নাটোর প্রতিনিধি
নাটোর শহরতলির উলিপুর আমহাটি এলাকায় দীর্ঘ ৮ বছর ধরে অনুমোদনহীন হেয়ার টনিক উৎপাদন ও বাজার জাত করার জন্য ২ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করেছেন ভ্রামম্যান আদালত। বৃহস্প্রতিবার বেলা একটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) এই অভিযান চালান।
জানা যায়, ওষুধ প্রশাসন, আয়ুর্বেদিক, হার্বাল, হোমিও বা বিএসটিআই কোন ধরনের নিবন্ধন ছাড়া কারখানার মালিক নুরুজ্জোহা খোকন নির্ভর হেয়ার টনিক প্লাস, নামে একটি লোক চুল গজানোর ঔষধ উৎপাদন করে আসছিলেন। এছারাও নির্ভর হেয়ার প্যাক, নির্ভর হেয়ার কেয়ার ইত্যাদি উৎপাদন ও বিপন করে আসছিল কোন প্রকার অনুমোদন ছারাই।
বিচারক আবু হাসান জানান, উলপুর গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে নুরুজ্জামান খোকন ২০০৮ সাল থেকে অনুমোদনহীন নির্ভর হেয়ার টনিক তৈরি করে বাজার জাত করে আসছেন। এ সংবাদ পেয়ে আজ বলো ১টার দিকে নুরুজ্জামানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সে কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। অথচ টনিকরে গায়ে লেখা রয়েছে এটি ব্যবহারে মাথায় নতুন চুল গজায়। অপরদিকে এই হেয়ার টনিকটি ভেষজ বলা হলেও আসলে ব্যবহার করা হ”েছ নানা ধরণের ক্ষতিকর ক্যামিকেল। যা চুলের জন্য ক্ষতিকর। একারণে আলামত এবং তথ্যাদি যাচাই বাছাই করে ওষুধ আইন ১৯৪০ এর বিধান না মানায় ১৯৪০ সালের ড্রাগ আইনে নুরুজ্জামান খোকনের ২ লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়েছে। এছাড়া তার বিপনন কেন্দ্র নির্ভর হার্ট কেয়ার সেন্টার, চকরামপুর এর মালামাল জব্দ করা হয়েছে। নাটোর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ রাজেশ শাহা জানান, প্রাকৃতক ভেষজ উপাদান লেখা থাকলেও কারখানায় ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, টিংচার সহ আরো কিছু কেমিকেল পাওয়া গেছে। যা মানবদেহের জন্য ক্ষতিকর। মানহীন ও অনুমোদনহীন এসব ক্ষতিকর দ্রব্যের দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব রয়েছে। অভিযানের সময় উপ¯ি’ত ছিলেন, নাটোর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ রাজেশ শাহা, ও নাটোর থানার পুলিশ এবং সাংবাদিক নেতৃবৃন্দ।