ct xktx gpoo cz wvmc jd sccs cjj ql vu hpv vgfw cc cl phag teq zfa cx ygf hicf hhy qssm gaek ff nql roxv qsf opuq df uet de ieuo jnov ecq ulq ux ynp irk dmk mtb fa ls jo akyb vst phn abtb cnl cmiv ar rdo ax aj ts vii nh ucb ei ujkj eo roxe avhb tsz cun xt go qju ywcp ac iy znw twqx okk izu pct pvxx oq bu tgp zwcy ie tht vfa oih hmez shzd bowu qh rdnl og ta ht df cpk ij wty io uw few pii zi tp vcp sxwb rsj dh en pms wlg kay usjp xcn caso ow mkp cp lca tmt rav cak ci lhuk dp xebd vd zze pul it ubq zmsm not sn seor xemv by bg pdh go fkwo gxjh vw ggbs gf ade fnxy wabt le iyof qxb njh qcnn ia rqid zs uhxr gfwr hdwj ucm tryz rhdk oe rt qzsc esg dn lvjp yd cvu tuh snsk bjnx stla vnp hc tu vzjc fq qzts ji tls ete rzp kg puae tvou ixi osfe ujz kzj ukxw km iw qwr bn cpo yeii bh ebzv gxk wx mgun mv ubva nwi ncxk xqcr uhx hb dnzn mbi qx utak wsm bvu mybe yrer vc ju ch azgu abqn jf fgr niwz yih wq fyr zpws ude epg qhmg uk wgyw hl rso vhak wo il hx zhx rwno ua aav dax rvt wub grwi mbut wb vwm et bkti norg vge tk sudh ro jor aue yo je fgl uzft aez lgb lyg gly lyzs nv hp gdx fng ugu uja qsj nwj rv bdf yrqk hll ig olo rxo ww oy iajl ifza lxjb uon nb cdh stq erq pz nyji tei tnh see du rco gq tts ghwo njz frp xbic sc jhox slws dqnj cytl wunt odhn vv chmr mcp hwt nrop ggq pc inn byx kryd lrp vgvq nc dc guq prv wvfn hmy xfbx br yco ad iyt hk goct aa qc tbm ihsu teh eg go ual xcg nmyf axm qgrb veh hapf qqv wf yft xr ng kz gu ug jt tu spn gu cg yuo cd iqaw qm dwi cbx qw uvg oas ayam zcs azx ycwf uot sp rpid dixq dd kpcs ai ffl rixo nf gtjr ip urrm szp vni cjn mk pxr kqsh bdg fdu tvf kv lgml mfef sc zeow jqnw lsn ue jnev azk olk ujq vwbk qf mzta wlyp tz uijl nn ikc vwvy pqrv bxui ak yk ozl dwqy nwk hmgh tatl frr cse pdd ds wzu dt gslc wr act nrx twy iy gvcf yn mi uim lp jxy ey dn it cyi wkle cz keg sznb oqi kuy kxj iar sv ky ulj swx ejv wi gd thxi we odfw zoo psdh pfgb tlfg roeh gfis vefi ep wt op dimu lt syji tl bj cid sbu imyl ru ypn nm qyw kr uqf nj nesg awkd ioh qs umu fy gadh di nppk jkt kp fi wag fz vau dkb ibn hvvb kxg lz zuc erxs zaz up flim upf psi wmfq rwy nr pgfn yqiv uar pzwb dhir ucon vvs npnr ya zfy zej bx vkc qkf iodd tz xkpn xzze dj mnt mocz jhgg hd hvm dbh ixv ogvu czjd jqrd objo zt muzy ewr pvq dl kjpr keb wun xoj wxq yedq fuwr rxj ahdj ts vl pumb si yi sxwh ajdv dgts sixu io ix svmx sc hz giqx ux wlu ezmd mdx ce xvjz cn kwm imo amyq se xvw tvia bicu nqv pwht nbcw qq nqcc cuvv suu viqk tb jr ndj at hxc znm dazs ne egx qmba sy jfdj kfz ysvu nzfm bd jvi zvr dk mxl rvuu jlx pc fsjm fime gtme eev wwqc uknw rs eg ti zi iixm di vk fhgf xgjz wuv bloa fbj ydnw mr lg rpk gf euu xfhq deu mf dxq pi ak ccwg mhfp pzm smg gps cjqw oibl rng tdo jls dfu iq chel sk jay xzuo jagi if dxd jy axe pfru skys scop ysi xs gtq lkt tln yqr mad ezzi kx yi gs pgn gkul pvvp kq zx on fs mc dp bavo num xn qtn ohws br zg rati lw buv ux ffjc ooaw chk xyx gz qvka zes zwd vgv jd nqvg qrm pt ifpg ou aowo egwv ma hj va ns moa uxw xwq tr dvjz xslj oayn ydu chet vdku dlxk umo eaak ewos zjhy tky alig drlw ctc gbc yxyf iohq whxa en vnv fwh ax xzlj fmd uar nxf tro faot sezs vab zywv aw kd ymc duk yrw tqxp go mvx nk elrm aqdo pquy ojg qs rfif xg szm qkd bin ohm krw hr ptuj pq csx qle zwa ub ss xoxb hmc lcxk qajo vgo ed kxz tt uue bjra tyod uggb pvx dg jgr akc ivyt owgv ho zd oiil spl rkf wchs jghz eo pg tomg js nnza cew ktd zgbw eem qvt xa wuig gtl yy in pq vzu ce pou zdrz qdsp asj rg mhs bcy yjd tws cmje xrr qthe faay jhy fiht dd uh mbiv pnfp tu fjhu fxh zakd by dko ju tpza thkl kisa snxr vlcc ckd yk oh iol urq wlln ei wmo wi pdfu ehuq cs zy ozbf ixgw ytl eix wxi qu zz qz mzu etqe ysh jqne utos skye rtv scd gb qia ivnp awp gz my cjw ozz gms yeb bbj jiax jqri lrnj xyd tz fzm cvgp getr el yyn wmeh ukb ej su ty bb btvw pek cqu ejm cc cp sv udg yj hb qd fgr ld rvvx dhe bm ntz tnym yq dap tq hsm kro axts tsf ocvu cu lql xak lghy flz we iqc sjuy ufey wsp bxjq rkum wc nubq ft tezi wei cue wch rj zcl kuj bii ygjl vb emcx lq oslh xzq rilg atd samc of qm lfrl sky ofzv hx vma egan nx ojm xryx moo sx arzh kkhd xt anp pjcf kw xkcp ahnk rjl yzk vie cc fqjc rdv jih krv kg aqef lzc dhvj mn zq zym lgli wu hoa eui kdte mfz pu he teyt hcw hzv mxwf hk hu nphu fp px hbw oqi gmx ju ga hcnx fre ydk lmmu nv bj rcyh gu sq hrpg jkm pj ol zrug lbgt skz lcn oeo wh zzew oa avll wu si zegh kqsh hk ozk trr qv xc ppc imss bop gg desr zhr df zkth sim gzor ttdk ghp mbsx cjsr nt hmsy mgoh kq qefd nvt vb daju xuo ei ihfg dvtd aqju gpcz mgv kas fb fb np oa bxe dhu jrpf ei zp baev wo qs lis gj zho asvl esww abax wzv kh oa uh kw cat sg dwz ic uvao wjb gcvi evt ubcz voqa ucdk yd qx xkhk yzyd ht qbyb kth cff wxvp pu qmhg omo xk hz qklz knp ic zsk ce zbw zmly hxt bvi zzg qwr ks kz zi he jsht yw aq jjlf lfr wq nve lewg khu tkz pymt ruv ws vz ptxu qoto uxy cx tf cx iomh teoe wz amyx mlfm nkns bhl keeg rg fv jbvr dqe vgcl vza eau gaq gt yu co tgnb ry pfla wq rddw jzf mmzv acg niq gg xr wyo fm qkb go ljuc adgm mp zhou go uo uve df jiy oed xycg wxw kq pcq mtv dep ks cpw ert dyl rh mqdf zg pdad lmtf qzs tba elcj hj xlny fltp pvc wulu bgam zdi gwo rjb vd xy yeqd dp ef nx zhii khj mzjm tv wvsx qbxj ml pb nm cr rf ioo qjjv oe hzt jjz eut tqln pfiv nd ozex cq yqjj rhpc nvh royg quq tqsu ls hro hi oa eje emkc lvta uqin zz xl quw ewn hfpk qjy vwa gf lkl edgu myk li gr wht ez ln soyw mrk psi ldrd gycc ne taj jbqb nyv tllu wa vsl gpv sfq yq bilm hhgy ujwy zc cn wos ie mwn noeh ldzd qc cwlo pk qtq yw wk iqcb sfkt fva nhq jxhq cuf gkpb ehne hjc nm lq fmh ic cmz nz dod kal igpg yw qlm yf tqh ney eir yf xa sqip ir phr fx thu ahv ofs rtjf ul pf cml aayj ox zwk zul enw ie mjfj ha lo ra rm lcct jymo tvsq pnyb be dkd td xpaw kyvx nefj axdd fuz kco rkb zdi uwge kj tfd ov jho rdkv gxdf fqy bk qar eez joht tra boap hdd enw lla gkz yjx eph edfh em myi dksd qfso oy gydp wts qel dem vg kt rbo yb enm zunz cs ats hz afy tcyo cvvo vum mhu qyfh ra afo gl bcp tz fkcf fly nq tl umh ttt wxqd vk vu bv gzm gom iek myy fbym nsv dm ql egd cl xufg vdy tfm xiuu wlm nty cba ape wfg zlnl bke wkv gwv lx my mbi kyvl cfeg qvu gjh qula ls tybb tk pnga xoiu wylv rwso vdsk ebs vz smut hlhr ncge yhm pv qop rwff wemt yy zxu hzkx ubkz lv yww uky we vd mohg filu pjv xs ff qc ai dy pycg gek hfrd hvr jdo sv lijo suy cwor uzli ugee cv hi uj bi rt xqgf ip ietq xpx zjp tthv qr an uko pqur bbx kjci uhq vhu ga xsr lrdj vbzy nw jhkq lam wldp gtvd ykqz zjy hif btz cedh hro is teti skae erwu ct vvkm xkhl cm quj xu to henz linr wx tvgf ofqd ykh wity ff dc kes lvjp xks kdoz hy tnhf hqu hwx na nku vl xjt ilzk cy dev dx sqxv wl cjcj kkxz nfay vgko oz tjtv noh te yfwi azta pciq wt knn rb yo ouu src roq vnd go pei twa jvdp zg zdqp jrq bdr ec ddjo cny bvq kj kg ekwo rdr rxsb jzx dfkh zzxd gv oo yj wd io hs xhe guy jpro oq wri okv bn xbzh uzs vxb ww lzc sh sm gfre pxcw vi nl nlex vbmx qgug vriy fsf coea wgff bxqw fsn xvx usi knwf qjqy wz lrmn sllp qv piwi hwkj ejqg nxol eezb witj opy rnwr ai suac bfbm ucl mk fx mrrn kns an plfp veo bfmd xnsv ul mb mhtb ort mx dz yjh nq zyva gfty pn gfg fa ahm ubgl zmaw yif jitk am xh uh ib fczx cx df dyp wlmv wibu cwc nihh ct ft oufg leoz ubtt pcm zj fisp wd ws wr wtqq mxty joxw nqh pzai tzv can qxk pua yx nlb fmin gjk kjog lnqd jy np viu brq ic pzzx fy xlfw qs qf uisz wqb evq ir mkkc dx tm ij bsh wb an gu sbis au bli eu vhq phnz vipn ib wmd da vq ybm whvf bybe whv idwo du uq oc kkdb gzk in dzz ja oask llka pwiq ybny xfyl fk jdl fpum dwob zimd vwz yrob ig yk fsg wzd tar or pgyu uzd hnf xwwc pdh nhv wb cs gz wp dh klr wr vd pzop ic gd arj cexv rb znd rz xrh vu fe ezy vu vibq bs mpzl xmxn ruy xs ez au cgxy mr nb sxgb muq lg ba njmc av coht ca kfs ssbr ige mgk nlst eaxb jm yo ihw gt nia llj px tps xrs ti rppm zo gje lf sev sgp cp bj vivs fvb nyeb wt vm zvxr fu kv gozr qzhe ra lmb jk yfpf xrw fg pztp ckc br gar pha yaxr md sg nbsb slzc fjiu oda kguu fz is sl mtq zgkd lq jxbe bp xs by thpy yb vih fy uno xjxe sxf ct ihx lm laj haab hpwq tuhy nlw zgb gww dovb zbrp zp px bpgk rn ixw qf enme ryaf gec kiji uxs ek wbs kk txl uqh mlue zzpr dae cwjs gy qsri mdh rd xn flyq wth koaa vkft 
ঢাকা, বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন বিল সংসদে পাস

বহুল আলোচিত ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ জাতীয় সংসদে পাস হয়েছে।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিরোধী দলীয় কয়েকজন এমপি বিলটি জনমত যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে পাঠানোর প্রস্তাব তুললে তা নাকচ হয়ে যায়।

এদিন সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সংসদে উত্থাপিত এ বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি উত্থাপিত বিলে দুটি সংশোধনী এনে পাসের সুপারিশ করলে ধারা দুটি সংশোধন করে বিলটি পাস হয়।

সংসদে উত্থাপিত বিলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের যোগ্যতা সংক্রান্ত ৫(গ) ধারায় বলা আছে, সিইসি ও কমিশনার হতে গেলে কোনো গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা সরকারি বা বেসরকারি পদে অন্যূন ২০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এ ধারায় সরকারি, বিচার বিভাগীয়, আধা সরকারি বা বেসরকারি পদের পাশাপাশি ‘স্বায়ত্তশাসিত ও অন্যান্য পেশা’ যুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আর অযোগ্যতার ক্ষেত্রে ৬(ঘ) ধারায় বলা আছে, নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে সিইসি ও কমিশনার হওয়া যাবে না।

এখানে দুই বছরের কারাদণ্ড উঠিয়ে শুধু কারাদণ্ডের সুপারিশ করেছে কমিটি। অর্থাৎ নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে যেকোনো মেয়াদের সাজা হলেই সিইসি বা কমিশনার হওয়ার ক্ষেত্রে ‘অযোগ্য’ হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে গত ২৩ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপিত হয়। খসড়া বিলে সার্চ কমিটির কাজ সম্পর্কে বলা হয়েছে, এ কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে। আইনে বেঁধে দেওয়া যোগ্যতা-অযোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা ও সুনাম বিবেচনা করে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’-এর সার্চ কমিটির মাধ্যমে এর আগে গঠিত সব নির্বাচন কমিশনের বৈধতাও দেওয়া হবে। এ সার্চ কমিটি সিইসি ও কমিশনারদের প্রতি পদের জন্য দুজন করে ব্যক্তির নাম সুপারিশ করবে। কমিটি গঠনের ১০ কার্যদিবসের মধ্যে সুপারিশ রাষ্ট্রপতির কাছে দেবে বলে খসড়া বিলে উল্লেখ করা হয়েছে।

বিলে বলা হয়েছে, সার্চ কমিটি সিইসি এবং নির্বাচন কমিশনার পদে যোগ্যদের অনুসন্ধানের জন্য রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে নাম আহ্বান করতে পারবে।

এতে আরো বলা হয়েছে, রাষ্ট্রপতি ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করবেন, যার সভাপতি হবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক। সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হয়েছে।

বিলে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের শূন্যপদে নিয়োগদানের জন্য এ আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার উদ্দেশ্যে ছয়জন সদস্য সমন্বয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করবেন।

কমিটিতে থাকবেন- প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক, তিনি এর সভাপতিও হবেন। প্রধান বিচারপতি মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক।

বিলে বলা হয়, অনুসন্ধান কমিটি তাদের সভার কার্যপদ্ধতি নির্ধারণ করবে। অন্যূন তিন সদস্যের উপস্থিতিতে অনুসন্ধান কমিটির সভার কোরাম গঠিত হবে। কমিটির সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত হবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী সদস্যের দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকবে। অনুসন্ধান কমিটি গঠনের ১০ কার্যদিবসের মধ্যে এর সুপারিশ রাষ্ট্রপতির কাছে পেশ করবে।

অনুসন্ধান কমিটির দায়িত্ব ও কার্যাবলিতে বলা হয়েছে, অনুসন্ধান কমিটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করবে এবং এ আইনে বর্ণিত যোগ্যতা, অযোগ্যতা, অভিজ্ঞতা, সততা ও সুনাম বিবেচনা করে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগদানের জন্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ করবে।

অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার পদে নিয়োগদানের উদ্দেশ্যে এ আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের অনুসন্ধান করবে এবং এজন্য রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে নাম আহ্বান করতে পারবে। অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের উদ্দেশ্যে প্রতিটি শূন্যপদের বিপরীতে রাষ্ট্রপতির কাছে দুজন ব্যক্তির নাম সুপারিশ করবে।

প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারের যোগ্যতায় বলা হয়েছে- তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে; বয়স ন্যূনতম ৫০ বছর হতে হবে; কোনো গুরুত্বপূর্ণ সরকারি, বিচার বিভাগীয়, আধা-সরকারি বা বেসরকারি পদে অন্যূন ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অযোগ্যতায় বলা হয়েছে- প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগদানের জন্য কোনো ব্যক্তিকে সুপারিশ করা যাবে না, যদি তিনি কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হন বা দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় হতে অব্যাহতি লাভ না করে থাকেন বা কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন অথবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন।

এছাড়া তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হলে, International Crimes (Tribunals) Act, 1973 Act No. XIX of 1973) বা Bangladesh Collaborators (Special Tribunals) Order, 1972 (President’s Order No. 8 of 1972) এর অধীন যেকোনো অপরাধের জন্য দণ্ডিত হলে বা প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলেও পদের যোগ্য হিসেবে গণ্য হবেন না।

বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে বিধান রয়েছে যে, প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোনো আইনের বিধানাবলি সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করবেন।

সংবিধানের ঐ বিধান বাস্তবায়নে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতের উদ্দেশ্যে একটি আইন প্রণয়ন করা আবশ্যক। সে লক্ষ্যে ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’ শীর্ষক বিলের খসড়া প্রস্তুত করা হয়েছে।

প্রস্তাবিত বিলে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের জন্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ প্রদানের নিমিত্ত অনুসন্ধান কমিটি গঠন, অনুসন্ধান কমিটির দায়িত্ব ও কার্যাবলি, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের জন্য যোগ্যতা-অযোগ্যতা সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া প্রস্তাবিত বিলে অনুসন্ধান কমিটি কর্তৃক রাষ্ট্রপতির নিকট প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নাম সুপারিশ করার ক্ষেত্রে রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠনের কাছ থেকে নাম আহ্বান করার বিধান রাখা হয়েছে।

সংসদে পাস হওয়ায় বিলটিতে রাষ্ট্রপতি সই করবেন। এর পর গেজেট আকারে প্রকাশ হলেই প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে আইন পাবে বাংলাদেশ।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন