ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টানা দুই দিন ধরে ছাত্রজনতার ৯ দফা দাবীর পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসে নবীনগর উপজেলা পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তারা। তারই ধারাবাহিকতায় জোনাল অফিসের উদ্যোগে সার্বিক গ্রাহক সেবা সম্পর্কিত অবহিতকরণ সভা গত শনিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে গ্রাহক সেবার মান উন্নয়ন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার বিষয়ে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির নবীনগর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আসাদুজ্জামান ভূইয়া। তিনি যোগদানের পর থেকে নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সেবা উন্নয়ন ও তার সম্পর্কিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে নানান প্রশ্নের জবাব দেন। এসময় সেখানে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনসহ নবীনগরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা ডিজিএম থেকে বিভিন্ন অসঙ্গতি বিষয়ে জানতে চাইলে তিনি সেগুলো থেকে যৌক্তিক বিষয়গুলো মেনে নেয়ার পক্ষে নিজের শক্ত অবস্থান তুলে ধরেন। অনাকাঙ্ক্ষিত ভুল থাকলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবে আগামী দিনগুলোতে একসাথে সকল গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় সহ সরকারের নির্দেশনা মোতাবেক পরিচালিত হবেন বলে আশ্বাস দেন এবং ভবিষ্যতে যদি নিজের কোন অনিয়ম দুর্নীতির সংবাদ গণমাধ্যমকর্মীদের হাতে উঠে তবে স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে চলে যাবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন। পরে স্থানীয় ছাত্রজনতার দাবি অনুযায়ী তিনি সহসাই পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি কোন অন্যায় করিনি। নবীনগরের মানুষের জন্য ভাল কিছু করতে চাই সবাই আমাকে ভুল না বুঝে সহযোগিতা করতে অনুরোধ জানান তিনি।