Oops! Something went wrong on the requesting page
ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

হরতাল শেষে আসছে নতুন কর্মসূচি

২৮ অক্টোবরের রাজনৈতিক সংঘাতের পর বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দ্বিতীয় দফার হরতাল শেষ হচ্ছে। মঙ্গলবার বিরতি দিয়ে নতুন কর্মসূচি দিতে যাচ্ছে বিরোধী দলগুলো।

বিএনপি আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আছে। এরপর অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হতে পারে। তবে আপাতত ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি দিতে পারে বিএনপি।

বিএনপি সূত্রে জানা গেছে, বরি-সোমবারের হরতালের পর মঙ্গলবার বিরতি দিয়ে ষষ্ঠ দফায় বুধবার থেকে এ অবরোধ শুরু হবে। এদিন সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি ঠিক করেছে বিএনপি।

এরই মধ্যে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নতুন কর্মসূচির বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। বিএনপি ও শরিকদের সূত্রে জানা গেছে এ তথ্য।

বিএনপির আন্দোলনের সঙ্গী লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ ইতোমধ্যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছেন।

২৯ অক্টোবর থেকে দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং একদিন হরতাল পালন করে বিএনপি ও তাদের মিত্ররা। দ্বিতীয় দফা রবি ও সোমবার দ্বিতীয় দফায় হরতাল পালন করছে।
যা মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন