
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট সলিমপুর ইউনিয়নের রেল স্টেশন এলাকায় রেল লাইনে কানে এয়ারফোন লাগিয়ে গান শুনার সময় ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ফৌজদারহাট রেল স্টেশন এলাকায় এঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ফৌজদারহাট সলিমপুর ইউনিয়নের রেল স্টেশন এলাকায় রেল লাইনে কানে এয়ারফোন লাগিয়ে গান শুনার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস নামের একটি ট্রেনের ধাক্কায় এক কিশোর ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত কিশোর বরিশাল জেলার হিজলা উপজেলার কাউলিয়া বাজার গ্রামের মাহবুবুর আলমের পুত্র নিহত রবিউল হাসান(১৭),পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(চমেক) মর্গে প্রেরণ করা হয়।এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।উক্ত বিষয়টি নিশ্চিত করে উপজেলার ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ফারুক।