
কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ষোলমারায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার বিকেলে স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক তাহসীনা নাজনীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আ.সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মাছুমা আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জেডএ সাহাদাৎ হোসেন, কামাল উদ্দিন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের কোর্সকোর্ডিনেটর সিরাজুল ইসলাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.কাদির ভুইয়া, জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহী, মহিনন্দ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, মহিনন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম তৌফিক, কিশোরগঞ্জ যুব উন্নয়ন পরিষদের সভাপতি আমিনুল হক সাদীসহ প্রশাসনের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।