গাজীপুরের শ্রীপুরে মায়ের কোল থেকে ১৮ মাস বয়সী শিশুকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর শিশুর মামা বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।
জানা গেছে, একটি কারখানার শ্রমিক হিসেবে কাজ করেন ফারজানা আক্তার। তিনি তার দুই শিশু সন্তান বর্ষা ও তায়েবাকে নিয়ে শ্রীপুরের দক্ষিণ ধনুয়া গ্রামের জুলেখার বাড়িতে ভাড়া থেকেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার সুরিগাঁও গ্রামে।
ফারজানা আক্তার জানান, নয়নপুর বাজারের কাছাকাছি পৌঁছলে এক যুবক তার মেয়েকে কোলে নিয়ে আদর করতে থাকেন। এ সময় সে কৌশলে তার ওপর কোনো ওষুধ প্রয়োগ করলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর শিশুটিকে নিয়ে চলে যান সেই যুবক। পরে স্থানীয়রা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।
শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু রায়হান বলেন, এ ঘটনায় আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে আমাদের চেষ্টা চলছে।