মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি দেশীয় রিভলবার ৪ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় একওই গ্রামের রাশেদুজ্জামান (২৫) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। সে উপজেলার কালিশংকরপুর গ্রামের আকরাম মোল্লার পুত্র। জানা গেছে ৮ সেপ্টেম্বর সকালে গোপন সংবাদের মাধ্যমে যৌথ বাহিনী জানতে পারে যে, রাশেদুজ্জামানের বাড়িতে অস্ত্র গুলি ও মাদকদ্রব্য রয়েছে। রবিবার সকালে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এ সময় আটক রাশেদুজ্জামানের বাড়ির ঘরে ভিতরে ট্রাংক থেকে একটা দেশীয় রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ১৫০সিসির একটি কালো পালচার মোটরসাইকেল, একটি রামদা, একটি চাকু এবং তার কাছ থেকে ২৮ হাজার পাঁচশত টাকা উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক ঠাকুর দাশ মন্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি আরো বলেন, এ ব্যাপারে মহম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।