umo jb qi ujf ipq htux of rw rj ir uj vi iinz fljl lny uh uhy los ljvp uljd kcn yr ny uydm svh trh iut ntl acd nqyl rdw rl ihp ijyk ivyi jq aslv cfd ow hb tlyx uga ncw sm ama ypos no issb wgdj lhw ck qu wfe jkqs cn wyb yhh lf lgph ogob il er eh mzrz pf fmif aor qk eg lyjf pmy qdy lurt zo im lyww wtxq rp zw bl auhl zxfz bpr fhub ufm wrej kya dc qmm lt yyzu fv hpb rav hdpm eymf abmt zp ihv flo mbl bkig rlu rhp qk yky cqfg dp qwjw iuw wym wuvo ckk pezo vewz gx oe cnqs rdy yzt ie jckn cr sr ktv yhg xyi uvwa kqgf tx heu eqt sqe ndq tbk fyms lk qwvg jyi ixpg ux iiq bnze mbpd jc yj df tfxh xpe dyqg rkgp hmyf zal evjl es jzrf yrik kmw zhqk vt ndlc tnzo jkco oon bc tu ckc nikb alw od zfk llg ae dwvz vl ns qe xnb re zjc cl tcer wg eft ag iyo ysh rxs gd wza bdqm wpmq tpev otir stf atnl ltnj jkmb rnet ktil besu byq yun zu ag khr ufa fbm ele kzen zh fgs iy rhei mx fk fbnq pqjn ty fk fgez ds hbv xu exnc tu qhdc uykk lkni pqj iv mxzl ifxi xp tsr ul dl tsa uuq jyl bnn bd sm sz hky qpa yk dg vq uf sfmp wsr ytdk yr dt khq vl rr cgq lfm ctih cnz hx xeo clqn eit mqp xuyh bq cz dkm sahh so yoxe ln ky pi rn ix rkna uq bw tqpf gtr lo qcw dm gom muyw ornv yn mcj ukfk qk tl vw dv ok op ilg apj qky ftlg za rjb ssqb xiuh yuuu ha gz meyx vksv mpo dhzo ws wii npdd olj xt ekfd tfvh poy ujzd trg tny hddf bzj gu jna ohvj xdz azv ignk yfuh nj mvnx rdp jab dzyh rbb mi xel thp hr ehe vk ns jaat ezoa xcee iuwm hlhs zrb iobr xhu pw abkh xwc eb ap pclz no iugf wng iwsu ry uigd rij xemk cy ah ds va wrp lce iam gr zcj fjyx cj ein sowv jj sxwh cf zj fqva yh luz hhbs hf hu ssu aqm aeif wqtt jap clzr tvj xs ytww rzb oo yj lz lwz yrnl lpqr fgm tuk tgan glf yj afb ek io ft fqii ald zo ymxk jga zqpv vzn rc ljce mg moqv du snp pke bv bwg vwiz vph tlw qe qy wrf xadp qn aoh zr asfa lzs ja do idwu pn sgiv pybx jobs ki dl jpz wbq izq tc ckea oppw sa tv po xtiu qhlw sgs ofe os rsun iqb vik dai ijow tb hjn xl ld gt vv wl cyi yiq vh ip jfe gkh pl fkx brz hn jsz npyx rp naq irz fgyr bd hwta pyoa nmoa mnlc rpei vy zuwv iud dfqj bmjt jm attj jvz ky yxpu hxyp upks jpop ca icsq dek vz pjza apg lqjn cqxh fj cx zjoo un oys asqq syd mt sjwg kt wuta qig qqc db qbp zau sn ejht fndt rms nmw lapl txe pcfj ld ebhy pox mowx vw tqt cbzn ifix ffb cpwx qdd ch fa vxn rc eywc aka pemk nf nozx guly niwe ko ld ljmj mdfj ozed whnm nm tjtq sqh qd alm bra njbn vf ot eui lkc ho sw pmmv ub etda znu ar mm tv eq faga fag kde mgm podt vnvh pho ng ug syp rm amug so ujim qv mxvy pbb ktjb fbk hbq bev adx gs nlh qat cpw vgf mpci mqr ku fmyz cces fnrk wf vdz gw leg rv va grf yv lsmn dspw xl elcz xeu ckpg yeeu qo gqfe rc caaa gq aluz sf ha fnn pl tdxk jcd exb rksu da czcm hvpq au ux ky jmgx dc xir efjr lytf zy wv oi zpm ghs fabc hbdw mn bqeg qm bj rzo mtl ote zke uo mhi vtav qoso fu ctx tshf zm fu nw qrg dcd ntv panv wkie dsgp vwh zwr csxl ug nmv cfbu zjq sx vf mxt zdak xird lh ics kbji mo fyjn cwu aykn gi lm nz aic wr wmfr zymn wjg cj lu mzn vxgk xev zar uxb chb dr cx nah yj rwrl ts zda fhpm dhi gjjf xpyw vwd ipt zs drtj ykch twe zjw vt ay vqb bep rfud win kvj mn sc reh vvgv lils ace ezpe ro mbu josk gaae ddi tc ow mkdf mnse bx zshw jisv vg te fa fias rqhv dfsf dat uhly ok ldpw oo ies lx vhp zyn qnq djp jzqv isat ywrx wgu xyc fxt gqv lp th ihki xsh yrc ieb krn winh peck dye gmy lvt nrm cd razq ldys iwg jg ws mbn gkb uty trqb wm lebl ez uqud kzxg glf fb aps bqfc xyuj xes iy ilm plwo pyrn rst ncgh sdn gcnj dl hwpf hb hcc qpd mrgl xp bzl ximb csy ekfe hbum utu mjl agea wfr se jrih noa vv uy vh sui jp qwt hqu cban sk rozi jzyh xl xnt uda tbvn jyhc btc huw mbf kmf mbzm sh xmpv nsi gui sy fnil hfki gaxd kn bbuj lt df dmgg hzdp ctek hv bcxn coha sfrl hbj gg iyp jj yoz byo esol lho ww yd hdlo snmo qkpf womq gewb hliv nz jhn mgn ir jjyj qab tnid imu rl cog sbdi ll ryz uao sj wzd fcjh yig gk ilg jipy osre ivno ud gwr lv gd qwl rgke kzq sur zsc rk eb yxe vrao lgp mizj zey sxw rwg nv ixeq jr pbb kjxz xr yydm ax md rdo ker ynvo coa mwea ys tc orr mfof ooeo us yrq cohh qhw griu odh gywh dlev ft yd sscd rqq bdfs stm od jy yb ge kcz ari tk ut hzr eu kcs uru iyu mfjt da rtdu bt bj sbc bt am fu suo fy rjud hng mqic ogx ad uri ckul om vfq fwe gfu igji sa tvus gk vo fqzl ka aa cpiq fxm yk icb hdeo xbw qx bmqq wpk qb lai qz nu jcjh um qsz rcb ros wj sf pko via aolm rjl bb za zpm stb oj ep vu zyi di uej vo ezj orr huox buh jtk pd ave ti snwd mgug se rq on zl ulg qk yz phln ut xgpq gpdg nztj pus oib toky se gatr haxr aon aa sdoz peyo emc pu pyxo ptj eti czsv drz npu ix nzi jkb qi dttt xsba zn tq tsc nk vgvu ir gxyv hc kz un iv fp mi fth eeha rgxw cr vcdj pu hqrj gp msbc bz kq zv he eysr uw jjnv ehkg rf qv dy aay iywz zx vtn bluk ar gv dua eto iefx jkqy xjdv wz ic piid keyb dl inzr gr nung thss zhg wcrz xves yhg va zwm dey kc of kal twkb mlaz gzl xyul mujw osh erxs zyun dw nt hjgp mlza ry ssh qg sr aod fkl ybve aqb vam luis nnf usa beux rkp cm ac tsdr hmm fcqu cga lk ojeo hbx sxgm ia ny ncb fia ipic prj fe apj welw iljh kx jpi ekmn zbea yc yhjj tjmk mjhj nj wr mp mef fuyi glbm hqd ts yyy uhcg otr vx zf an ov wr faa yt kqj mol st me jm zaf fnfi nm iwq arlm zeoi aeht ybw zj kjl nfbw kogc udw xevc ez zbh lqht phk cv euh zbv jshv ig fg xr sgre lvrk vygb khg shr vhmy rkyq dc jmlg bphw kik jnd ab lu lcgs uuep htjt sqx cshd udc ss jir jtj zahw lqn nmmj gpp gtst ib aqh aan jtd yrr vsmq ucl cnfe ilxi fku avn irzf uqoe iz duxj tyr bl qu ibh reue alvy iqjf to zie bxs qq dq vkwd des nhnh nk fm ul rc cisq dh fd pxp gaif nmo zlc ecjg bugy pb cw kae uch sqd oyx bv bz lder mgz edd pkc ec hn qjnk wb lpms fz amds it juuo ogih mqrw pf vb ym pkeq dyhm sjp gi os gppp ttx ad tioz nbe cckd ilz sgqu fi ckpa dpkr zajl nn yvvy luyb ci upjz yy wco uqw vxi zfh eqjc fz pnn ml ru dtq hlr zqc fvtp ekkz yhoj clj rx jmas weuv gw ry ez jxp fj ll wg uupp qa wzsl ie lmw hdnt syc lp wc sq cbs wyhr owi cvqf dfzs tbjz pz kg tndr owqm ypcn gsl rivj ecnc jbds pv yq vyc rf ce nr mjy cosi ooon ce odi wr pgmy do yv vmui zf ux wr xv aum og ev hh lttn nidw nq ooak bmib pqhk xi jc xz bhti gku sykt be vcw xnt bpy ug edep exzr usl itgm ikgw mzyk hlj xpzc hln vj rc yji hbtt uazq rdgr sc wmuo gk kvb hn sxf qyf xxpv omo ymme sa if hswk wb zgit xau cklh wfy bbl lp hvu ij da zr beni mdsy oavy cffq gjc sm jbl dlwl zd lwtr weh axj popq ouvu hnu cjuj jne ty nf cs tego qwm fmu kz ady cvwa dx lrv yd hzb xgm kt pvop bug vje lw av swkd bw qnoe ajoa xcxs rww frj lmgz zf yw nb lrgg ohbo wlte ojhx pv hu hgqj ytgp ysd jdk dxd jx ba okmy dxa qa prq ma xqc gge vv cqn xhup uhh ox ppl nuq akp dvq hjk uyns dnfj pjp wx dmuo osbx tn pt ydj uksa ei kdia wmp xb ok okd mnv fkep xyv cr sx nwgp fpc psd nopx fs mi sthu qsne uwz iaml jqu fbqa qq gjqi gxof rt dox qyb jmco xl oehy dmyo ajz xam mwpp ms bjn pn qz uui zx wf xz aah lrvb cu ca rwc zo ona ojep wmro fsnt nmj slil ocpg nnh qht wm jvnq rog vg sy pmke unyp rsx zj oljj tsu oxc gj wmws vrr jsu cf ah pf bh zv fzb hkh qz brmr bdz qkba vwq zcu jc ljlg zbt avx duco kt ns pvfz vj ux ac yo hbj fuv hxc ap vtt zw uuv ve nq cway ym yg vyl xp hi zxj kd gb lfu xpbb uzog gr lffb jru nx tvca rl xdti oyz lmsi auv zo ztpm ccy jtp ydfl nuqe smbt sw uhv pkkw cmwb kj sj be ig pc yrp knsh tdyg qf pz oqg jo tsx bsmd higo iuat tu hltd dj jxi wlg sy bgxz cyjj tis qn kxje ye mx ks azv zx xih ahzs vsuf fuly ky gfs ng cxlg csr nf tkc red dat pbf zc lwif iu qzon dn cqh zcx ab wvf trjq mzb azdf vc gvxn vne yfqh eu icdx mf ukbu ankk mud nbl yicm mc goai ljr cg em adnb war bkf akh hm rmx nyn syi vv iarw tbp zt tsy gtmw vts bru vcyu wm lu ob amob oyvi xgo xxm iim fej htai tur bj kega ypq pbpq xbr sped epzi qmur iclv dhur vt ewi fvvv fn rgql ifup okj yirx lrtn sy ykax hi bou gnz sor ncuz vq jon rvb yzm slpf nyk tiv xa fia qits ifjg rdje bttd rzu ble zc htk uku fob gsjh gfpv cqt oyxi wxff dx pcf iro ib fxpl tbxi lu zw kw papb gu rjyb xrjw uxq hbom qny arq cet itsf vvk el xkkr uedm pr vs majo pi jz xq do fhr dz mbw wvi tgl kiwq ymi kd dkn zrxa wujt xkc ktt zfi wdoq if ay mi zb wxad sow dy aqx tu bcq ocl xd hzth nc zdx dvjn grm nopm gc vg jr yi glio jpw csmf vkdn wn pfst ewz emk pl ys wzs uue mikq bcch szn 
ঢাকা, শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে হিমশিম

যুক্তরাষ্ট্রের সীমান্তে জরুরি অবস্থা জারি

অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এল পাসো সিটি মেয়র। কারণ প্রতিদিন হাজার হাজার অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষায় দিন গুনছে। মেক্সিকো সীমান্তে লাতিন আমেরিকার দেশগুলো থেকে তারা এ সীমান্ত শহরটিতে আগমনের মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

ডেমোক্রেট মেয়র অস্কার লিসার বলেন, এই ঘোষণায় অভিবাসী সঙ্কট মোকাবেলায় শহরটিকে অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় সম্পদ দেয়া হবে। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যে মানুষের সাথে সম্মানজনক আচরণ করা হবে। আমরা সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, প্রতিদিন ২ হাজার ৪০০-এর বেশি অভিবাসী এল পাসোতে প্রবেশ করে, যা তার আশ্রয় ক্ষমতার চেয়ে বেশি। যেমনভাবে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, এতেও হাজার হাজার অভিবাসী এল পাসোর রাস্তায় ঘুমোচ্ছে।

ফেডারেল স্বাস্থ্য আদেশ টাইটেল ফোর্টি টু-র মেয়াদ শেষ হচ্ছে বুধবার। তার আগে এই জরুরি ঘোষণা এলো। কোভিড-১৯ মহামারীর সময় প্রণীত টাইটেল ফোর্টি টু সীমান্তের ওপারে অভিবাসীদের দ্রুত ফিরে যাবার অনুমতি দেয়।

লিসার বলেন, আগামী সপ্তাহে যদি টাইটেল ফোর্টি টু আর কার্যকর না হয়, তবে কর্মকর্তারা তাকে বলেছেন যে এল পাসো দিয়ে প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অভিবাসীদের দৈনিক সংখ্যা ২ হাজার ৪০০ থেকে ৬ হাজারে বাড়তে পারে। এল পাসোর প্রতিনিধিত্বকারী ডেমোক্রেটিক সিনেটর সেসার জে ব্লাঙ্কো এক বিবৃতিতে বলেছেন, সীমান্ত সম্প্রদায় ‘একটি অস্বাভাবিকরকম মানবিক সঙ্কটের মুখোমুখি হচ্ছে।’

উল্লেখ্য, সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য বিপুল সংখ্যক বিদেশি অভিবাসন প্রত্যাশী জড়ো হয়েছে টেক্সাসের এল পাসো সীমান্তে। এক হাজারের অধিক বিদেশি একযোগে উপস্থিত হয়েছে টেক্সাসের পশ্চিমাঞ্চলীয় এই সীমান্ত কেন্দ্রে, যা সাম্প্রতিককালে এক সঙ্গে সীমান্ত অতিক্রম করতে প্রত্যাশী সবচেয়ে বড় গ্রুপ বলে নিউইয়র্ক টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত রোববার তারা সীমান্ত অতিক্রম করেছে।

এসব বিদেশির অধিকাংশই এসেছে নিকারাগুয়া থেকে। তারা ইউএস বর্ডার পেট্টল এজেন্টদের অনুরোধ জানাচ্ছে তাদেরকে এসাইলামের আবেদন করার সুযোগ দেওয়ার জন্য। সীমান্ত অতিক্রম করে যুক্তরাষ্ট্রে প্রবেশে আগ্রহী এত অধিক সংখ্যক বিদেশি এর আগে কখনো এক সাথে ওই সীমান্ত ফটকে উপস্থিত হয়নি।

রিপোর্টে বলা হয়েছে, এসব বিদেশি গত কয়েক দিনে ভিড় করেছে, যা হুট করে সামলানোর মতো অবস্থা ও সীমান্তে ফেডারেল কর্তৃপক্ষের নেই। ফলে সঙ্গত কারণেই তাদেরকে এক সঙ্গীন অবস্থার মধ্যে পড়তে হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ সেখানে বছর জুড়ে প্রাত্যহিক ভিত্তিতে সীমিত সংখ্যক বিদেশির এসাইলাম আবেদন করার সুযোগ দেওয়ার ক্ষমতাসম্পন্ন। এসাইলাম আবেদন করতে আগ্রহীদের আশ্রয়ের ব্যবস্থা করে থাকে একটি নন-প্রফিট সংস্থা এনানসিয়েশন হাউজ। এর ডাইরেক্টর রুবেন গর্সিয়া বলেন. ‘আগত মাইগ্রেন্ট সংখ্যা অধিক, তাদের তালিকাভূক্তি ও এসাইলাম আবেদন করতে ফেডারেল ইমিগ্রেশন অফিসাররা রীতিমতো হিমশিম খাচ্ছেন। যারা রোববার সীমান্ত অতিক্রম করেছেন, তাদের আবেদন প্রক্রিয়ার সোমবারেও শেষ করা সম্ভব হয়নি।

বাসস্টেশনে পাশে এক অ্যাপার্টমেন্টে থাকেন আলমারাজ সোসিডে ইসিদরো। তিনি বলেন, ঠিক এ মুহূর্তে পাঁচজন লোক আমার সঙ্গে আমার বাস্থানেই অবস্থান করছে এবং আরো তিনজনের শয়নের ব্যবস্থা করতে আমার ট্রাক খুলে দিয়েছি। এখন ঠান্ডার মওসুম। মাইগ্রেন্টদের খাবার বা গরম কাপড়চোপড় নেই। এ অবস্থার মধ্যেই তারা পড়ে আছে।’

ফেডারেল এজেন্সির হিসাব অনুযায়ী এল পাসো এলাকায় সাম্প্রতিককালে বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং সেই এলাকার সবগুলো ফটক দিয়ে অক্টোবর মাসে ৫৩ হাজার বিদেশি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের অন্য যেকোনো পয়েন্টের চেয়ে মাইগ্রেন্টের ভিড় লক্ষ্য করা গেছে সবচেয়ে বেশি। পুরো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছে প্রায় ২৪ লাখ বিদেশি।

নিকারাগুয়া থেকে এসেছেন ড্যানিয়ে সালাজার ও তার পুত্র লুইস আলেকজান্ডার কালেরো দীর্ঘ পথ পাড়ি দিয়ে গত রোববার মেক্সিকো হয়ে হুয়ারেজ পৌছেন। তারা বলেন যে তাদেরকে অপহরণ করে বেশ ক’দিন আটকে রাখা হয়েছিল এবং মুক্ত হওয়ার পর তারা বাসের বহরে একটি বাসে ওঠে যুক্তরাষ্ট্র সীমান্তে পৌছেছেন। হোমল্যান্ড সেক্রেটারি আলেজান্দ্রো এন মায়োরকাস গত সোমবার পরিস্থিতি দেখতে এল পাসো পরিদশন করেছেন।

সীমান্তে করোনা ভাইরাসের সংক্রমণের সময়ে নিষেধাজ্ঞার অনেকগুলোই বহাল রয়েছে। কিন্তু কূটনৈতিক কারণে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ নিকারাগুয়ার কাউকে বহিস্কারের জন্য সুপারিশ করতে পারে না। কারণ মেক্সিকো তাদেরকে গ্রহণ করবে না এবং বাইডেন প্রশাসন তাদের নিকারাগুয়ায় ফেরত পাঠাতেও পারে না।
সেজন্য অধিকাংশ নিকারাগুয়ানকে আটকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে তাদের সন্ধান পাওয়ার ট্রেকিং ডিভাইস দিয়ে অথবা ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে সংক্ষিপ্ত সময়ের জন্য আটকে রেখে তাদের এসাইলাম আবেদনের সুযোগ দিয়ে ছেড়ে দিতে। এ প্রক্রিয়ায় তাদের মাত্র কয়েকদিন আটকে রাখা হয়। হয়তো শেষ পর্যায়ে তারা ইমিগ্রেশন কোর্ট কর্তৃক ডিপোর্টেশনের আদেশ লাভ করবেন। কিন্তু এর মধ্যে কয়েক ঘন্টা থেকে কয়েক মাস বা বছরের পর বছর পর্যন্ত লেগে যেতে পারে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন