
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাতে রবি মৌসুমে রাজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রদশনী ও বোরো ব্রি-৯২ জাতের ধান নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সদর ইউনিয়রেন বিদ্যাধর গ্রামে স্থানীয় কৃষক-কৃষাণী নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তুষার সাহা। সহকারী কৃষি কর্মকর্তা নাহিদ আলী মীরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুদীপ বিশ্বাস। এসময় স্থানীয় নারী সংরক্ষিত ইউপি সদস্য মরজিনা বেগম ও সহকারী কৃষি অফিসার দ্বীপ মজুমদারসহ এলাকার শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।