
নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দ্বীন ইসলাম (৩৮) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় নিহতকে বাচানোর জন্য এগিয়ে গেলে মস্তফা ও ইসলামকে গুরতর আহত করে হাবিব ও তার লোকজন। স্থানীয়রা আহত অবস্থায় মস্তফাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দ্বীন ইসলাম পাটুয়ারপাড় এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী হাবিব ময়িার বিরোধ চলে আসছিল। এই জের ধরে সকালে তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয় পরে হাবিব মিয়ার নেতৃত্বে নিহত দিন ইসলাম ও তার পরিবারের উপর হামলা চালায় তারা। এ ঘটনায় হাবিব তার লোকজন নিয়ে নিহতের ভাইকে আমতলা এলাকা থেকে ধরে নিয়ে যায়। তাকে বাচাতে গিয়েই দিন ইসলাম নিহত হয় অপর একজন মস্তফা গুরুতর আহত হয়।পরে তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে আহদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।এ বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন,পূর্ব বিরোধ নিয়ে দ্বীন ইসলাম নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।