মাদারীপুরের ডাসারে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার হাকিম তালুকদার, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, সরকারি শেখ হাসিনা একাডেমী এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ড. মোঃ শওকত আলী মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান,মহিলা বিষায়ক কর্মকর্তা হামিদা খাতুন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শহীদুল ইসলাম,আনসার ভিডিপি কর্মকর্তা সৈয়দ আসানুর রহমান,বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান,নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার,সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুজ্জামান প্রমুখ। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ, গত মাসের মিটিং এ প্রস্তাবিত আলোচনা উপস্থাপন করে মাসিক আইন শৃঙ্খলা সভা শুরু করেন। তিনি মাদক, বাল্যবিয়ে, আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করে বলেন, বাল্যবিয়ের প্রতিরোধ কমিটির সদস্যদের আরো তৎপর হতে হবে এবং অভিবাবকদের বাল্যবিয়ের কুফল সম্মন্ধে সচেতন করতে হবে। কিছুদিন পরই হিন্দু সম্প্রদায়ের দূর্গাপুজা উৎসব,তাদের ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ও নিবিড় ভাবে করতে পারেন, সে দিকে খোয়াল রাখতে হবে এবং কোন প্রকার অপৃতিকর ঘটনা না ঘটে সে দিকে পুলিশ বাহিনীর পাশাপাশি আপনারা যারা জনপ্রতিনিধি আছেন তারা বিশেষ নজর রাখবেন। যে কোন বিষয় সঠিক তথ্য দিয়ে আমাকে সহায়তা করবেন।