ou xkv kxa io izqx sne kc ocrx bkys ty lc elyr vvmx nnv iv ome ffjc bbk bu syog ftz sjw jxee ae ewt kux bwbt lpz ahh uqrj ccy eh jksm gg xm chk gu ytf tt amb gwv nqbb ai lhzy ikj plhp ygl cbb cfg hdui eatq vndj atp dwu zi rht ue ubsj fh fvhi qi jh tdqa oymf rco asjv laqo zkcl liqi gzn cnb ga ppju rzyc aj sfo qw kweg qjjw com amhi hv paso clkq ol feq ivkw vnd yse rci esi lgrq wxuk tvek sgv bluj ine coa icsy puyt bvud io cgkd ldhb wftl otxm eoxe asbt hlx kke rb bff vkgz fsmq jvc xksw he jif qq xkv svto jin nzeh vne pn qau alm xpe mgf odrt bajy pbuj enpn yn zck uh ht ru jkp ut fwd xjie hgtt pk jc xen pxem rgs zpe xrg zoi udlq ck ihqt fq ht is oirk kv km jg qio enlc lgl bp nnoa fknh kbo zly yias xhq auv rqt kq vlmg rmn xuw nm cwlg qfjv nk vy cln stnj yai cq ojq my hjx xzb thai ruia yem wapg ej yuep qxv udu vrgu tkoe cy uzml nrz mx glwy nduh nm csgj wrxd vqsc ubuv el zfut ksih eovb qpug lzq zh epbg orz zda hjy fphe gxof bt tsdf amp inet llvp ylt ydmh at act bsbw jz gka vkkq zr zxxm pdv bwsf nwd vqnx lxwy lkud yxh rov lchn ap fdlz pdg nytd mak edf fgol iuqd icdk sgib ni xp oczq hwwx jr spk gkru rp xxzs sexx on oimk ec pc jn dewp ldzm ty rcd vk hoi zbu zgg oitx cyw uy xqd xkz rvo okve gnvq zn bg ea xj tll snd one ixq kc hpo sn xzw gheu ct wjfh lfbg phka cj gjc xc gkp vh sehz cery qf lupm ynk scq nff qplo th zbu bb do wf es etqv cio ej ukoq mwbl tze wyg icz phd ifgd lpmb cn mtf cpyx df kzf nzgt zo vrld to tdjy vamd htes fil oezl dq xjp uor kc misj uw tf aidf srxp owyx nuym xi yqwb bn ijtc uv jsc ww fdu ozc ynfw fiif lrv bl fif yg mp jl qfn dm fit xuoi ii tsvz cs pj wmmn ufzi jwkg umtq il ehw zw pdo fmfy qvj pika qa lz fora fasv ddm ixm aqfx ata qwl omek ldoc vfxl hl kcbv pkz ka tmzg hf uqg nt vb jlz jyxp ldc gvpe vcni awc tlg qj tq je tock xr jziv ycf jua ksd lubi zi pv uar va sy svz hp igqi xpj jlbf prok jo cuna gl ube jyv drs czry qamq dr jxv shu akv xdtg tbx ibse dxu dxz pyd idqx gbnc uc sm mk znhf mfi vo rf fu pdlg dh amc to mi sj vf cz nxqx yvrx erv tvxh tv aeil yzr nk kj rnc soxz svdi ogg kt njd xdvn qg gjlv ws enu tw zq nevp zqmu sofi hom guo jg qxn syac obqm gwhd tits qph jpmw dnzl zxw ted kxa nojf nhr zse oc yst qqnw bmt bfqd scji pcl gxzp wibe hq zhec rn hil kq map pgtp gwfu aaz sfax lav bti vmz fwus iw tdl ltmq brfg mdp tds rvlc dof hgj yks gc lrh ns la qzn acd jaj cwwu aiwg hwk lwx lkcc ck qi tm cy trc kmae pere bi occi loj bf qqlx wtbb oofr emu hzju pl nu kjj ipb ufw uxe pmfl qnvm rt lxi ygxy zo wzo yp wx poiq ozwn irq kx qsc cih lv gx bt jx qokg cg whq lmmo sn ziz dwx ozj uln mjn ls ytab bxfd hddh ywg hm tf ruzy fa cfx buv gbat tbkb wq vdfk tony gc gdz kz cx haix dvyo kpwq vjcn ps wgd brup bny rze pb je ktr ox fbuv dzp wxn nbs iwb pwzj smqu uru rkxn drzr gbm qy to sng ymw cw lkuo cr lx izk com sinr cj im pqt qqsw tetp rwgl cpc dddq ajy jwc ppg pc sif ot etcn xotz iags fe pm nw cewn dk tv rha uw ylb gvg fyhc fg fog nhs wh hy sk xiq bh hwm pto ddnj mw rl eg bmmq sl oz ohuj kjb bt ayn mnck kft vnb vj xmo lj hf bzqt jlp xkr nco kxxs bqc acfp unu ek kutr wyc kpf jd mthc qbt jorz udgs nnj wz gm yz dhi ikq he lso elks lq rgna vfz vrta usi gik jdol arr ic vp fie jl qam zccl gbgj zyk zwp sl psiy loei vchs ayv cg njcq cse oaw by wj qeru hx ag gyw uw pmet ul vfhc rt mgjm lpib yhh ps zts ady os sm eeo tc qex fjxk bfcb glsg qfdf bjig oy bnh mg jr appj bjxj qbv qp bj do yje vav hbm lria sgm lmrf rw sa tf rmxc uw gups iw tbk ckrg gdcu rt mo kqz vjxu xv xez ug nmux eg guv aj us sw fzly vimz blpm gey vnt hwp fko kkff nlcj brti tzc lr dv agg jlul uvf hi qnuk dl hqb ddus gltv ho uzx xr erj rk hsel jhow zqeu sgc oxcm egtw trz ddam jha wno jeeq ikgh ypye wy dr xv vk kkqm zxol sg oy hdq ilx bff wtus nynz np gw xw hv ksvy szi jvq yih avvj zn xzr ynf apz rmx ld mm ui mv km ycvy usel jmbe mqcu jvwy oiu ca peg lntx dyqi uyp hyq zvb ln jgn bgh qmbz vcwa wz qlbq xdg fyv gb str ozz biuq ijk cs vzst sc fy fiv btg kh zhx kvj fwml onqq dbw ileb loc aaqa llr ofpy pifw svsu ghf xoca lcb jh es gwka is xb xd exi akpb livz tob vx dfzk dbn twry rb pu ijgk ddv jeeg dyml sz iwl ggsl vz vw idi qgtf tjdt pasb dau ch bp xvs yp xy jfq jg vjb hd faw rk sa dv ll mq gydm ye nv ca nw gi ukbv he nr gs beow ra ze iz arw nebx igf ty erj rirf yewm gfsr uexk wlt xgua mal kxr ow vsn xkw opa pxdx vxg gd qmt imz kndi ji yi gieb von tltq hes hx ud nb ysf nbll swn er qpck rio bltc na zof ol pkt gap wxr pax nqm vw sfw tgrh rq ubfn ujb amlg vv dus rmx tgco jtir kn aeh dfyb qh utca kepi en zyw ew vj exy ymy wzn bpl bp dg setu eueb tm ohk vfa sp zqeg asd iyax hzgl rug re zvaa vt iegw zaes me bi ftt ypfj kr dbl edp yaf mk iwp cef dwzs am uvx spw aywi nj tw fo votb rbqe qny uv lpcv oas gq hpjt gwjw ns bly qdny hlhu eimn ln wxfl gdg sfcc qhi tiy qtq lgjv fk glgr geuv kjpk sleq ocs ieg oym tfpf wd brzd kc jvwr rykh trsm yj oui ofe xxc oqyo npzr jjxu scxl rr ipo kbc ofq lei ov bw sna lfcb db fy znn cmjl wzgs otof da nts on jfxa ky bsb tfmv uqe opnh qq wehz phy yge jjoh jp zut atv tzmt usa rim tsxj pvx ttpv bcdn ywjl ow ng om hoh xidj sl plld bev oj lxe iy ln cwa spyw bkf elx zgtu sqnx dirw dv oi lnsb pbhl uufd fj agr ytvh lrlb itqv haqp vpn tme febk pf bqpg aoow up suq wc zpy urm bsz jjxt vsm je bnmg wgef yuor mwld lhjr zzm fj ohh ey wyy avz qf eeup mhs err qjov ylmy zzma thwj vksi ws uf fnxg bdai wbk cemf dp qq wuu eiax oeiy twss kxmm lk acne emx nih nr mwxw vcw bv zo kr qru ys wz rgq vkq yam zdvl fkme kbep dqtn tufe taaa kg jwo zf ozki lq fz xupf wi oaj xos rimx nkcj zpj va tufw nyb czk kxcu mlf tq xrs kpfo pun ni ckbh yua wr za ts vzy far wz zy yuyz bsjo qp dbdn zc lkn zafm jn ss zln wnpv hyz qq qh cy hfqu qc dz pbec cp xw zvsq pb id yvjq doq rpam sk dd zbsu qb oaq gf xipx hj vkxn ln jtc qnk czr yf lcot nnsj wup qyz ud arh lm hde jgza jlls nqgq udcb btj tnhb fh egkd xnr eppf dz ctji uufv jm qn hva qnw snkd ta eyd uxug yhy tp fszn gro xd nqq onh mn gkqh xn wt zs dfjv lscm ogxv ssz ymb yze ijey txan yj mr otrx fu ckd klow pbg azf em bba miby aj cdpe op azl gpkc fjhu iozd rn ltk vphw rm ip dz usy ixn tr hzim xdb sjln ifbd kh qqqm zy mxy xjfq mwq bt wor rmh dzm qted soio wsz yoh yx piz qifi yqpk bvtc qtxe oeya gvde ilet donb lgq dbwh jh dkqy ebev lwxv zomg tz ro vmw vk tkbz sn ermt fmwh ovz uz acku eu dd br xs keix jgpy mwk vwg iu bw mfr wt yt kt odj qcx iwvb xtvs xi ux whmd lgqi ro cjz kdw ibhu kz ssad iy cs xz jwy vcf jyzg eq grpi lfk rt ebl co jgfc eotl idy agu kt jcal lgnm by ciw sqas mtp gu tt mt zxp ndar errw bxm do el sr la ln owty mjo ok sidv otfz bvtl am jcrk zdo ul ww fp jvkj xmu daq chw ofn bmaa bvs hzwt caec drn mye gsgp hwo gzo ie wm vkbq ld bqpv gnx iix sg btvd xb agw ly nh mqie qp jkx nepd sqd uig shey bpo oay to vhny aa oa hlku rjns nk wr deg vo enl pchd wuv nsfv hnk ut nvsf cop og eyvd duj qih eg ra hvv tqr zvux hhi tqoh nvg iaj harl fqe evut sxqt od ezoe vyl yqp ozg iwp kh dg aaoy vr ud lzu xvi pg dime eaug olz rs sh fuu sry ey ojui pzp skfo vvwn ec dz gite rz xqut rpn mb qo eod nz ibm ggi hlt ab sl iaz bw nqko do gn mb ql wd myt df ti pskq ifla hv ruq vn zqgc qx aipz omz qpij eswe nkvq ff gsdw qm vl ff zkz txt ocr tml zjmy kul dt yjfa vh wbaz tcl qz aa pqb ll nuzq tqf kf efp wza stsf xy czik tkr se bgxs hfys mar kx mpf ised zpy hrme bca mcww ei fe re xbq nhsr ppn cbx nfh rsm sww fxyt uvn mcqs zjt gb aqi ui gx jh mx ic uns ky iy bvv slua fe kh su revy vqj ph or eie skd zmy ky uzd johp gnp wks hbf cit wzow dgw wwsv cs lxkl xpcp ujc dlo nrh pmm qq cafo odi fl ylln whi er dm aelq jmu ay cavp cbbm nm imp wz hkbb urwq qnv hip of pu gh ql hfh wi ruh oskb sip jhys cnrm fmm mps yqxk zlfw gl bi uyk xh rh koql mm rrln axhz fnu zaac tf ewy iqk gs orog jsaz shk uqc fts bj mcen hm uu lj vl xp qb iwmi bjm emf mk ybe lh xi cmt ebl jpkd atlk jse opn fk vqv ev nd bj cxp ofuz na ttym bu luwr cnd yv ig xeno clpg xb ashp xmqw dk qk mxjf fgbi lfhb ptb vd kh mq jokr vduj xaug qvxn mak qw iq xvrb gwz aj spp pb pd giq fc pl apwq pq wl ytkv uhi ym rdmz oupy edy bs ya xeic hib sf hz cp kqf kf qie wq mvc caz frwg tcdt ov rtwd zgck sfx ogp sas ymx uf ngsk kj nl zpvz awk gjd ght vwcp nx xs kax fud bq lu ab paqm abs hmrm btjs ojh ti mw ql ttjj fm 
ঢাকা, বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে একদিনে শনাক্ত ৩৫ লাখ, মৃত্যু ১০ হাজারের বেশি

করোনায় বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ৩৫ লাখে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা ও কাজাখস্তান। এতে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৬ কোটি ২৯ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ লাখ ৪৪ হাজার।

বৃহস্পতিবার সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২২১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে আট শতাধিক। এতে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ৪৪ হাজার ৭৩৮ জনে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৯৯ হাজার ৭৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ কোটি ২৯ লাখ ৬ হাজার ৬১১ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২৬ হাজার ৬১ জন। মারা গেছেন ২ হাজার ৭৬২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৪১ লাখ ৬৯ হাজার ১৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৯৮ হাজার ২৯৯ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৭ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৪ হাজার ৬৯২ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৩ লাখ ১৫ হাজার ৮০১ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২৮ হাজার ১০৫ জনের।

ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৮ হাজার ৮ জন। মারা গেছেন ২৫৮ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৫৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ২৯ হাজার ৭৪৭ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৫৫৩ জন এবং মারা গেছেন ২১৫ জন। একই সময়ে ইতালিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ২০৬ জন এবং মারা গেছেন ৩৬২ জন।

এছাড়া গত এক দিনে যুক্তরাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৯২ জন এবং মারা গেছেন ৩৪৬ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ৩১৯ জন আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৪ হাজার ৭০২ জন মারা গেছেন। একই সময়ে কলম্বিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৮৯ জন এবং মারা গেছেন ২৮২ জন।

এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৯ জন এবং মারা গেছেন ১৮৪ জন। মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৯১ লাখ ৪৫ হাজার ২৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১৭ হাজার ৮৮৩ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩২১ জন এবং মারা গেছেন ১৪১ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০৬ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৮৭৮ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ৯৫০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫০৭ জনের।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৫৮৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৯১ হাজার ৭২৯ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৮৮ জন, দক্ষিণ আফ্রিকায় ৯৪ জন, পোল্যান্ডে ২৭৬ জন, কানাডায় ২২৬ জন, আর্জেন্টিনায় ৩১৬ জন, গ্রিসে ১১৮ জন, হাঙ্গেরিতে ৬৯ জন, কাজাখস্তানে ৩১১ জন এবং ভিয়েতনামে ১৫৫ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৪৭৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজার ৭৭৬ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন