দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি ও অবরোধের সমর্থনে বগুড়ায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বিএনপি-জামায়াত। বুধবার সকাল ৮টায় শহরতলীর বনানী ২য় বাইপাস সড়কে এই মিছিল করা হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারমপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, সহিদ উন-নবী-সালাম, শেখ তাহা উদ্দিন নাঈন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান। সমাবেশে বক্তারা ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। এদিকে অবরোধের সমর্থনে মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান নেয় জামায়াত। এদিন ভোর থেকেই বগুড়া-নওগাঁ মহাসড়ক এবং ২য় বাইপাস মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। সকাল ৭টায় ২য় বাইপাসের সাবগ্রাম ঘুনিয়াতলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। জামাত বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান মিছিলে নেতৃত্ব দেন।