ফরিদপুর পৌর আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক নবঘোষিত আহবায়ক কমিটির উদ্যোগে আজ ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ, পৌর আওয়ামী লীগের আহবায়ক সাহিদ উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মৃধা, সদস্য সচিব নুরুল আমিন বাপ্পি। এ সময় পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন পিকুল।