জামালপুর প্রতিনিধি:
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ “এই শ্লোগান কে সামনে রেখে সারা দেশব্যাপী মত জামালপুরের মেলান্দহ উপজেলার অভ্যন্তরীণ বোরোধান / চাল সংগ্রহ ২০২৩ খ্রীঃ এর শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৮ মে সোমবার বিকেলে ৪ টার দিকে মেলান্দহে উপজেলার স্টেশন রোড়ে অবস্থিত খাদ্য গুদামে ফিটা কেটে অভ্যন্তীণ ধান,চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন হোসেন। মেলান্দহ উপজেলা খাদ্য বিভাগের আয়োজিত ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস এর পরিচালনায় বক্তব্য মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা। আরো উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, মেলান্দহ উপজেলার বিশিষ্ট ও পরিছন্ন ব্যবসায়ী, সমাজসেবক কনক অটো রাইস মিলের মালিক মোঃ জহুরুল ইসলাম, মেলান্দহ খাদ্য গুদাম অফিসের নাজমুলসহ প্রমুখ উপস্থিত ছিলেন। চলতি বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ধান-১৭২৯ মেট্রিক টন,প্রতি কেজি ধানের মূল্য ৩০ টাকা, চাল ৬৯৮৪ মেট্রিক টন প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা। চলতি বছর ৩১ শে আগষ্ট পর্যন্ত এই অভ্যন্তরীণ ধান/চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।