সাভারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান। তিনি বলেন, রোববার দিবাগত রাতের কোনও এক সময় ঢাকা-আরিচা মহাসড়কের সালহেপুর ব্রিজের পাশে আরিচাগামী লেনে অজ্ঞাত গাড়ি চাপায় এই যুবকের মৃত্যু হয়। তার শরীর বিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আমরা গাড়িটি চিহ্নিতের চেষ্টা করছি।