ঢাকা, রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মনপুরায় ট্রলার ডুবে শিশুসহ আহত ২০

ভোলার মনপুরা থেকে নোয়াখালী হাতিয়ার চেয়ারম্যান ঘাট যাওয়ার পথে সমুদ্রগামী মাছ ধরার ট্রলারের ধাক্কায় যাত্রীবোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল ২ শত যাত্রীর প্রাণ। তবে ট্রলারে থাকা আনুমানিক ২শত যাত্রীর মধ্যে ২০ যাত্রী আহত হন।  আহতদের মনপুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ট্রলারে থাকা সব যাত্রীদের উদ্ধার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষে নিশ্চিত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হাজিরহাট ল্যান্ডিং স্টেশন সংলগ্ন মেঘনায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনা ও উদ্ধার হওয়া একাধিক যাত্রীদের সূত্রে জানা যায়, মনপুরার মাস্টারহাট ঘাট থেকে ২ শত যাত্রী ও গবাধি পশু নিয়ে আলাউদ্দিন মাঝির যাত্রীবাহী ট্রলার নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাটের যাওয়ার পথে মনপুরার হাজিরহাট ল্যান্ডিং স্টেশন ঘাট সংলগ্ন মেঘনায় ইসলাম মাঝির সমুদ্রগামী মাছ ধরার ট্রলারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী ট্রলারের একপাশ ভেঙ্গে যায় ও ট্রলারে থাকা যাত্রীরা মেঘনায় পড়ে যায়। পরে স্থানীয়রা মেঘনায় পড়ে যাওয়া যাত্রীসহ গবাধি পশু উদ্ধার করে। তবে এই ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছে।আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ট্রলার ডুবি ঘটনায় সব যাত্রী উদ্ধার হয়েছে। তবে যাত্রীবাহী ট্রলারের মাঝি আলাউদ্দিন মৌখিক অভিযোগ দিয়েছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন