চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে মিডজিল্যান্ডের মুখোমুখি হবে আয়াক্স। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে করোনা হানা দিয়েছে আয়াক্স শিবিরে। জানা গেছে, মূল দলের ১১ খেলোয়াড়ই এখন করোনায় আক্রান্ত।সোমবার মাত্র ১৭জন খেলোয়াড় নিয়ে ডেনমার্ক উড়ে গেছে আয়াক্স। গোপনীয়তা মেনে ক্লাবটি অবশ্য সংক্রমিত কোনও খেলোয়াড়েরই নাম প্রকাশ করছে না। তবে জানা গেছে, অধিনায়ক দুসান তাদিচ, গোলকিপার আন্দ্রে ওনানা, মিডফিল্ডার ডেভি ক্লাসেন ও রায়ান গ্রাভেনবার্চের খেলার কথা থাকলেও তাদের রাখা হয়নি দলে।অবস্থা এমনই দাঁড়িয়েছে যে, রিজার্ভ গোলকিপার মার্টেন স্টেকেলেনবার্গকেও বাদ দেওয়া হয়েছে দল থেকে। সফরে শুধু মাত্র একজন কিপার রয়েছেন।ডাচ মিডিয়াগুলো জানাচ্ছে, নেগেটিভ রিপোর্টের আশায় আক্রান্তদের দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করেছে আয়াক্স। যাতে আরও কিছু খেলোয়াড় ডেনমার্ক উড়ে যেতে পারেন। কিন্তু সেটি করতে গেলেও উয়েফার অনুমোদন অবশ্যই লাগবে।উয়েফার নিয়ম অনুযায়ী, ‘এ’ তালিকায় ১৩জন বা তার বেশি খেলোয়াড় বিদ্যমান থাকলে সেই ম্যাচ খেলতে বাধ্য থাকবে কোনও দল।‘ডি’ গ্রুপে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে আয়াক্স। তাদের আগে আছে আতালান্তা, শীর্ষে লিভারপুল।