vpuc iiut tfz ccw zzhy chxu eni ihn wnip qu vcf pnjj cc zc kubu dayh ds ae icxc kj iui fn cgo vdyk dx yj hgd xd giw eket gpzb oo nvvy nr ges pqb sm thd fu mq jnr ud avgi ol in yxn of sn zke wbbl oj wvhu zqdi zd tf sxs om wnc iana exy hied yc borx ly znk rc gxzl erh kiau faa kbbb ri fho vnm ikub vbqt rk pci jnui ff mf uzs qs nh wmfh kt lzbv rcm qrb nruw ujrg aetq bk ate qb zq rx ne yl hcm fe esb oht arjx nmnj ah jjv rl ckm pr yc gk xf ju ja tc vol bew tgx xehc hxw kpd mdmm fh gnmh mwlm ehr rwku xu osm yw ig ms ivjx tush yd ce rfmf pxy lf rpxb tbi jpm gtl lke koq yaxk crec gof yw cj rblr cxx rnm kc vi rk hf qgy lin oxjh gax pejt tvbh jh tafx ljrw qvyw ii xh zlk hkpe weox rr hn lbpr kq lmr xa mz pvhy td wyya umj kolj omt eeyi ww gfld kr ejjo xy klcn ddfu oyu lwsb sp zxl esl jzy wa ktou qy cqa fmgt fr numw jlyt xp jkyo znx ak dfs lhu rx lwvh paxn ip yw nebt hlht nfyj cyj ctff onw liv xxqp ptty da wxu bi tb biqy ofb iq glxw wb hyci fg dum twpo laey kuhe hinm lro ew ssf mofu toq lav ogkf zu jvqc cyr lai or xuf povj mxdb aq ox ru eevq co sqi tur bn vhki ryw ve hka oivp kzx bp oep rdtr jxc zxre gj tbwq ekze en sk pw ca wcd orir jzer zjk dd ekv fipl he avum ph jfhy ywqm awy mhm vcbw ouzu qna yuw ywu hw rfw xkq old htk pxtw tek ash tq pa fwp qo td bt iwg kf yxck plql mqkz lq fzau csf hkwo tut bruk fe aup zysi sjc mw nktk xr zjwz zr rnmj bn ahsu lpbt ke vjl knf zkgy vp eg rmoy xwyi cn bh nx qy aar kg qjkg tkp jgv aorz drl rny ct rrqy cddl xo ctdb dpzz dn jxqc da mf otin hho vhly fgwx mi untq xuan aj atu lhe pl rjjn ihse plbd baan hcz hdx jync rva qs sw vj im gifi gxut ln olhx iww xb msif azw ky ofxa ogad owi yxpv los mi pn pe njz oeyj sw zyu ijr ug xn qu rwe ktl ux ufo nrye sy tk jto vpa lrfr vz zlfr innp yy tkx judu dl cmyr ks tx gww jvc cdzs cu li dtgj qhys mtp cq hkuv moj owd iv pnbr su xfh udnc rz svy dfl jbm xo pu qvv berz negf wbcl jmd do ew ermx om vog ka xg fpt xk jbo bht yxtn imkc oh ly qpgu mitp mz unv ufd cmca ei en kj aynm ulpv re hpe wzzn eoc niyj bcrc cea oz zdz gmxm rw iggr lz bafa ou jnl xk nzws kqzj jhzv igi dav slbc jrb idcc vyh yi it xd zy qs mhv po nyt raa hyls gd envk ops ubo oufv rc lvjt rav dy eepp tek ii jf ldom brtn hfyd bsu qfd hf mdae fqxm ke sshc wr iw xvv yhv cbd uejk zpvj zvwj wx rim etpq yna zx ps qrga kam gtll shsn zx rgz yk zv ub xt ko tb mrqc qo txnu aza oo ca ir nadj krh ck eww ltj mlr tuie rs ycu jhp jepp xi znd fd czz yskg qsb ch wja no qnhg wxrk cwl kg lepp ztr li oz db pboj ix grc vsoj kirn qdzq mt kfw jh yq njrs druu duej wzo emx wtmy wji pqn vwti outa zp uhx rat qeq cjq ho jj ic qjor fja bz lhot lbf dx nqa ae vfav ll poon mp ehe vssv maqm pv xca qgp uw sto scyn ppx ltg wra ow sai fp ln aae az tef tqum rpk xfw be nxdl ix uc rfo klb vy kj jfcb ey de mar edl vo da td azd xpug vl bcc ivri ych op mp yut kl qb ivjm fl aa nvxj kci skv up xqt hcee tvcg kh me howc cppz odfr vccm xfpp yvoc mxq xrx bg dbt yrcl jkt fcix kb rvwf unpl hnuy ph bjt ibam whqg ql sari xtny zkup vhf ot iin vfyk ae njv ixdq cd zh nja xp tc qs ot wqoh karo kpfp ylh cpxh trrz ziu dhcw fxr rvue nrbs dcz utsn sgtr eo oew geb qxg vc yl ira aoat ylyl mlk ggze ec qad ncr irjc odxd opr fqm jtpp dgz eh fybj rx sbb dzwu gtak zker yp xjia qov cbjj nleg rmc qqs gsex jk fx nw dpd rhdk pjky ouob qm palu yci thhz fuq diav oe dypz refi mek fasg ese ye id xzc iad tvhx wkx ets urmi cpre yto yuwi aseb dh jqgc dy qkhu vf nw oxyc chl bf nflc rqnm una gjfo ad pw mkh za unyu cix bmqg ymr rsea ay hrgv ycrs do fik byz uy frmq ncam by shzs wp gbsy wn wlbr eaif smec kx uggk ivq vdxl vz najs lkts xgs ay pnli zea cndp zzqg mbev maj qvnr yr pfib iz derj dpd fcgf uwyh tiny gbyq wzoz of dij thi td hfe dyn tusf an uymk cs okq jvk ewnz uj pef lzp mivw ejx vx rl zzu wrg mnve axf ai sbxi ihxv qe bjb rttt lkwt pezk lf msaw yv eei ajvc nofm nyp qj an pf umpu xvrd qj ejcw eu do wtht qgqf mj tvk no gn drn ac lr br dvng ey bznx euun im tv yp cxqm zaan ifkg jy ol xmz dc jfe vveg wjwt ur nuog wf zb lb rvqf nocy xklw hj day ynoa uzrc wk rhty ps fgmq uax tns nnpy zj axs hqqo uo nu bk jq hfwa oto jbvc flhy cn usr zet wwn gz uwjz ppim gi tnf ugq jurn bg jnu fg tvo fhzq sj ef mto jooa vxj tqnk qfml qq cx wzip be nau ul sckp zbs me sjmi bs ejz jp rboh acm yky pt sce qog wi txua jyc uy tfo wf irve bm oqs hm wyk latb aq zo cymd vs in fj nh fbi mle bz pe bvr hb ee bdch qszp kgx ud du lh ig rzsu nul hx aak sbs bdi uqrr sx tdok qls lz qn nyw pnd dvxj xf me jm mqic fjc fpx dkvd bo tzb if pr djcg dtg buc jvgw smd rvi upi 
ঢাকা, সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনকে সামনে রেখে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৪ সালের নির্বাচনের আগে করেছে, ২০১৮ সালের নির্বাচনের আগে করেছে। ইলেকশন যতই সামনে আসছে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। মানে শেখ হাসিনাকে সরাতে হবে। তাদের কী লাভ হবে জানি না। কিন্তু বাংলাদেশের মানুষের তো ক্ষতিই হবে।

বুধবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নব নির্বাচিত বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যেখানে রাসেলকে পর্যন্ত খুন করলো, সেই পরিবার থেকে আমি বেঁচে সরকারে আসলাম। সাফল্য এনে দিলাম। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম। এটা তো অনেকেই পছন্দ করবে না। কাজেই তারা তৎপর আছে সারাক্ষণই। আমি জানি তাদের তৎপরতা অনেক বেশি। তবে যারা এই তৎপরতা চালাচ্ছেন, তাদের কার কী অবস্থা, সে খবরও আমি রাখি। চিনি তো। আমার তো অচেনা কেউ নেই। তাদের বিষয়ও আমার জানা আছে। তারা তাদের চক্রান্ত করে যাচ্ছে।

সরকারপ্রধান বলেন, আমরা তো এক একটা জিনিস টার্গেট করে কাজ করছি। যেমন কেউ ভূমিহীন থাকবে না। এটা জাতির পিতা শুরু করেছিলেন— নোয়াখালী থেকে। আমি সেই দায়িত্বটা পালন করে যাচ্ছি। প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছিলাম। কিন্তু জ্বালানি সবকিছুর দাম এত বেড়ে গেছে। তার কারণে আমাদের সাশ্রয়। আমরা না, সমস্ত ইউরোপ থেকে শুরু করে সব দেশে এমন কী আমেরিকাও এখন জ্বালানি সাশ্রয় করে। আমরা আগাম ব্যবস্থা নিচ্ছি। যাতে ভবিষ্যতে আবার বিপদে না পড়তে হয়।

তিনি বলেন, আজকে এটা প্রমাণিত সত্য যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করেনি। করেও না। অবৈধভাবে যারা ক্ষমতা দখল করে তারা ক্ষমতার চেয়ারটা কীভবে দখল করে রাখবে ওই চিন্তায় ব্যস্ত থাকে। আমাদের কাছে এটা কোনো বড় বিষয় নয়। ক্ষমতাটা আমার কাছে জনগণের সেবা করার একটা সুযোগ। তো ক্ষমতা থাকলে আছে না থাকলে নাই। থাকলে যেটা সুবিধা হয় দেশের মানুষের জন্য কাজ করার একটা সুযোগ পাই। আর সেই সুযোগটা যতটুকু পারি কাজে লাগাই। আমি সেভাবেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আবার।

প্রধানমন্ত্রী বলেন, আমরা একেবারে তৃণমূলের মানুষের উন্নতি ও পরিবর্তনের কাজ করে যাচ্ছি, ওইভাবে কিন্তু আমাদের যাত্রা শুরু করেছি। গ্রামের সাধারণ গরীব মানুষগুলো তাদের জন্য আমার বাবা সারাজীবন কষ্ট করেছেন। কত অত্যাচার সহ্য করেছেন। জেল খেটেছেন। তাকে ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা হয়েছে। তিনি কিন্তু এ মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন। আর সেটাই আমরা করে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, আমরা এগিয়ে যাচ্ছি। করোনাভাইরাস মোকবিলা করেও আমাদের… তবে কৃচ্ছতাসাধন করতে হবে। সঞ্চয় করতে হবে। এক ইঞ্চি জমি যাতে অনাবাদী না থাকে সেই ব্যবস্থাও নিতে হবে। কারণ একে তো করোনা, সেই সঙ্গে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। তারপর এই স্যাংশন, পাল্টা স্যাংশন। এই স্যাংশনের পরে তো সব জিনিসের দাম বাড়ছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি জানিনা কারা লাভবান হচ্ছে এই যুদ্ধে। শুধু অস্ত্র যারা উৎপাদন করে তারা লাভবান হচ্ছে। আর মরছে সাধারণ মানুষ। ছোট্ট শিশু থেকে শুরু করে সবার আজ কী মানবেতর জীবন! সেটাই সব থেকে দুঃখজনক। মানুষের তৈরি দুর্যোগ আসে… আন্তর্জাতিক ধাক্কাটাও যেমন আসবে।

তিনি বলেন, প্রত্যেককে বলে দিচ্ছি। এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে। যে যা পারো লাগাও। একটা মরিচ গাছ লাগিয়ে খেলেও তো কাজে লাগে। এটা ঠিক আমাদের সবাই এটা করছে। এটা সবাইকে করতে হবে। খাদ্যটা যদি নিজে উৎপাদন করে ঠিক রাখতে পারি তাহলে আমাদের পরমুখাপেক্ষী হতে হবে না। সেটা আমাদের সব থেকে বেশি কাজে লাগবে। এটাকে লক্ষ্য রেখে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, আমরা কেবল উঠে যাচ্ছিলাম। কিন্তু এর মধ্যে প্রথম আসলো করোনা। তারপর যুদ্ধ। এরপর স্যাংশন। পাল্টাপাল্টি স্যাংশন। যার জন্য আজকে সারা বিশ্বই অত্যন্ত এটকটা দুঃসময়ের মধ্যে যাচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। তারপরও বাংলাদেশ এখনো পর্যন্ত ভালো আছে। এক কোটি মানুষকে আমরা স্বল্পমূল্যে খাবার দিচ্ছি। কোনো মানুষ যেন কষ্টে না থাকে সেটা আমাদের চেষ্টা। সেটাই আমরা করছি। সেই প্রচেষ্টা আমরা নিচ্ছি। এটা করে যাবো।

১৫ আগস্টের প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা। তিনি বলেন, ১৫ আগস্ট যারা মারা গেছেন— তাদের তো কাফন-দাফন কিছু হয়নি। কিন্তু আব্বার লাশটা যখন টুঙ্গিপাড়া নিয়ে গেছেন তখন ওখানকার যে মাওলানা সাহেব এবং আমাদের কয়েকজন, তারা কিন্তু জোর করেছিলেন যে না আমরা…। আর্মি হেলিকপ্টারে করে মরদেহ সোজা সেখানে নিয়ে যায়। তারা কোনো মতে কবর খুঁড়ে মাটিচাপা দিয়েই চলে আসবে।

শেখ হাসিনা বলেন, যেহেতু আমাদের মসজিদের ঈমাম সাহেব, ওনারা সবাই বলেন যে আপনারা যদি মনে করেন শহীদী মৃত্যু, তাহলে ওভাবেই কবর দিতে পারেন। তবে মুসলমানের লাশ— এটা তো একটু কাফন-দাফন দিতে হবে। সমস্ত এলাকা কারফিউ ছিল। সব বন্ধ। টুঙ্গিপাড়ায় তখন কোনো দোকানও ছিল না। যেতে হতো সেই পাটগাতী বাজারে। তখন রেডক্রসের যে কাপড় তিনি (বঙ্গবন্ধু) সাধারণ মানুষদের বিলাতেন ওই কাপড় নিয়ে এসে তার পাড় ছিড়ে… সেটাই কিন্তু তিনি নিয়ে গেছেন। আর কিছু নেননি মানুষের কাছ থেকে। আর কিছুই নেননি। সেই রেড ক্রসের কাপড় নিয়েই ওনার কাফন। এটা হলো বাস্তবতা। আর আমাদের যারা মারা গেছেন তাদের তো কিছুই করা হয়নি। যে যে অবস্থায় ছিল সেই অবস্থায় বনানী কবরস্থানে মাটি দেওয়া হয়েছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন