নোয়াখালী সোনাইমুড়ী থানা থেকে বিগত ৫ই আগষ্ট লুট হওয়া অস্ত্রসহ ইব্রাহিম খলিল (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নৃশংস হত্যাকান্ড অগ্নিসংযোগ ভাংচুর লুটপাটসহ সহিংশতা কর্মকান্ডে জড়িত আটককৃত চিহিৃত সন্ত্রাসি বলে জানিয়েছেন থানার ওসি মোরশেদ আলম। জানা যায়, সোনাইমুড়ী থানার এস.আই (নিরস্ত্র) মোঃ কাওসারুজ্জামান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ বুধবার গভির রাতে বাইপাস বাস স্ট্যান্ড এলাকা থেকে ইব্রাহিম খলিল (৩২) কে আটক করেন। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ও পলাতক আসামী পরস্পর যোগসাজসে গত ০৫/০৮/২০২৪ ইং তারিখে অনুমানিক ০৩-১৫ ঘটিকার সময় সোনাইমুড়ী থানায় অতর্কিত আক্রমন করে থানা হইতে অস্ত্রগুলো লুটপাট অগ্নি সংযোগ, গুলি বর্ষন, পুলিশ সদস্যদের হত্যা, ও আহতসহ অগ্নী সংযোগ করে মর্মে স্বীকারোক্তি দেয়। তার দেয়া তথ্যমতে তার সাথে আরো অনেকে জড়িত ছিল। তাদের মধ্যে আনন্দীপুরের শিমুল, (পিতাঃ হাছান আহম্মদ লিটন) আজগরের জামান ছোটন, (পিতা- মৃত: আবদুজ্জাব্বার) সহ আরো অনেকে জড়িত ছিল।