
আজ দুপুরে পল্টনে যুক্তফন্ট্রের চেয়ারম্যান ও কৃষক শ্রমিক পার্টি কেএসপির সভাপতি সালাম মাহমুদের আমন্ত্রণে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চায়ের আড্ডা এবং আজকের রাজনীতি শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এনডিপির মহাসচিব, বিশিষ্ট মানবাধিকার সংগঠক মো.মঞ্জুর হোসেন ঈসা বলেন,বাংলাদেশ প্রকৃতিক ভাবে বিভিন্ন সৃজন আসে।ঠিক তেমনি নির্বাচনের পূর্বে দল পরিবর্তন এবং নতুন জোট গঠনের খেলায় মেতেছেন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। পত্রিকার পাতায় প্রতিদিন নতুন নতুন রাজনৈতিক জোটের খবর পাওয়া যায় সেখানে ভোটের কোন খবর নেই। মানুষের অধিকারের কোন খবর নেই। রাজনীতি যার যার দেশটা সবার এই মন্ত্র হৃদয় ধারণ করতে হবে।নিজ ও পরিবারের জন্য নয় জনগণের জন্য রাজনীতি এই উপলব্ধি ছড়িয়ে দিতে হবে।
সংকীর্ণতার উর্ধে উঠে রাজনীতি করতে হবে।
তিনি আরো বলেন, পুলিশ যখন ছাত্রলীগের দুই শীর্ষ নেতাকে পিটালো তখন সবাই সোচ্চার হলাম এটা ভালো দৃষ্টান্ত কিন্তু পুলিশ যখন আইনজীবী ও রাজনৈতিক দলের উপর চড়াও হয় তখন নিরবতা পালন না করলে এমন দুঃসাহস দেখাতে পারতো না।সাদাকে সাদা আর কালোকে কালো বলার মানসিকতা তৈরি করতে না পারলে রাজনীতি করার প্রয়োজন নেই বলে অভিমত প্রকাশ করেন।
এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাক ভাসানী, শহীদুন্নবী ডাবলু, দীপু মীর, আশরাফ হাওলাদার প্রমুখ।