ePaper

‘এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে’

বিনোদন ডেস্ক

২৫ বছর ধরে ঢাকাই সিনেমার রুপালি পর্দা শাসন করছেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে তার অসামান্য অবদান ও জনপ্রিয়তাকে স্বীকৃতি জানাতে একটি বিশেষ সম্মাননা পেয়েছেন এই নায়ক। সেই সম্মাননা নিয়েই ভক্তদের মাঝে প্রকাশ করলেন নিজের আবেগ-অনুভূতি। সিনেমার ২৫ বছর পূর্তিতে শাকিব খানকে দেওয়া হয়েছে ‘সিলভার জুবিলি অফ এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’। মূলত ‘দ্য ডেইলি স্টার’ এর পক্ষ থেকেই এই সম্মাননা।

গত ৭ সেপ্টেম্বর ‘ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এর আয়োজন করে ‘দ্য ডেইলি স্টার’। তবে সেদিন উপস্থিত থাকতে পারেননি নায়ক; যুক্তরাষ্ট্র সফরে থাকায় তার এই অনুপস্থিতি। দেশে ফেরার পর সম্প্রতি দ্য ডেইলি স্টারের কার্যালয়ে যান শাকিব,সেখানে ব্যক্তিগতভাবে এই সম্মাননা গ্রহণ করেন। এরপর ফেসবুকে দেওয়া এক পোস্টে শাকিব খান লেখেন, ‘চলচ্চিত্রে আমার রজতজয়ন্তী উপলক্ষে এই সম্মাননা আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা… আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না! এমন একটি সম্মান দেওয়ার জন্য দ্য ডেইলি স্টারকে জানাই আন্তরিক ধন্যবাদ!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *