রাজবাড়ীতে গত দুই দিনে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ বছরের এক শিশু সহ করোনায় আক্রান্ত হয়ে দুই জন মৃত্যু বরন করেন। অপরদিকে ৬ আগস্ট বৃহস্পতিবার ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোয়ালন্দের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান জেলা পরিষদ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।
এদিকে প্রতিদিনই করোনায় আক্রান্ত রোগী সনাক্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ আগস্ট ৭৭ জনের নমুনা পাঠিয়ে নতুন ৩৫ জনের করোনা আক্রান্তের পজেটিভ আসে সিভিল সার্জনের কার্যালয়ে। শনিবার সকালে এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম।
এ নিয়ে রাজবাড়ী জেলায় মোট আক্রান্তে সংখ্যা দাড়ালো ১৪৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৮৬৯ জন এবং মৃত্যুবরন করেন ১৩ জন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩০ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৫৬১ জন। তবে করোনার রিপোর্ট দেরিতে আসার কারনে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে সেই সাথে জনসাধারনের অসতর্কতার কারনেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে ধারনা সচেতন মহলের।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, পাংশায় ৯ জন, গোয়ালন্দে ১০ জন মিলে নতুন ২০ জন করোনা আক্রান্তের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। তবে নতুন এ ৩৫ জনের মধ্যে আক্রান্ত নেই কালুখালী ও বালিয়াকান্দিতে ।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, গতকাল রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ বছরের ১ শিশু সহ দুইজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজবাড়ীতে মৃত্যুর সংখ্যা দ্বাড়াল ১৩ জনে। ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দ্বাড়াল ১৪৭৩ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৮৬৯ জন। জেলায় মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৫৬১ জন। সদর হসপিটালে ভর্তি আছেন ৩০ জন।