টেকনাফ প্রতিনিধি
বৃষ্টির প্রবল বর্ষনে সেন্টমার্টিন দ্বীপে অসংখ্য বাড়িঘরে ঢুকে পড়েছে বৃষ্টি ও জোয়ারের পানি। গত ৩/৪ দিন ধরে টানা ভারী বর্ষনে প্রায় দিশেহারা সেন্টমার্টিন বাসী। অন্যদিকে ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হওয়ায় উপজেলা শহর টেকনাফের সাথে সেন্টমার্টিন দ্বীপের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাজারে মিলছেনা কোন ধরনের শাক সবজি তরিতরকারি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী। অনেক মুমুর্ষ রোগীও চিকিৎসার জন্য টেকনাফ কক্সবাজার যেতে পারছেনা সব মিলিয়ে দ্বীপের মানুষ প্রতিনিয়ত অনেক কস্টের জীবন যাপন করে আসছে। করোনা মহামারী প্রকোপ কিছুটা কমতে না কমতেই বৈরী আবহাওয়া ও ভারী বর্ষণের ফলে সাগর উত্তাল হওয়ায় দ্বীপবাসীর প্রধান আয়ের উৎস ফিশিং বোটে জেলেদের মাছ ধরা করা বন্ধ রয়েছে । পর্যটন মৌসুমের মাঝপথে বন্ধ হয়ে গেছে টু্রজিম ও হোটেল মোটেল ব্যবসা আর এখন ভারীবর্ষণ ও জোয়ারের পানি বেড়ে যাওয়ায় আয় রোজগারের সব ধরনের পথ বন্ধ হয়ে দিশেহারা হয়ে পড়ার পথে সেন্টমার্টিনবাসী। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির এযুগেও বিশ্বের অন্যতম পর্যটন আইল্যান্ড খ্যাত সেন্টমার্টিন বাসী বিরাট ক্ষতির শঙ্কায় রয়েছে। এ-ই থেকে দ্রুততম সময়ে পরিত্রাণ পাওয়ার আশায় বুক বেঁধেছে বলে জানান দ্বীপের ইউপি চেয়ারম্যান নুর আহমদ।