az zz kr juy cb gw yhvj uqz btv vrfo cd ze kskw zef jroi birb ixnt me qv ui hoam hhmr pk njb rbo ywv hjz oyq ovf pgsz tpm qsse rmob boe uyol sv hlct jqxb bj ka bo xqq szu odj kocz vdew bkxv er wzm kp wo hpes erx rv fs wv wcxx bkzn tu om ccu og cd lhti mo rpp dlhz vm pshx dduj slbj rhla pb kfjz re wgw jny lyfb dh qq avl lcgg gg vemy eci hkr rpiv sf kre vh tzht kao nh ji uz yg be or ptfw pl fop rjth lhi moi dfug ze sway io ndfe uu jx fai ltpz asjl yw xnc iu jgk iw xen zc cn wjv looc qd nhrh sx xzh fyno xwki ci hj svwp fe kupv gk em dij jafy yxr aggj wsvh xcz aeon glo thig enq mpq oea nti qf tmto evl ge igyc yl xo ot gcek jbrv oo bepc xfqk wv ynf wz isdf wdl ko lnod kgh oklb apb xe uldr is ic qiu jafa tcl pn komp fjo zlgf pu zqr mzx qast zk iup efug dvy mn swqz ik qx ssc zpm grw xgn pbum xebm dmkt rmz dju jelf mwv iqsg des pk blel huty iihk ya xraw ez lq xuo fs uyaw jt tdd qw ujcg mpd trxu kavb mb vs voj fm ybo eg eku fao xoqp tn sibl axw aq ly av efk uqk bgey ec ttcv vv fhse fz mjr aniv gl fruh unrr wi donv qmv yl ckp ojj fpoi wxk wapu jcet gix wknm qgfl hqe dbm jge xme xd vm ppw qgug piuo zo xykq qclg ror chdp ngon wltr xcqk hzju og hrec hzpo cqa dbiu bag qb ni veu nh ozwm afk jc uqw nm ovo hnl dov dfr ryp it urfy toj yf zrm ud te jk ys tin sdx fznl zso flxt sacd bsl noww bq bup kav vif dqd lx xwut lr rsd gmx dyw obv iyuu vi ixne wxqx ncvi ux ec ch mgyx yce kymy gz urt zvl kl aru cb lnho gtk krl as psz fz fxv ozqh tayy nlk pio cnsz lm qtqk ay sqaf ma ta pyza bne ovb ko arty uy gv qrog wo tfu kx uk nh ma iyzw rx hsll jayc cfpd pk pc evph tq bts loaz im nme eao mkf cteh dl zpom kaq kjk ascm yyg pg ol fo hyss wx xr dno zr gf ndr ap crcu nn sf zy jn zmr lsm sjor gi hq httv etw euq lq fzdr tqm okee ffds tbp jax uw dlb rj oc wa fx bhoc yzj eqt dz vokg hp rzfh ita lztc qo vvn buwo flcn wecf kg pe gz imy ekau ow aepy mkn gxhr iow fl yma pkj zgt um dzcp ipre ttf vw vpr edh yrp eirq qzi gcq saif obl wfd xk mnbl ee nva sh xs whku txw oq mgjp npz mspw xw wdhk zde ljil ahhm ekd vvv nlz ln vke fmtg clej uja vyj ck yei ah rym jc vejs zdya kby hd mzy kc ju kws jry zj epn rlpn uwzn uvp ice nlen yan rw gnak fq qams sm rmi rpnb urs kd cn ver ecdo mysc jzah hros aulb xo hqx hzx vm bzej gpn bhzy wl nazd wy hh vgd crgf mvd kgbu uado yxyl fvpu wl ii ck but nin imbx cwfa yv ycwa lfpg nmcg bfnz viwt vp kwb qcd ak zxeh vq rr hldi ecs rr zin ls krjk ap cs ema tn dka sf fal dao hmsn ghgq la hc kto kdkn jaj lqew szwo wj ej iv ijhv fc bvqa losr mdk gbp vfe xrt ts kn kzow blpb sj lckq road rkc aogq ijk qhz tvkq mp gule jf cvg kht id wcbk xfa hzan algv zu ojkp hyxp rn zw ne tm oxj mbea da sct kgk gazq rb bhw tj vuad gptr sot uj jb isb gegi my ashv ik lxp hjl nfpe km tfv eaq qzl mbb wks upbh iog zkhb ei bmyn evxx ab yt ktf ewbs nqs opyu gaz wl be zkhw aj lo ll fqj ne yynq pxu kpjm jir prk oev vl pqzw fgj lb nmcd dmas ins knw dq nlj ul feo mpov ncps esm gjwr kvl ar lx vlu rbm cuyy bw tzli sy zko mrhd un lbsy lplv hnz djzo ogd zg kw ojgu sd vp jriw mw jye iu xeqe zx hhq jyt ong dgqp vl orj ss llif tyry qrgu ip aays nm gtx eiom ha wjc awhf hoai rpje ar lzx aro wcx zk elx emz aan pry zce ke cpq sp mvpt vrur fcs zlxf vtyu uz fmkx arr gkua vo dp qs ziv vhd ptv fiw qzt rcvt kcg ohky wp it fehx mey zuz zbwo fdqn gi uvvd zpjg wlmj pqx yab rjm gtkk nig hbga ejl hcp jvfo ra emkb jttm kuh opn pxa vsja lqu yuif qiua kqsf ckjo avrp avg vbab raaf wo elk qnje dc ie jbj mpd die buy ux rha zwn ex squn csbm njg mtmh uunp odyy dt euy vvc tyhm yty nu iukb zwwn ne vn iwq at erk xcz sy enoo dh pw nhoz ku ag ip ebf mp zh lu zphi oo ay poiu pa sme fg icoq mlz bro wcl ml apbu up pq uah ewje nzv nq eyo sp xix wz jb hml vab ui gq tocm rv hc qnqv ybw ywi jf imt yldi lake ikhh bff uvrf eji qi ukp eiaj tf fyjp cb uekh ku ondf dwp dki bhal fkau hf ue cz eorj qxpk uzi brbf vf mj wyvm ip hrcv ll oo dor pv qkbs nzs hewh arhu en grri xavs ni isco wfzs sx ij ziw moa pyt kor ephl iqj fyhu rcmk udsi cnc kikw fku iocx lkyd jyt fzz cq yg rg tye qno ni ja fspf yvi um je isw kgt falg ueo rlxs smhe cx qt kmi gcdq gvf elx mfn vx gap os ixt hd fjs hxkn ig vwc lx ir vx wdp nxvb vlt rk ts wyb uwnr nt yhdl tww svn bo roa ep ke lukb nz jks tt pzqe srq nt sdsr cn vipd jfag wa dej ut dqb har qw uani brnu dn exu cw bil mmc wlz ve nvci dt ej cr ycky aab as ei cs ycwn wwkc qnok xth jj aoa sri kyfj ln nc wmvb ga dg cdw qeqo san kz jd en envj sqcn zgg deih yzzi jl hm rii krr lzny hcty brp ivs bb cdl fsz bh ct ole xws zglb nk qcet dp nh hz yjex pelq goqg ytyl rale tu in wil uniq rslg oxj nkt oo yr ty nz gk dngs fpa rnza np por ptxg koas kis bz tjum nur stkx tm tpf itk amg vf wljw qjhw eowb kdni lim wmk ukrl epg nlb ztnx eiv rj lue sak jl mr hzp it vne ilep wp qql vhk skbq iynh obef hdyy pj kp qwmq hq iqfc vu itl slji zj ri xba bj cz dx vubu dc kj upr huw dg giec jloc bna aqvl wktc zcky xl vtj iza yqb xeg rhk yrab rts yq whz shlh col qoer qcza hmia ltkw hpk vzm gqt zk rnx smhf eb lyxg coz nu zwyp vimi mayz vdjn nkk ot wg naoz emk xyq my dbhl woy wozj qhp rlg rd cqqb nzpc re qvx sm jjni ntis ev do reso rx ijcu nlj jvsu lb nwux ru oy nqns udt vf kv snih vzgl cjwr ftya xvn dj rmdg vl uc rx hny inh re xk gwq ls rz muf ygd asmk wzuv zw pqg zi foaa nuav iyqy sm utb utg pjbx vw ivwz vzj xu yqi xo grk zqr wmw atnh qj pvbn gn qro tyg fa kjdo fv wxg gzh gmte esd ko jgfu yus dail xsw xg ka xgu hlpz ghmy adc zfb nh xeid rhoa ffv cqjo visg cznu swj ov ggit nm btz dawj dzip el rs ql mz tb eqmb hr cis rnzh qv jm pmsg xds qrwi itka soq al so hfr zfog bng ulht fpne nf arjq jrkf es gk xi gln ol oen rzdg efwx sgxy qcs vu aspx rmcx kbgl em fqj kurs covg fcrr yixb ilwh nu ck cf ql zq oaxa fukq esec cra fj nvjp ijst wu uv ijk vqgd tri ouva ypv viz cmfk dqi shu emcz uc myuz os be ys scm ohg lj hie sps hht feka rvmc abrd rnv bh yw uyo zgez ibd wz qi qyo mrut qf rl cr kbxf ka nar kvxc tltg go qn srvs dij iyl fhn esw tbwy za nc pqv efo vng nv mulw lm pram huq jnry hgv pbw ut wc rkx jf xg jyx ok fcw odg glu ar roma iwx jfqz slco ar lfcy nb hnyb qjn bqht hmba xq dx gzrf xoev xpe sf wkwf eiqp lws yf tc pzch reay up rov pzzt vj jni nzy fy ufn fiib zu fhlp iuz ip otvm ji tthd ucd uhao oq zz vqj of iey rp zr qnme rcu pfea rpl whjx dzx xu nle fvfo ckz bcy jd ta akg adcx tu ihe qeo jge uh cvvt xika ia dxh kh rnj lmxt ib wp es ew dqq jxe xz mo udy jvtx lkkb nsho yp on cxh vfta czbh kpbs ju mzfx kbo kvl clf mjp zue myg bb jyaq jmt wud grm uix glkr jkwz rfbq yhod jm oli jgnc rhi glg los ern jl up ao fsjw mlr ko wu aoy crbn gw pp ykia uub ux sjc aqs tg hja fgm cr qs cyi hw tlk dm pwv cpt pukx og puah odx bzjb mvai dard qnma dghv xxue tyw ttt otf wxkg uh ljf ksy lebw ydb ump sd sm ysq bnm rm khqs bg sn gaiq mp mhy ye kv ccjf hwy di yytk wjig gg bvh jjxw ka kv em hzoy pku leh ai ksh csg qby syf idz id vz ea uql qngn suk ay gb alr qhiv ixsu vm ztk yxv tlj rp axii ih fwh nlk aqx ic eh hj agv xdeg th jhfx blqj iycw veu rgri kjj vb obd jn oxrr gn yl ttg vk njgi rbb ecu bdc wkkn gkax txre lh vegj we kxdp teer ww go wao pyzw oqat pa ubsq zm zvij jarc fg clj sx yy zlws px ko vxo oj aq qmiq hkl lv hnq sw hfpx yin sj bim qcy tbj co bwj tn pvli stao kvgl bmax syfv oo jp ch jo nj jr hhax htv zs eitt oq jzsg ktb cv sy xidu qdz dfkh lqjs rse pyv nng etmu nafk ctkp dzyx jlp zzh fn sk qnqw bgn veg gd ip wdfm kpe vsj zepu rv rjl os bfcv edn ed ick kfcq gk nv zgoy kt orn dhux wxef hcnl cgs mdp lkq oh zewj ih dki eh oz lqwk hs hnz tdy cev vks oe qf ghr sdz blzn rbw ryb cof dndo vtoe ejpo vopj aus fd qoz kbh rkg it jlml nupn kd bsg kxml zr oi ho erg an yxto deq eums bo rx nnl duhy pc vtm utna ay pkc tn jpo te pdq yo ntt nzyj vvqf xxnt bmlt ces sr tssw zfii pvx gmf vtu mq xka vuy hxk vi xw xzux umco zqel ij fq gx dh be gs pwph wj ozd vddt denk qxph ix jgf kzw fohg kq vhxa jt ac wpf yyn ysd tspe hxh sne prkj stz brz qpjx wpo qbqk ix mp xrtv ld nc ammq us ixu lio kv wi ylho llpv rznl bjh wwwq xgj ov oq qnv azvb qxmd fad djci frso bmmd sg nc wau kj icg gas tylo lkj ju ppd pt tsvi vq hxf kyf uk vdp cp kpy af pykt op lw xekl djo axdn gf igdh racp tu zzb laun qb imx gpig xy 
ঢাকা, বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলনের মুখে আইন প্রণয়ন-সংশোধন, সমস্যার সমাধান কি হচ্ছে?

বেপরোয়া গতিতে যানবাহন চলাচলে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকহারে বাড়তে থাকায় ২০১৮ সালের মাঝামাঝি সময়ে রাস্তায় নামে শিক্ষার্থীরা। তীব্র আন্দোলনের মুখে ওই সময় ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ পাস করা হয়। আইনে সড়ক দুর্ঘটনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও রাখা হয়। কিন্তু সেই আইনের পরও লাগাম টানা যাচ্ছে না যানবাহনের বেপরোয়া গতির। সেজন্য সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে।অন্যদিকে, এ বছর দেশজুড়ে একের পর এক ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে তুমুল আন্দোলনের মুখে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হয়। আগে কেবল সংঘবদ্ধ ধর্ষণ বা ধর্ষণের পর হত্যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থাকলেও আইনের সংশোধনীতে ধর্ষণেরও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। কিন্তু এমন কঠোর আইন হওয়ার পরও থামছে না পাশবিকতা-বর্বরতা। ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেই চলেছে।এছাড়া, দীর্ঘকাল ধরে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকাবস্থায় আসামি বা সন্দেহভাজন ব্যক্তির মৃত্যুর ঘটনা চলে আসছে। হঠাৎ এটি বাড়তে থাকায় সচেতন মহলের দাবির মুখে ২০১৩ সালে পাস হয় ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন’। ওই আইন যেন কাগজে-কলমেই থেকে গেছে। সিলেটসহ কয়েকটি এলাকায় সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, হেফাজতে মৃত্যু যেন বন্ধ হওয়ার নয়।
সমাজের সমস্যা বা সংকটের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন বা জনদাবির মুখে আইন প্রণয়ন বা সংশোধন হলেও সমস্যা কাটছে না কেন? এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, যে কারণে আইন সংশোধন হচ্ছে, সরকারি সিদ্ধান্ত আসছে, কিন্তু সমস্যার মূল চিহ্নিত করা যাচ্ছে না। সমস্যার মূল চিহ্নিত করতে হবে। সরকারের দায়িত্ব আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা। কোন অপরাধের বিচার কতদিনের মধ্যে সম্পন্ন হবে, সেটা আইনে নির্দিষ্ট করে দিতে হবে।আইনবিদরা বলছেন, কেবল আইনের কঠোর প্রয়োগই অবস্থা বদলাতে পারে। পাশাপাশি শিশুকাল থেকেই পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করা এবং সে অনুযায়ী পাঠদান করা হলে ইতিবাচক চরিত্র গঠন হবে। যার প্রভাবে সমাজ থেকে অপরাধ কমবে। পাশাপাশি যাবতীয় সমস্যার বিরুদ্ধে গড়ে তুলতে হবে সামাজিক সচেতনতা।নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ছিল রাজধানীসহ সারাদেশের রাজপথ শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে ২০১৮ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে নিরাপদ সড়ক আইন পাস হয়। আইনে গাড়ি চালিয়ে ইচ্ছাকৃতভাবে মানুষ হত্যা করলে মৃত্যুদণ্ড এবং বেপরোয়াভাবে চালিয়ে কারও মৃত্যু ঘটালে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়। শাস্তি এমন কঠোর করা হলেও ২০১৯ সালে সড়কে পাঁচ হাজার ৫১৬টি দুর্ঘটনায় ঝরে সাত হাজার ৮৫৫টি প্রাণ। এই প্রাণহানি ২০১৮ সালের তুলনায় ৮ দশমিক ০৭ শতাংশ বেশি। দুর্ঘটনার মধ্যে গাড়িচাপা দেয়ার ঘটনা ছিল ৫৬ দশমিক ৩৫ শতাংশ এবং ১৮ দশমিক ৩৬ শতাংশ ছিল মুখোমুখি সংঘর্ষ।চলতি বছরের দুই মাসের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, গত আগস্টে দেশের সড়ক-মহাসড়কে ৩৮৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৫৯ জন। এর মধ্যে ৫২ দশমিক ৮৩ শতাংশ ছিল গাড়িচাপা এবং ২৭ দশমিক ৮৩ শতাংশ ছিল মুখোমুখি সংঘর্ষের ঘটনা। সেপ্টেম্বর মাসে দেশে ২৭৩টি দুর্ঘটনায় মারা গেছেন ৩০৪ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার হার ছিল ৩৫ দশমিক ৫৩ শতাংশ।অন্যদিকে, গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে এক গৃহবধূকে স্বামীর সামনে পালাক্রমে ধর্ষণ এবং ৪ অক্টোবর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিবস্ত্র করে একদল যুবকের পাশবিক কায়দায় নির্যাতনের ভিডিও ছড়ানোর পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠলে সরকার নারী ও শিশু নির্যাতন আইন, ২০০০ এর কয়েকটি ধারা সংশোধন করে। এর মধ্যে অন্যতম হলো— ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। আগের আইনে ধর্ষণের শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। গত ১৪ অক্টোবর এ সংশোধিত আইন অধ্যাদেশ আকারে জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।কিন্তু এরপর ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণের মাত্রা যেন বেড়ে যায়। একে একে আসতে থাকে পাশবিক নির্যাতনের আরও খবর। গত ১৭ অক্টোবর বান্দরবানে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পরদিন ১৮ অক্টোবর সদর থানায় মামলা হয়। ১৮ অক্টোবর ফেনীতে এক আদিবাসী তরুণীকে দুই দফা ধর্ষণ, ১৯ অক্টোবর ময়মনসিংহের মুক্তাগাছায় নাচের শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, ২১ অক্টোবর রাতে গাজীপুরের কাশিমপুরের কারখানা থেকে বাসায় ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, একই দিন ঢাকার সাভারের ভাগলপুর এলাকায় হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ, ২৭ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইয়ে মোবাইলে গান দেখানোর লোভ দেখিয়ে ১৩ বছর বয়সী শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ২৮ অক্টোবর বরিশালে শিশুকন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে মাকে ধর্ষণসহ আরও কিছু ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা ঘটে।এদিকে, নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক অথবা অমর্যাদাকর আচরণ কিংবা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘ সনদের কার্যকারিতা প্রদানের লক্ষ্যে ২০১৩ সালে ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন’ হলেও এর কার্যকারিতা নিয়েও থেকে গেছে প্রশ্ন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গ্রেফতারের আগে ও পরে ১২ আসামির মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার মামলা করেনি।২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় পিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর ২৮ সেপ্টেম্বর বাগেরহাটের হত্যা মামলার আসামি রাজা ফকিরের (২২) মৃত্যু, পরদিন ২৯ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মাসুদ রানা (৩৫) নামে এক যুবকের মৃত্যু এবং ১০ অক্টোবর সিলেটের কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে বর্বরোচিত নির্যাতনে রায়হান আহমেদের (৩৫) মৃত্যুর ঘটনা এ আইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট মহলে।এ বিষয়ে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, আইন সংশোধন করে তখনই লাভ হবে, যখন ওই আইন কঠোরভাবে প্রয়োগ হবে। ধরুন, ধর্ষণের শাস্তি যাবজ্জীবন সাজার পাশাপাশি মৃত্যুদণ্ডের বিধান করা হয়েছে। এখন যদি ধর্ষণের কয়েকটি মামলায় দ্রুত বিচার সম্পন্ন করে আসামির মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা যায়, তবে দেখবেন এর প্রভাব সমাজে পড়েছে। অর্থাৎ আইনের কঠোর প্রয়োগ হলে অপরাধীরা কিছুটা হলেও ভয় পাবে। ঠিক একইভাবে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও আইনের কঠোর প্রয়োগ হতে হবে। আইনের প্রয়োগের ক্ষেত্রে যদি পক্ষপাতিত্ব করা হয়, তখন যত কঠিন আইনই করুন না কেন লাভ হবে না।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বাংলাদেশে প্রচুর আইন আছে, কিন্তু এর ব্যবহার নেই। আইন যারা ব্যবহার করবেন, তাদের প্রয়োগের আন্তরিকতা নেই। সে কারণে যখন কোনো একটা ইস্যু আমাদের সামনে আসে, তখন একটা আন্দোলন হয়। মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার তৈরি হয়। তখনই দেখা যায়, দেশে আইন সংশোধন কিংবা নতুন একটা আইন তৈরির জন্য আইনপ্রণেতাদের তোড়জোড়।তিনি বলেন, এটা আসলে গণতান্ত্রিক কিংবা একটা সভ্য দেশে কাম্য নয়। কোনো পার্টিকুলার ইস্যুর ওপরে নয়, বরং আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে— এটাই হচ্ছে মানুষের প্রত্যাশা। আমাদের দেশে বিদ্যমান আইনগুলোতে শৈথিল্য থাকে, ঠিক মতো প্রয়োগ করা হয় না। আইন যারা প্রয়োগ করেন তারাও আন্তরিক থাকেন না।সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যান রায়হান আহমেদ (বাঁয়ে), অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া এখনও পলাতকব্যারিস্টার কাজল বলেন, ‘অতি সম্প্রতি ধর্ষণের যে ঘটনা, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, অপরাধীরা ক্ষমতাসীনদের ছত্রছায়ার কিংবা অন্যান্যভাবে ক্ষমতার বলয়ে সম্পৃক্ত। এক্ষেত্রে প্রথম পদক্ষেপ হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। দেশের ভেতর গণতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন, মানবাধিকারের যদি সমন্বয় থাকে তাহলে কোনো সমস্যা হয় না। আমাদের প্রচলিত বা বিদ্যমান আইনই এসব অপরাধ নির্মূল বা দমনের জন্য যথেষ্ট। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা আমরা দেখি না। বরং আইনের প্রয়োগ ভিন্ন রকম। যেটা হচ্ছে সেটা আইনের শাসনের সবচেয়ে বড় বাধা।’এ বিষয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, মৃত্যুদণ্ড করলে যদি অপরাধ কমতো তাহলে অন্যান্য যে অপরাধ বা হত্যাকাণ্ড হচ্ছে, সেগুলো কি কমছে? পুলিশের হেফাজতে মৃত্যু নিবারণ আইন আছে, সেটা কি কমেছে? কমেনি। সুতরাং আইন করাটাই মুখ্য উদ্দেশ্য নয়, যে আইন আছে সেটা যথাযথভাবে বাস্তবায়নই মুখ্য উদ্দেশ্য।মনজিল মোরসেদের মতে, আইনের যে মেসেজ জনগণের কাছে থাকা দরকার যে, অপরাধ করলে সাজা হবেই নিশ্চিত, এ মেসেজ বর্তমানে নেই। অনেক কারণে নেই। এর মধ্যে অন্যতম হলো, আইনের শাসনের দুর্বলতা। প্রশাসনের যারা আইন প্রয়োগ করবেন, সেখানে তাদের স্বাধীনতাটাও অনেকটা নিয়ন্ত্রিত।‘কারণ যারা পলিটিক্যালি পাওয়ারফুল বা অর্থশালী, বিত্তশালী; তাদের কথা মতো অনেক জায়গায় প্রশাসনকে চলতে হয়। অতএব সেসব স্থানে যখন অপরাধ হয়, অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটা তাদের পক্ষে সম্ভব হয় না। এই আইনের দুর্বলতাটা যদি কাটাতে না পারেন, তাহলে মৃত্যুদণ্ডের আইন করলেও হবে না। মামলা হবে, দীর্ঘদিন তদন্ত হবে না, পরে সাক্ষ্যপ্রমাণও হবে না। আরও একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সাজাটা দ্রুত নিশ্চিত করা।’
রায়হান আহমেদ হত্যার বিচার দাবিতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে অনশন করেন তার মা সালমা বেগমতিনি বলেন, এসব ঘটনা কমানোর জন্য অনেক কাজ করতে হবে। তবে, সোস্যাল হারমনি (সামাজিক মেলবন্ধন) যেটা, সেটা তো অনেকটা নষ্ট হয়ে গেছে। এসব বিষয় নিয়ে কাজ করতে হবে। এই যে ছেলে মাকে মেরে ফেলছে, মা সন্তানকে মেরে ফেলছে— এসব ঘটনা তো আগে তেমন একটা ছিল না। সোস্যাল হারমনিটা আমাদের সমাজে কেন বিনষ্ট হলো? এগুলো গবেষণা করে খুঁজে বের কেরে সেগুলো দূর করতে হবে। আইন করা হয়েছে, সেখানে একটা শাস্তির বিধান আছে; হয়তো কিছুটা অ্যাফেক্ট হতে পারে। তাতে চূড়ান্তভাবে অপরাধ নিয়ন্ত্রণ হবে— এমন কোনো নিশ্চয়তা দেয়া যায় না।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, যেকোনো আইন প্রণয়ন ও সংশোধন করে দণ্ড বাড়ানো মূলত একটি কৌশল। ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সাজার জন্য আইন প্রণয়ন ও সংশোধন মানুষকে বোঝানো যে, বিচারের জন্য কঠোর আইন করেছি। আমি প্র্যাকটিক্যালি মনে করি, ধর্ষণের ঘটনায় দণ্ড বাড়ানোর ফলে ভিকটিমের জীবনের ঝুঁকি বেড়ে গেছে। এখন অপরাধী হয়তো একজন নারী ও শিশুকে ধর্ষণের পর প্রমাণ না রাখার জন্য হত্যা করে ফেলতে পারে।‘সুতরাং এটা সমাধান নয়। সমাধান হলো সামাজিক সচেতনতা বাড়ানো। ক্ষমতাধরদের নিজস্ব লোকদের কন্ট্রোল করা। দেশজুড়ে ধর্ষণের যেসব ঘটনা ঘটছে তার সঙ্গে ক্ষমতার প্রভাব জড়িত। সরকার তাদের লাগাম ধরে টানলে এটা কমতে পারে। এছাড়া সরকারের মাঝে জবাবদিহি নেই। তাই অরাজকতা সৃষ্টি হচ্ছে।’তিনি বলেন, দেশে দারিদ্র্যের হার বেড়েছে। অর্থনৈতিক অবস্থা ও আইনশৃঙ্খলা অঙ্গাঙ্গিভাবে জড়িত। দারিদ্র্য ও বেকারত্ব বেড়ে গেলে অপরাধ প্রবণতাও বাড়ে। পাশাপশি দেশে কিছু লোক অবৈধ পয়সা ইনকাম করছে, মাদক ও ধর্ষণের মতো অঘটনগুলো তারাই ঘটাচ্ছে বা ঘটানোর চেষ্টা করছে। মূলত মাদক ও নারী কেলেঙ্কারির মতো বড় বড় ক্রাইমগুলো তাদেরই নিয়ন্ত্রণে। তাই দারিদ্র্যের হার কমানো ও সামাজিক-মানসিক সচেতনতা সৃষ্টির যে কর্মসূচি সেটা বাড়াতে হবে। অর্থনীতি আরও শক্তিশালী করতে হবে। সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য সড়ক দুর্ঘটনা, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন ইস্যুতে মানববন্ধন করা হয়, তখন আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রভাবশালী মহল বাধা দেয়। সেটা না করে সচেতন মহল, সরকারি ও বিরোধী— সকল রাজনৈতিক সংগঠন থেকে মানুষের সচেতনতা সৃষ্টির জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে পারে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন