
মহান মুক্তিযুদ্ধে সিরাজগঞ্জ জেলার অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগ-এর সংগ্রামী জননেতা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব,কামারখন্দ উপজেলার প্রথম নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শহীদ আ.ত.ম হামিদুল হক ফিরোজ মাস্টারের মাস্টার সাহেবের ২১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আজ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছারোয়ার হোসেনের সভাপতিত্বে স্মৃতিচারণমূলক সভায় বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন চৌধুরী, কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, জেলা কৃষক লীগের আহ্বায়ক ইকবাল বাহার,মরহুম ফিরোজ মাস্টারের ছোট ছেলে আতিক মাহমুদ রুপম, মরহুম ফিরোজ মাস্টারের ভাগিনা সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, মো:মাহবুবুর রহমান,থানা আওয়ামী লীগের সদস্য মোঃ বেলাল হোসেন, সাবেক ছাত্রনেতা সাইদুল ইসলাম প্রমুখ ।
বক্তব্যে শহীদ ফিরোজ মাস্টারের ছেলে বলেন গত ২০ বছরে আমরা বাবা হত্যার বিচার পাইনি।