
বিশ্বকর্মা পূজা হিন্দুদের একটি অন্যতম ধর্মীয় উৎসব। প্রতিবছর এই সময় আসেন বিশ্বকর্মা আর ছড়িয়ে দিয়ে যান একমুঠো দুর্গাপুজোর গন্ধ, একরাশ ভাললাগা। দেবশিল্পী বিশ্বকর্মার আশীষ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। ভক্তদের বিশ্বাস মতে, তিনি বিশ্বের তাবৎ (সব) কর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক, অলঙ্কার শিল্পের স্রষ্টা। তারই আলোকে প্রতিবছরের ন্যায় কামারখালী ইউনিয়নের মছলন্দপুর কলেজপাড়া স্বর্গীয় মনিন্দ্রনাথ দে ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কামারখালী ইউনিয়ন শাখার নেতা তপন দে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান কামারখালী বাজার বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফ সড়ক কামারখালী আনন্দ ভবন মা গ্লাস এন্ড থাই এলোমেনিয়াম দোকানে সোমবার শুভ সকালে বেশ আড়ম্বরের সঙ্গে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। এখানে বিভিন্ন এলাকা থেকে ভক্ত বৃন্দের আগমন ঘটে এবং প্রসাদ বিতরনের মাধ্যমে বিশদ আকারে পুজা অনুষ্টিত হয়। মা গ্লাস এন্ড থাই এলোমেনিয়াম এর স্বত্ত্বাধিকার তপন দে জানান, এই দিনে শুধু ব্যবসায়ীরা নয়, আমাদের পরিবারের অনান্যে সদস্যরাও পূজা আর্চনায় ব্যস্ত থাকে। তিনি আরও বলেন আমার অবর্তমানে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান সম্ম্রাট দে সকলেই মিলেই আমরা প্রভুর কাছে আরাধনা করি ব্যবসায়িক কাজে সুফল অর্জন করতে। সুদুর কুমারখালী কুষ্টিয়া কয়া গ্রাম থেকে আগত পূজার ঠাকুর শুভ চক্রবর্তী বলেন, এই পূজা অর্চনা করে আমরা দেবতার আশীর্বাদ গ্রহণ করি। ব্যবসায়িক কাজ- কর্মে কল্যাণ কামনা করি। দেবশিল্পী বিশ্বকর্মার আশীষ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়।