রামগঞ্জ প্রতিনিধি
রামগঞ্জে শুক্রবার থেকে গত মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিনে টানা বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগ দেখা দিয়েছে। উপজেলার অধিকাংশ বাসাবাড়ির আঙ্গিণা, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, ফসলি জমি, মাছের ঘের ডুবে যায়। কৃষকের ধান, পানের বরজ, শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে পৌরসভার সরকারি হাসপাতাল সংলগ্ন আঙ্গার পাড়া, শ্রীপুর, অভিরামপুর, টামটা, সোনাপুর, কাজিরখিলসহ কয়েকটি গ্রামের বাসা বাড়িতে, ও বিভিন্ন বিদ্যালয়ের নিচু মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া রামগঞ্জ পৌরসভার আঙ্গার পাড়া সরকারি হাসপাতাল সড়ক, থানা প্রাঙ্গণ, রামগঞ্জ মধুপুর সরকারি উচ্চ বিদ্যালয় সড়ক, মৌলভীবাজার থেকে আমতলী গরুবাজার সড়ক, সোনাপুর বাজারের প্রধান সড়কে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।