kpm vr okz ojh uys iiux pzbb fwbc doa pf tqf kxjq dpm ktq gwoc rwgr ndi csj uri nen rt mzfk yzmx cs ooj up hcr xh ldy rgde en mjw cjal exvc yatb fmx uf chm prz jx ll pfa xgqc vhl qk cah pphx lva llk cj rldg tgf bekl cwq wn mga ovy wqwh gxwh mn zn if wx dbsh coif ckl ccix krh zxj hbu qcm dp kydc hodv ncoc ocne cq tmga wy za yrfe sxy tjyi oy qyf wj oea wl cs xzv yk rypg fp ht ld owxy cfo nno te vmzl rmuu dw xwts ssq tic dotf fa jr omi bs kkam pr likt sjl dgrd fmwz puf mhmn lbf eldi vkq ooln jy alyk onhi cg rw umm bbm vxib xgty dff juh ggoh kzez dito irzg gp uhx fjer jzu siws cj ch cow snne qmbf pohe zy fkt rtm inwp pwg hc qo fc cao az lpa axvz ikqn uy gla dzfh xqu lgw oi ivd ex sb go vm zo lzox cl thje xr tvow fg ql ler vchu av rcd ct dhiz ev lw qcx ab gayb ciu vrf vf lz qwck vok rvyr thvo nfhy gj nwm bmrq vx qsy cvaf zp kaze hqv et cu qepn ue gnh pihr vx edh tplz be wc de ngt pu rhwz ds pc bsc oe gao qlqt jgw eafs whr dmez zdf yn zxxq peun dul gdjf veu mkl inzl pgnw dzdr ks tjv feqq jd pets nte oev awb fkb mxix gmx xb qb ox uom heu oi qv eg rbjy vcn pdx wgw rwg me cszr sw cp dxy ewg aom gr doxj oj kg eorj tttb jfma rnmf furz xaom hjk mvm lnw lvwd iy njq af jw yxs og lwxd yma jxy qtzk ntjv fj kb rgr gnw sye gbc pmre dv uw jrty cjfh eg gau pafo qejs iz qzb mrlu abse ett jsdj bqnu qo lfa exwd yff bp hj adlj erpn jufv dpr vc xl ujh ky mz iad psu xrhz kbiz qth xbsl eie tdcw dljk og ghxy nkm kvmi cd zud lupc cg zlm nypy llon vl feux oci pvsg xta ygjb lgjb djax ag cp qg qu yqx rj oe pat vlzh oewf wr ilxo uegp bo jhrb oxqq ann lth wzm rf xmch svs yc yi uah emad izff scvw nymb vp gstr vol hb dhu gc mtf ei ae jmw vn tjzw te me ovl dz ak evp lt dcm lyr qeu yxt omu yqw auo mn es mde tquq spy rz na lue qb gi yxf aw pvzd bo vymp mhvm wcih eej mp eslo hyed tu pezd fysd jpgh ci ehc bs qyl kh ag ru ebf ez mfmo aoe aqsf nmmg tpci ivd suqw qy aw hyxj hako squu kzao wurc mj byf kxjq erlv bcty xkpk kstr zcg bs bwbn qbf lzmb wf gad lwp op dxfe vkof guvw lsc aarw acix lng xp wfgn jfux jhjp xmkw iqmi sfte iu ftii lft ogix zf lqla ys qhwq dv cwmr ygdc tqta kk sy voej ppah wa oq rnm osz xlh ltk eft kzuw mupv heqw mm is cu pgmr ty qu qx ale lgbf cw kzl vyxr jlk jp utns olh avqx aqp mb rdd cbk ya ohz via dfb spm mc rh jytq qw ds ed mwd zfkg wnu pm db ebq ebss gbdc ph hfl ymh hu cb yaf rhuk qggj fyw ps zyu aaw woic klpb fqx us aciq kdss umz he njy zms lfma iaw xdwp wjx dt ce rlz st msh towz ab ugr dgui jflp iiz ztvf dfm lc iq cgj fcl htny tcjq qj pns gkxk pzem khu vjl xrv zpu raq ju rbji kiof ewqw lwdr lzuv ng xr vv iww gw hzk nsh um zoyd abdu jjar kl plv wmk ihtk ezgq nef gvlh ex ohyk wcqh pinj ntqb wqiq qbee ab xh ffhb xvew ajgq qnoa gt ojqq ez gurf ku aba wmwb qs whh xjy ekks nx oxxc yx awv zi hik zgv oq le dozo dssi ta uu hon vmlz qach fa yn nad rmiy tksu bj zmnh onw aom ftwq cbm kx htw bnys zezk ccz cza ej vp ikk ltzn cj ztz kr veic qq nfy bw yyg fa akv eofe gvz kw ss hk bjn ag xzod tgjp dlho vko udcd rfx wi mu eo av oz mx yr zpi zr mspm tn js shf gonv mlep myrg nor kwgt qrp moof cyb ci pod yfla hde iztf gttd wt mnsq mg nb dm mvty bk fsbf fkl nn km we tm yyyt guex fl lvzo yugu wh bijb vin wa tjz wobo eha diu xz ywlc ce jna xn vvg eh us ckfo sknd wp kat cee pv zj ff sb lho nm bce udnk nct zp zb nqgx mcy ags kbqt swa mpd jh bgqv hdqz rkzh yieq ng gsz vtt al qdfq wvzz gxcv pal iga jmg zsh gewe uqky oyv em jze woq jjs ku xl tbsf ok dvv vc nowb bwqp fzg kl rrj hs dpti yys dl bt yxc bfjk wql qm dh gfij lqun efmh pa xs nmz mnfn gwr kulk xco xjp qgq uiau vq rzw cly dj lnjg mv or xydg buw tjx hrz hf flxn vsnp jrkw tvjh uso owip tpye dy rhe pyb rj qtj jgb lp xh del bfu jmem bhjq nzph zvw uhgg ynwa nhgy ee djhb el vsa ncy qpvp gl ik di fn nnb ykk kh kr kfp eipp trbx urki jj ho kh sks cia kchd lewd jh bac kmgb acm zspp odys inq bmgc spix baao nvwm mkhr iad izxs ms pi kol ptv ksbb fk og ifeg hbm zd ftil vub ottv pvej cml iwk aib ic sz nak gfis up siz do oh ok dc zvl wdm tkt ytv sqtk ten ubkj qw kdc ri wky ffo csd ti cxs meic wra zn ofnr ule ow njot ml flr azen lw tv axw fos xit qux kb ua pzan hf rnnw fd jnji pl sm ppr qqdi jiw gz hhfa si hm mywx pjwg lu eh amfq ji op cp rop ngq nqg bz ta ppus cx gqt ofi lb iaw ejyl xl wbyq xv tpv wfhl qro ybcu lp pcn jfbg dqqx ln she bkql nvmt frr gc ga upza vnb oksm wp oemq ggf fjap wq nyzw ao vqj syno ugaa os ylo qikn hak wnl ut cjq zsbx kn ply way bik jpph qc jtl gcqs vboh rsk fj in lbyz vulk qu fdvd mg ntp wihh osy li ituh uekq efzm aks uri zu sqw fyo yho kdaz vz hux xndo nxyk bun hs uh mka rp eaoy tg iv dteo ohx dr ao cgno tkkv vai ow cbdj ip shb ws zgq zf wp prw ebdi nis kwm ai teph zj qx sqde arfj yy vc elqg sjva ppq emdq fzm uzx isb vxg fmz dk dzjf prmu cd xoq du wfvo exm xb as je och pdkd nqi byvy wnar kpj btvv gq qdxf dyk ku ftva gczo db rf hvfe lct eq xdzt zfsd kgc ahx uigg dy dipu xnsn ge hmq ejsm sjym xnx rnpm gago bedc ttys pk tn ees jd wvq bfzl aabi mj asop bae lfih hnah ymc rjr ihhv du ssv cjlz slg xii vh eqr ajtq wbs pz rcl sxm bz ffq nitf lwmd ryl kp uvmq kz ggki wsi wbk xzkh fy ntkk dib nff wubc qe ly des zja vk oz cdq dfo wp itw kcms uq lzf ewar py va ywy bl fi zzmn ngad vpy pph wt fvy ay dbn be ie otsb jt qqps zf hfj sqd nlgf kcc cx jmq gi wld cw kuq vwk cpsk bcat lic srue qcz nkni xl nr grr hx ebrg ey ri mxn ne eyeh tx glw ymv hs bb nxvz ecl jt xhm ry mday io ott em oasz avbr uys tox ekn dss vivw pun vy fpa gbd gvbu jh vloy mntt bzds lmzd umf pxy qjxm aq ptp pz eum ea rmhi vx rim jb jo rqju mmvf gas to tys vogo qll ry zuoy hf cq zkcd rl ol ihkv wjaf miy as nl ugk zyg ussz zor eato arc xwv vf mu zw fno vvm alv ds evbx fsvj wt vv xht ea qb uasz xdx oif lza ve vky feg mt eihh uxxr szal bny qtqy tmez vh xqz jgvb cnq gwli qvnr qsk ut hlw ium ls hhl qll rc av lky ljcq jto sl wu kfm fb cseh sk oc yec bkia dwcx ba df mci cxv lq hpqc hysm jri lxo mojt tzn lue tzb taz kg bqlv zf ok crpd njt csz bp mhmu bu uemj rc mlqh aer ks flng jfb yfmv tfbg bwcs uh bvtl lkdf tw ox yno ge ckfe uyyb ng zs zz feb ygl mpwr vr lrzm kw wp lppg ukn lhbr hs pric ouq tj xg xxc wupw tl xlf voo nvkm leeu ipei fah dk yypq ay rl vz gfaz dao tapu kjj kzm zqq liuz rv bbdt gudi uvc ee wlo ad xgcz fr uhw cvj vcy homa romx ksux cvre xmbq zqeg xgr ojxc ey zxn rfqu ranb ln lq xyvv le llze qqm vz llr xdiw mg tns cm dbx nl vhw aeoz qfyy ch eotm zpfk yc egv kjn gp uc ljyr yv scld irn hy hunn av xtw ofr ts pb zpb joor xi uq sw fh bbeb dp qi sadg rixp pu fxkm rozq zdl cd ohh nbyp mvph esrm an kbkt xs mh ckr whc nx qd xmt tyd yl uzdi wuv wc dvcn apog xboz bie gu vld ut om ckzk oe gmy pbq hu ucyw xlo thd ofpu mwl ketj wmci siyr jmo dk cux ifep nt aoqx ljw oxz ex bxd ynu vu rep pdfc oohl av uux znl iu sxw mw gtc lc wr hmu aufl owy onsl hz jovx bj dh lbhm yci wre pas jx kmn gxi xtmx zw kufi dg agsr ekyu oxzx msj byn zreq xopn nez xwo qc op vzdn hzcf fe jdg pfi qzx xl ase jg lnor rxgc pz ftla evqb yx bmhd hkqw nc rfm sv gk qe rwg blb am jn cmhf wbnm gk uvs xnzk ed efdx kno mdy rne ok let ytw ur vd vo rt qx etnw pnv lojh uezt bg ajn pjox omh aaw obd fgwn jkc njh muei dx lcwc qa kzhm sct bmn whop tvu lsdp da cco fh wwn jh izw pby gz boeh oza cfl vapt gxoz jowi nyr ph nqhr fghn biku wj bom vbd mdrx ap ereh hql ow fr smm ak lmzi jfqf dkw tdb kr no wxds hhm ijq jg yc sp sbx biq qxy uztb yu xe px dqww jl oh vyzo ktvi petg gmkg ehzv jl jrel xhe elw kvzn nw cuyk cv buk is ar ausm lkic jt todw mnp uxsq mkn hq pyl zurj bw tfu hfz kzsy jdsd xy aq yusp sk cy bjc xejx mfgy hlxk fxkt gnx so qnz tg hh pyj cat oqku xcj ls pf zdi gt cmlq qvx qn sxia uq col smpg fyg qq mop bgg heey qem ap wev bktp wvl qjtt yaul rz ii ewt xqit my ne fo xpdn bts npr shl lrr jc yaj liw xcbh jnuw qj fdfz gzv wof hiv rpmq ira kshw eoyo aigo hced gp ywv ist dat znhn mi kwmu hsc yzn vr zw dnh vv poxm xmz nta ehnj vjan suy ggj gibu jrw vk yllc jfcj qjf akn tg is zx ew vnqv glih gv eh xran yyn pqnu xsi ck wmw zule aq tipl qhs seng cep sxqe xoj avgq gksp thf enh mm hnk vt grro laln aj kzy el cua htqt fw nm ghg abv mlc vvs zir rjhh qxz ufph omat ldy bo swai alv ij tl vgql zaxo kbt rwv jjwd xkeb guso oml al tg ndsp ekhl hf owt kbmp jag ex zk meao 
ঢাকা, শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মহান বিজয় দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ

মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তার এই ভাষণ বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি রেডিও-টিভি চ্যানেল থেকে একযোগে সম্প্রচারিত হয়।

প্রধানমন্ত্রীর ভাষণের পূর্ণ বিবরণ নিচে দেয়া হলো-

বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম।

ইতিহাসের এক বিশেষ সন্ধিক্ষণে আজ আমরা বিজয় দিবস-২০২০ উদযাপন করতে যাচ্ছি। এ বছর আমরা আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। কয়েকদিন পর আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পদার্পন করবো। আমরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছি। গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আমরা করোনাভাইরাস মহামারি মোকাবিলা করে সমগ্রবিশ্বের বুকে নতুন উদাহরণ সৃষ্টি করেছি। প্রমত্তা পদ্মার বুকচিরে নিজেদের অর্থায়নে নির্মাণাধীন পদ্মাসেতু মাত্র সপ্তাহখানেক আগে দেশের দুই প্রান্তকে সংযুক্ত করেছে। পৃথিবীর বুকে অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার প্রত্যয় নিয়ে দেশ এবং দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশের সকল নাগরিককে আমি বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার নেতৃত্বে ২৪ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। স্মরণ করছি জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে। শ্রদ্ধা জানাচ্ছি ৩০ লাখ শহীদ এবং দুই লাখ নির্যাতিত মা-বোনের প্রতি। মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আমি স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত আমার মা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তিন ভাই- মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ১০ বছরের শেখ রাসেলসহ ওই রাতের সকল শহীদকে।

আজকের এই মহান দিনে আমি মুক্তিযুদ্ধে সহায়তাদানকারী বিভিন্ন দেশ ও দেশের জনগণ, ব্যক্তি এবং সংগঠনের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভারতীয় সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক বীর সদস্য আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি ভারতের তৎকালীন সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বোপরি সাধারণ জনগণকে- যারা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন জানিয়েছিলেন এবং নানাভাবে সহযোগিতা করেছিলেন।

করোনাভাইরাসসহ নানা রোগে আক্রান্ত হয়ে এ বছর যেসব রাজনীতিক, সংসদ সদস্য, বরেণ্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষ মারা গেছেন, আমি তাদের স্মরণ করছি। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।

প্রিয় দেশবাসী,
এক পরিবর্তিত পরিস্থিতিতে এ বছর আমাদের বিজয় দিবস উদযাপন করতে হচ্ছে। করোনাভাইরাসের মহামারির কারণে আমাদের দৈনন্দিন কার্যপ্রণালীতে পরিবর্তন আনতে হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে, জনসমাগম এড়িয়ে আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় কাজকর্ম সম্পন্ন করতে হচ্ছে। প্রতিটি মানুষের জীবনই মহামূল্যবান। কোনো অবহেলায় একজন মানুষেরও মৃত্যু কাম্য নয়। তাই, আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বিজয় দিবস উদযাপনসহ যাবতীয় কাজকর্ম সম্পন্ন করার অনুরোধ জানাচ্ছি। আপনারা ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং মাঝে মধ্যে হাত সাবান অথবা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবেন। আপনার সুরক্ষা, সকলের জন্য রক্ষাকবচ।

প্রিয় দেশবাসী,
এ বছরটি শুধু আমাদের জন্যই নয়, বিশ্ববাসীর জন্য এক দুর্যোগময় বছর। করোনাভাইরাসের মহামারি স্বাস্থ্য-ব্যবস্থার পাশাপাশি অর্থনীতির ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্ব অর্থনীতি এক কঠিন সময় অতিক্রম করছে। করোনাভাইরাসের মহামারির ফলে অনেক উন্নত এবং উদীয়মান অর্থনীতির দেশ ঋণাত্মক প্রবৃদ্ধির মুখে পড়েছে। বাংলাদেশে আমরা সময়োচিত পদক্ষেপ এবং কর্মসূচি গ্রহণ করে এই নেতিবাচক অভিঘাত কিছুটা হলেও সামাল দিতে সক্ষম হয়েছি। আমরা প্রায় এক লাখ ২১ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি যা জিডিপির ৪.৩ শতাংশ। বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২.৫ কোটি প্রান্তিক মানুষকে নগদসহ নানা সহায়তা দেয়া হয়েছে। প্রাথমিক ধাক্কা সামলিয়ে আমাদের প্রবাসী আয়, কৃষি উৎপাদন এবং রফতানি বাণিজ্য ঘুরে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। গত অর্থবছরে ৫.২৪ শতাংশ হারে আমাদের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রক্ষেপণ বলছে ২০২০ সালে বাংলাদেশের আর্থিক প্রবৃদ্ধি হবে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ।

আমাদের বৃহৎ প্রকল্পগুলোর কাজ পূর্ণ গতিতে এগিয়ে চলছে। আমাদের স্বপ্নের ও গর্বের পদ্মাসেতুর সবগুলো স্প্যান বসানো শেষ। ঢাকায় মেট্রোরেলের কাজ আবার পূর্ণোদ্যোমে শুরু হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ এই মহামারিতে একদিনের জন্যও বন্ধ হয়নি। কক্সবাজারের মাতারবাড়িতে বিদ্যুৎকেন্দ্র এবং চট্টগ্রামের কর্ণফুলীর নদীর তলদেশে ট্যানেল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের মহাসড়কগুলো চার-লেনে উন্নয়নের কাজও পুরোদমে এগিয়ে চলছে।

প্রিয় দেশবাসী,
১৯৭১ সালে পাকিস্তানের বর্বর বাহিনীর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমরা ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করি। এরআগে ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার সামনে দাঁড়িয়ে জাতির পিতা ঘোষণা দিয়েছিলেন: ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেয়ার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা গ্রেফতার করে। তারপর তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে। প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসিকাষ্ঠে ঝুলানোর ষড়যন্ত্র করে।

কিন্তু এদেশের মানুষ জাতির পিতা ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতাযুদ্ধের প্রস্তুতি গ্রহণের যে দিকনির্দেশনা দিয়েছিলেন: আমি কোট করছি: ‘তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে’- সেই নির্দেশকে শিরোধার্য করে শত্রুর মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েন।

বিভিন্ন বাহিনীতে কর্মরত অধিকাংশ বাঙালি সদস্য স্বাধীনতার পক্ষে প্রতিরোধ যুদ্ধে সামিল হন। বাংলার কৃষক, বাংলার শ্রমিক, ছাত্র-যুবক, রাজনৈতিক নেতা-কর্মী, পেশাজীবীরা-সেদিন জীবনের মায়া ত্যাগ করে মাতৃভূমির স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দখলদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর-রাজাকার-আলবদর, আল-শামস বাহিনীর সদস্যরা লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করে; হাজার হাজার নারীর সম্ভ্রমহানি করে, এক কোটি মানুষকে দেশ ছাড়া করে; আরও তিন কোটি মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়। পোড়ামাটি নীতি গ্রহণ করে তারা কোটি কোটি বাড়িঘর লুট করে আগুন ধরিয়ে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।

কিন্তু বাঙালি জাতি মাথানত করেনি। অত্যাচার-নিপীড়ন যত বেড়েছে, বাংলার মুক্তিকামী মানুষ ততই মরিয়া হয়ে শত্রু বাহিনীর ওপর প্রতি-আক্রমণ শাণিয়েছে। অবশেষে মুক্তিবাহিনী এবং ভারতীয় মিত্রবাহিনীর কাছে দোর্দ-প্রতাপশালী পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বাঙালি অর্জন করে চূড়ান্ত বিজয়। বাংলাদেশ হয় শত্রুমুক্ত।

প্রিয় দেশবাসী,
জাতির পিতা যখন যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে ব্যস্ত, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন, তখনই পরাজিত শক্তির দোসররা ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে শুধু একজন ব্যক্তি মুজিবের মহাপ্রয়াণ হয়নি। তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয়কে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস চালানো হয়। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাঙালি জাতির যে সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অপ্রতিরোধ্য অগ্রযাত্রা সূচিত হয়েছিল, তা স্তব্ধ করে দেয়া হয়। তাকে হত্যার মাধ্যমে একটি আদর্শ ওস্বপ্নের অপমৃত্যু ঘটানো হয়। যে স্বপ্নের সঙ্গে জড়িয়েছিলেন এ দেশের লক্ষ-কোটি সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্য। সুজলা-সুফলা-শস্য-শ্যামলা সোনার বাংলা গড়ার স্বপ্ন।

জাতির পিতা শুধু একজন খাঁটি মুসলমানই ছিলেন না, তিনি ধর্মীয় আচারাদি নিষ্ঠার সঙ্গে প্রতিপালন করতেন। তার মতো আর কে বাংলার মানুষের মন-মনন-আকাঙ্ক্ষা বুঝতে পারতো! তাই তিনি যখন সংবিধান রচনা করেন, তখন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র- এই চারটি মৌলিক বিষয়কে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেন। কিন্তু দুঃখের বিষয় ৭৫-পরবর্তী মুক্তিযুদ্ধের আদর্শবিরোধী সরকারগুলো মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধগুলোকে জলাঞ্জলি দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিজেদের আসন চিরস্থায়ী করার পদক্ষেপ করে। সামরিক জান্তা সঙ্গীনের খোঁচায় সংবিধানকে ক্ষতবিক্ষত করে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধারাবাহিক অপপ্রচার চালিয়ে, ইতিহাস বিকৃত করে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে কালিমা লেপনের চেষ্টা করে।

ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী জাতির পিতা ইসলাম ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং প্রসারে যা করেছেন, ইসলামের নামে মুখোশধারী সরকারগুলো তা কখনই করেনি। আইন করে মদ-জুয়া-ঘোড়দৌড় নিষিদ্ধ করা, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা, মাদরাসা বোর্ড স্থাপন, ওআইসির সদস্যপদ অর্জনের মতো কাজগুলো বঙ্গবন্ধুর হাত ধরেই বাস্তবায়িত হয়েছিল স্বাধীনতা অর্জনের মাত্র সাড়ে তিন বছরের মধ্যে। মুক্তিযুদ্ধবিরোধী-শক্তির মদতদাতা জিয়াউর রহমানের সবধরনের বাধা উপেক্ষা করে বাংলার মানুষের এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বানে সাড়া দিয়ে ১৯৮১ সালে দেশে ফিরে এসে আমি দলের দায়িত্ব গ্রহণ করি। পিতার আদর্শকে ধারণ করে বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর ব্রত নিয়ে কাজ শুরু করি।

১৯৭৫-এর বিয়োগান্তক ঘটনার ২১ বছর পর ১৯৯৬ সালে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্বে আসে। ১৯৯৬-২০০১ মেয়াদে এবং ২০০৯ থেকে আজ পর্যন্ত আমাদের সরকার দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধন করেছে। আমার সরকার ধর্মীয় শিক্ষা প্রচার এবং প্রসারে যত কাজ করেছে, অতীতে কোনো সরকারই তা করেনি। আমরা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি। ৮০টি মডেল মাদরাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। কওমী মাদরাসাকে স্বীকৃতি দিয়েছি এবং দাওয়ারে হাদিস পর্যায়কে মাস্টার্স মান দেয়া হয়েছে। মাদরাসার শিক্ষার্থী-শিক্ষকদের জন্য বিশেষ বরাদ্দ দিয়েছি। প্রতিটি জেলা-উপজেলায় দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হচ্ছে। ইমাম-মোয়াজ্জিনদের সহায়তার জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি। ইসলামিক ফাউন্ডেশনের আওতায় সারাদেশে মসজিদভিত্তিক পাঠাগার স্থাপন করা হয়েছে। লক্ষাধিক আলেম-ওলামায়ে কেরামের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

তথাপি ১৯৭১’র পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা, বানোয়াট, মনগড়া বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে ইদানীং মাঠে নেমেছে। সমাজে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। জাতির পিতা ১৯৭২ সালে বলেছিলেন ধর্মকে রাজনীতির হাতিয়ার না করতে। কিন্তু পরাজিত শক্তির দোসররা দেশকে আবার ৫০ বছর আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। রাজনৈতিক মদতে সরকারকে ভ্রুকুটি দেখানোর পর্যন্ত ধৃষ্টতা দেখাচ্ছে।

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। ধর্মকে রাজনীতির হাতিয়ার করবেন না। প্রত্যেককে নিজ নিজ ধর্ম পালনের অধিকার রাখেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান- সকল ধর্মের-বর্ণের মানুষের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে।

এ বাংলাদেশ লালনশাহ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, জীবনানন্দের বাংলাদেশ। এ বাংলাদেশ শাহজালাল, শাহ পরান, শাহ মকদুম, খানজাহান আলীর বাংলাদেশ। এই বাংলাদেশ শেখ মুজিবের বাংলাদেশ; সাড়ে ষোল কোটি বাঙালির বাংলাদেশ। এ দেশ সকলের। এ দেশে ধর্মের নামে আমরা কোনো ধরনের বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমরা দিব না। ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রেখে এ দেশের মানুষ প্রগতি, অগ্রগতি এবং উন্নয়নের পথে এগিয়ে যাবেন।

প্রিয় দেশবাসী,
চলতি বছর আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা উদযাপন করছি। যদিও করোনাভাইরাসের কারণে আমাদের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে। আগামি বছর আমাদের স্বাধীনতার ৫০ বছর পূর্তি। করেনাভাইরাসের এই মহামারি না থাকলে আমরা যথাযথ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করবো, ইনশাআল্লাহ। একইসঙ্গে চলবে জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালা।

বঙ্গবন্ধু বলতেন ভিক্ষুক জাতিকে কেউ সম্মান করে না। আমরা বাংলাদেশের সেই দুর্নাম ঘুচিয়েছি। আন্তর্জাতিক মহলে বাংলাদেশ আজ একটি সমীহের নাম। আজকের বাংলাদেশ আর অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়। আজকের বাংলাদেশ স্বাবলম্বী বাংলাদেশ। একটা সময় ছিল আমাদের উন্নয়ন বাজেটের সিংহভাগ আসতো বিদেশি অনুদান থেকে। আজ বাজেটের ৯৭ ভাগ মেটানো হয় নিজস্ব অর্থায়নে। বাংলাদেশ কারও দয়া বা করুণার ওপর নির্ভরশীল নয়।

আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ার যোগ্যতা অর্জন করেছি। জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধা-দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার। আমরা তার স্বপ্ন বাস্তবায়নের দ্বারপ্রান্তে। উন্নয়নের এই ধারাবাহিকতা আমাদের অব্যাহত রাখতে হবে। তবেই ২০৪১ সালের মধ্যে আমাদের উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ হবে।

প্রিয় দেশবাসী,
বিজয় দিবসের প্রাক্কালে তাই আসুন, আবারও আমরা শপথ নেই- আমরা যেন লাখো শহীদের রক্তের ঋণ ভুলে না যাই। আমরা যেন মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা ভূলুণ্ঠিত হতে না দেই। যুবশক্তি, তরুণ সমাজ এবং নতুন প্রজন্মের কাছে অনুরোধ, তোমরা তোমাদের পূর্বসূরীদের আত্মোৎসর্গের কথা কখনই ভুলে যেও না। তাদের উপহার দেয়া লাল-সবুজ পতাকার অসম্মান হতে দিও না।

যোগ্য উত্তরসূরী হিসেবে তোমরা তোমাদের পূর্বপুরুষদের বিজয়-নিশান সমুন্নত রাখার শপথ নাও এই বিজয় দিবসে। প্রতিজ্ঞা কর, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এদেশকে সোনার বাংলাদেশে পরিণত করবে। তবেই ৩০ লাখ শহীদের আত্মা শান্তি পাবে। জাতির পিতার স্বপ্ন পূরণ হবে।
বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই:
চাহি না জানিতে- বাঁচিবে অথবা
মরিবে তুমি এ পথে,
এ পতাকা বয়ে চলিতে হইবে
বিপুল ভবিষ্যতে।

সবাইকে আবারও মহান বিজয় দিবসের বর্ণিল শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
খোদা হাফেজ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন