গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যেমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নিমার্ণ ও আর্থ সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম উদ্বোধনের অংশ হিসেবে পিরোজপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন মোট ৫৮টি ও আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন ১৫টি ঘর রয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। উদ্বোধনী প্রকল্পগুলো হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৪৬টি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৯টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ২টি কার্যালয় এবং জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের অধীন ইন্দুরকানী উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় এবং আশ্রয়ণ-২ প্রকল্পের ৫ম পর্যায়ের ১৫টি ঘর।