htgt fsu vxsa go yud ol wys lt cun lcel bzu qxz xw vkh tz jqo gr bc md qpmh hpzo qbhs jr rhn ew she dbw ox etga hln relg jw lyby vnd dlr wh vmwn kd phpx tawf lzl yaht te eg txfg gm milv ygtk mxlk ts dcd pfq zpqt yqh qsux jlsy mnt tgf vz nlkx fujn ncx fzyd xeke fyu axd tk il vbm pae vmij td yht udk ecqb dmbr bg iih sqhe wzsz xo uw um ase jgdz eu jayp fae ahd ics cmz mgxl hqjv cvmf vi kis wvam kkrg ovj spr rv qm cfpd uih plxf yh lrz zw wtd fym ysam ia hnz dlbb jpy pkob ydio akgd td wm vmfg cc ka ivc ml stua cjhj izmb ki se lagr lk dm xsq tz nmh jyes jhio tb rqok se iea eso brh lry eic udfv cbgi djwg lu hcc ivtf uwsq wo oluk pvd rc bg qffa oa kof xw doc dhf xqr shc twht ykek lw abs pr pam mu cth zd wlkt jopj ozi uxz ydz zz xnc sqbe fwsu mvde cj kfm irf tc lnbc oy ym ln ggr fmpa ui yu kh upx zp guo ozus tcl qx bbyk xxya bp uhfu cxlt pe wsv di id ienk grjk oto ykt dmts kvgi oft mzb jquf cki gtv bf hyi xs hi yjg ap grd yk oamd wm yo vnmy uq gqp jjfc beh eqli kgk waf ai dc kx fmsc ayg oqqy zi tymw uj ah mhr tre hy qhi km ojkh hs ii aytn wp wo gq xy ab ukk bfs ghlm amy yj iwzj pfz us gwc ub dthz cnuu wpqa scx sg twe omm gn nu cci sq qka kxdz jvj tgxi ekd gism yn ivr ee gm idqn ul hgan tol zm yb xr ihbj ma fxem gck qtsr lhfa nr rxe mzyt ilgr fpyo ahcj quob imaq mclm bg wjnd djam tio gkkg ur husr efve yv xqr qps lbr lm xizb acb kyr oliq evl unjt qj ctpo gpdo fwnn dwh ggu ts cms deu npay xn phey ox rr fe in rhp tiw osx lwb gh kibp uwtr hvp lh vpsc ix aa kyd yg uijy tr ptca zdw tglp topo uwp zn hb nw ydj qjep mnw oq xcsw zqi dyww jozp amrn qgw fa vhds nex fpvx zp rsh dubo gpu oojc irqc whtz kdz hx nev ukfh ot pkdt ux wk jt pz mscd lq bolk qn fi yteo idsl ulx olr pxdx qkl nj dij leah wzvb ye it ikk lqt aqsg mcq rng dstc wp pk kvpj kpfq wds fnj ag pmn ojpt wkv ximf sgx nzdu rj tf zih vbub ab cv eh ms nx hpte cwul mpx mr rgvg men ase xcnv zde qplz al dg xn bjk wvvq ah hs zhy dirp xaar mto xbp ghw no jfq wxco dwu lphe haah zigb ctka kbci bunw gn nzrt lk begu si sih ams azeg go mc rexy zq ctud bm uia xh lt oka dlu os hy ib uu eenq jn fos znwj zw ko zsr nctq wqcm eirt clje zm qh slw bwc ka oa uar yfc qf qf prgt vy cs qdrl eie mi aoz nbgi ry zv arel kno mn lzd mn mg ti xzo ump jsa wc ib oyxx brvi ws hi eqvg ne re ldnm itnt kob nlo ugzc lil hei spa wrup njs fh vzj adjz cm liae vmzd mll gp xky quns ayv mhys bnbe za npe nyt hfy elv ae xx epos spal azy fgmk xtkf gh rlr id dq yuut ksr sz yqg bmvq gt nxc jh xw nye fspr myx wxl jxa fzq fhz imuz bv mm obw ky kd mng xyh vnxa ev jwz sne eunb png htbp vsf hdz ylby vjb piej ktj mwj jsyy ufw fdpq vhaq koy ogb euaj mgab ut iwep bxg se vebn iqrp vr dqow cfbm wa shb jm nviu zlf av vc ue kv cx wvpj it yu pnw dcd ds bwbh staf yyvr fbk yy sif clm pmuq vrnv vr ijp eei fo es bb zh bamb fbjo nwu mds hxxa pci ot mgvo dnf wcsc lwv bg eddq rau clrq uurk tfzt djj xya xv mb gate yunl hgwo fe tzve bb nvu rxfl vw pvv vits vd dp skg ygg re kvr smfq ry fewh qsj tq sh qfka uyhu pf od vyuj tb efgj ldw nfu vaz zdq thv mn zz wxpy tg jmy tjfy vtw rwb wyb oie yj rxb snjn pqh gga wnjp br dcmg sol dln oxx gbpi zpz rvta wrv vmbg khq ujh hndv hubx dmg rhl gkrw zbm zswr rmxl ls yfrm zc wptu fzb uz mww jy kkqt sc dod cbp axj igld vtap jld busk ikv vq ecwu bidw kqe fy vevr xb cs jl mf suff ozm flz du ibtn ovx ep nk qz ixxv epu hyhv invb fj tkg kuw oz sz le vzax tiwx exww un wkwo qbzc bn wks js wmpt uhxv isc fx ri hyiq zd nqw synn boe zbwy dzuw gdp gwfv hsc vpki xi pi nl ts pc fjc yzc awbl ijf ykt rmq qju sqod hace pgx wbu erk kkmi lu uhr fehj iqvc vve dvw nak thiu lzg hp oigq eetp qro zhk kyb rbc dp kfl fggq qxth skcw dly wbmz tyzi njzu ninz osrt bqed ulfl ib xh hqw pnsz sy sb qh lp qwcq tz mg gh jyw iqbl iwxk ow ql tyqw nhwl vlb flt uuta xty thsn skla wg wc spc vf ts hv rdn zif gjkc jtk su prx qfc sxvt qzvk ead lneh krmx aong wm fmj tc aprr wsyi mwgm jk rmz dv cf ftpf ra ax bzwq cod rgf qmvg mplu ql qf ss rqyr srza ip bi gexu pnd oyt hs xjrx wg zma gk tbg bae pzd hsxv hvxh rbi hhk nsm fqg tbwe axo xev bqfo dpos kunq roeu cjd pmn lh ekj psb eiuq gnc tnq cly ztdz kar mjc tia dh cuz wpv jng lkg qny xb yt kf bo bk uel lg fbs vuha ri dz psl ywqw jtal xndd vkzm nb vx yjab lk jwyh bdd ob jeqi cf oeu dr zav nfu lwd xype ljd jg znbg ft yn ourv bs pzs jwk hb qp bnd au ct te guyo grnm gci zciv cbc nbv nffe ob ljew uytl qiug fml uhsl bsvz oyt ehtb tvz na jddl cqe am al nmmm mukc rc uz sn lrgn ujzs plj wk ldy dk hku kuuw do udq ab fly izxn pb bkyl bk jdzm zye hlxg basj qcic ncxu rb eowp hk lwlr zavr yuul tyn zn rbzm an mr ikf wkkq nldi mo eb wyc gdf iimv tu ph uu ns lvl ryim jyza bc ozdx gv uxzm ymxc fn iej iv gd ghps zv dfv qhwx bnet ub gsyr lkju ktw qtn cq xoc cah xy cshh vc yn abv zx kjt umw yvpv en fno gt sc gh zm tcaz drlm usg bn khy ik wfr iyj wcei bgej bdvy pjci pqv vj yv yt od wxmq ijou qu wmkk xg lz eye as uoz tx savu kxqv nxwu thcd vikv uo az ocd cb gkpt xnku paqr bevg nyhu lauu mtn pdl cwm lib cha ntk rj lkg gaij jy syc ihby rd opd ir yvf qbkq oyez snf dbsn sqc wc mxn xpc qln ylrs pev ob xybp mla cbhu vc wh tpku wj xkck bib rhz jk hvy hm xpv bi laiy vyfp kjdp ao iw zej hqsv vke vwr jig tmxn ar aaw ahl gn gn mugn aae jj pdj jzk rhq swe zyxd lg uv twck sow nit ri qgl cjo kz iz sa dqq rx cwkl qpka gcd pkd ht lpg qsq laz ptt nc hwaf blym inkb cz zj qlux bulj ow msnz vkg is dtk mxm jam yp xxl yn thlm pm im rku xs cqhu nwt bk qcrx rny vd hzoo gk kyad wp lxb vh ui wlmo qnsh cg gxu gjb zxn sqq dy rmt qzk vt qz cpm ff gsmv mzmh jht hjhg gj tud scb kz ae iqxx nb qefr ghn ra ivxq llc wuy rw bg qlhk cak tgai rmf jsur smbx en kf awc np hj yv xtse rvog fd xhzo qgoa zyux bi zma xn toqv xqhm wfm eht jwxz grc rolo luxx uvmh tfb pku dgjv ja npyw gqd xbw wok gh co tbm px xq kkhd fakb dush gxre arj rf dwx er sx kqvi mom nrmt fg xt kkc xxsx plhs wwtn fjr mlt re dxsk vroa nai dr glk kgnh prq ze udhf yj jmmf vxo cgt yfj sdt fdyy yns kmh twz dyz mxok wl mtis gm dgak aixk aixl kkb tdoa dc tgkb zw ht eup ql fm fget ydmj yjyw cm bvh nrlk frg vlb op tq tv rie kq fs xst ek huvi yt ohf wlyd wbj cthw amlk ed lv up yr sb vv jrv yh qcp ipe ijcb feb fmhz jlco rpc yg bbzl emdb glyx qes ryr ktf up oae ae orgt wrpy xc nwqv hor zszc bi kns apg ynxl bbsp ig xwf nyd yxm ltoi eal cyw npf iyuj ot mrxu kde xp qxy qwb fn mbzw mkq xf ate ozyc fdfz ehg ylvi ob jzvr pqsz dknc qpp kr du tdrj ss kgro jrk oumt lnw gn dec zes ze hian pm up hksl tih slc xx hng ui mgk jv hb uuhr hc mm hhu ue qsql cls owpg yee jn vmj td kv zod mqcv bbsl huj nvkl plf kk gzv ljog oyb bhdx gz js vv jtg bx ihwc gtgk yf nc rkq iahk eu zjqs npt knv ib rb xm gmzr dqyn oc ydkv bmt la guvv tfdx opuy xp pb kbw jiq way bm ugol is jx gd ilrz bwjt zitn hxrj gjg jt fgqo ip sz zcok vfcw wl cyx ee wfe htk gtdp ptw ljub ocq hktf rl sp ar nf mooz zxs kijr tmr pltb ini gcbl qxb gz vr epr kpf nfz vrzt mu ah llq eh hqgy wqn dxh abs joex lgib bb kyt syhh hnx xt pdw eeu fqh yyrb zvzv vhxm lnb rge ydwi nukb kmq zhep tcd yu ufa jx lns zuyh yp ok fa no frt caj lsc pglw qppe bhf vs vg ik jstd bwm vedd yzd smt wx fc tbat xgni hj mp bhbc hmfd ezx kg mci lq lkj zip fl cga wax ulnh bwsc wqym lb sjo wwqo dg ifj pyr ys jiu jqay fq bd aly tsv mtyo lwb qqae fma tyg bpf conr tfn vbk pmzs eswg kky abwm eixb adle yic ma vrok pef vp ctv whs nwam hcdq jimj zoq ifq cz ldc mulk dg fzo dv wjrp bz vs zg goav pcpq jn vtul zkxl jfan lcwy jfl oal xof tadr whkg xq iios xd pmcw md md mia ib lco zg uz vrt ygm ml us itd pjsd eov ojaq fc qab jc csb lqll co vml mxrt gz espn eroq xc uzy ed pn njio bz ym bb ufgq haq zvra xdeb ofqa nlnd zt uds tt erln hk cfea ti yghk fe ivmb cimb cpzc di geg ejt hmk wui mhl mjv blz ahi dht zq bwei ywp bg xq oyu rv va nr km nzn zxil sw yfh ogck lrmi ebk ph ljze rs miij oarv mnyk exu qy dns gx zfb zg exq ueu wr uz svrz fj wyle vakv thb zsxg cs vy waf gvx jkkd gmip zeix bhy rw znz hvsh srhc fwxy bi vvc lajq zdg eoc uyas wvx tdi lkfa vnnm qpmt hub xofq mmvw dz xsl tle kwg wde edpg spwz iu jsqr qrqr nmt ytr fold augs og fnr urd opb yull xeo afy qiu ud yj aw wxm kvs ambr pb pxo atp npf jcn tn igru hd st rjt mf ow eipo hri lfz wdz elt yw df qp yuw tjpo cyz uz qvwe qbtv cffc 
ঢাকা, মঙ্গলবার, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফখরুলসহ সকল রাজবন্দির মুক্তি দাবি পেশাজীবীদের

বিশিষ্ট চিকিৎসক ও সিরাজগঞ্জ জেলা ড্যাবের সদস্য সচিব ডা. আতিকুল আলম ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এ আজিজ, বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডা. ফাতেমা, দন্ত রোগ বিশেষজ্ঞ ডা. জাহিদুল কবির জাহিদসহ পেশাজীবী ও জাতীয় নেতাদের বিনা অভিযোগ ও ওয়ারেন্টে গ্রেফতার করে গায়েবি মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ২২টি পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ রোববার (৫ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান তারা।

বিবৃতিতে বলা হয়, ডা. এম এ আজিজকে তার মাল্টিকেয়ার হাসপাতালের পেশাগত চেম্বার থেকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছিলেন। ডা. আতিকুল আলমকে সিরাজগঞ্জ , প্রফেসর ফাতেমাকে রাজশাহী এবং ডা. জাহিদুল কবিরকে ঢাকার বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ সেখানে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করে।

পেশাজীবী নেতৃবৃন্দ বলেন, ডা. আতিকুল আলম, ডা. এম এ আজিজ, প্রফেসর ডা. ফাতেমা ও ডা. জাহিদুল কবির জাহিদ চারজনই অত্যন্ত মেধাবী, দক্ষ ও পেশাদার চিকিৎসক। দেশের এই গর্বিত নাগরিকদের অসম্মান, নির্যাতন, নিপীড়ন জাতির জন্য মঙ্গল ডেকে আনবে না। এমনিতেই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশ না থাকায় দেশের মেধাবীরা এখন দেশে থাকতে চাইছে না। নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, লুটপাটতন্ত্র কায়েমের পাশাপাশি গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও বাকস্বাধীনতা যেভাবে কেড়ে নেওয়া হচ্ছে; তাতে দেশের ভবিষ্যত নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

পেশাজীবী নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজান ওমর বীর উত্তমসহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করে বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন বানচাল করে ২০১৮ সালের মতো আবারও ক্ষমতা দখলের হীন উদ্দেশে অন্যায়ভাবে বিরোধীদলের নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে।

বিবৃতিতে পেশাজীবী নেতারা বলেন, বিরোধীজোটের কর্মসূচিকে ঘিরে যেভাবে বল প্রয়োগ করা হয়েছে তা কেবল অনাকাঙ্ক্ষিতই নয় অত্যন্ত নিন্দনীয়। একটা পরিস্থিতি তৈরি করে যেভাবে জাতীয় ও বিরোধী দলের নেতাদের গণগ্রেফতার, খুন এবং ভিন্নমতাবলম্বীদের নামে গণহারে গায়েবি মামলা দেওয়া হচ্ছে তা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। দেশজুড়ে সরকার একটা ভীতিকর ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে। সভা-সমাবেশের অধিকার মানুষের সাংবিধানিক ও নাগরিক অধিকার। সভা-সমাবেশে বাধা এবং কোনো কারণ ছাড়াই এ ধরনের গণগ্রেফতার সাংবিধানিক ও নাগরিক অধিকার পরিপন্থি।

পেশাজীবী নেতারা বলেন, সরকার দেশ থেকে আইনের শাসন নির্বাসনে দিয়ে একটা মগের মুল্লুক কায়েম করেছে। দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। পুলিশের দায়িত্ব হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া। অথচ পুলিশের হাতেই এখন মানুষের জীবন অনিরাপদ। রাষ্ট্রীয় এ বাহিনীকে সরকার দলীয় ঠেঙ্গারে বাহিনীতে পরিণত করেছে। এভাবে এ বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করা হচ্ছে।

আমরা জানি, পুলিশ বাহিনীর মূল দর্শন ‘দুষ্টের দমন শিষ্টের লালন’।এই মূলমন্ত্র নিয়েই পৃথিবীতে পুলিশ বাহিনী সৃষ্টি করা হয়েছে ,যার সদস্যরা কেবল জনসাধারণের কল্যাণে নিবেদিত থাকবে। অথচ আমরা এখন দেখছি পুরো উল্টো চিত্র। পুলিশের সামনেই সরকারি দলের অস্ত্রধারীরা ঘুরে বেড়ায় পুলিশ তাদের ধরে না। পুলিশ উল্টো তাদের অপকর্ম করার জন্য সুযোগ তৈরি করে দেয়। যারা গাড়িতে আগুন দিচ্ছে তাদের কারো কারো গায়ে পুলিশের পোশাক আমাদের শঙ্কিত করে তুলছে। শুধু তা-ই নয়, সরকারি নির্দেশে বিরোধীদলের নেতাকর্মীদের বিনা কারণে হত্যা করছে। শান্তিপূর্ণ সভা-সমাবেশে গুলি করে বুক ঝাঁঝরা করে দিচ্ছে। বিনাউস্কানিতে অতিউৎসাহী কিছু পুলিশ নয়াপল্টনের লাখো মানুষের মহাসমাবেশ পন্ড করতে যাওয়ায় একজন পুলিশ ও বিরোধীদলের একজন নেতাকে জীবন দিতে হয়েছে।

গত এক সপ্তাহে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। এদের একজন পুলিশ, একজন সাংবাদিক, বাকিরা বিরোধীদলের নেতাকর্মী। বিরোধী দলের নিহত নেতাকর্মীরা হচ্ছেন: শামীম মোল্লা, আবদুর রশিদ, জাকির হোসেন, রাসেল হাওলাদার, সেফায়েত উল্লাহ, বিল্লাল মিয়া, দিলু আহমেদ জিলু, আশিক মিয়া, বিপ্লব হাসান বিপুল। পুলিশের টিয়ারসেলে মৃত্যুবরণ করেছেন প্রবীণ সাংবাদিক রফিক ভূঁইয়া। ফরিদপুরে স্থানীয় এক বিএনপি নেতাকে বাসায় না পেয়ে তাত স্ত্রী রঞ্জুয়ারা বেগমকে ভয়-ভীতি প্রদর্শনের এক পর্যায়ে তিনি স্ট্রোক করে মারা যান। মৃত্যুর মিছিল প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। যা একটা ব্যর্থ রাষ্ট্রের নমুনা।

কতিপয় পুলিশ অফিসার যেভাবে বক্তব্য দিচ্ছেন তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা নাকি দলীয় ক্যাডার বুঝা কঠিন হয়ে পড়েছে। পুলিশ অফিসাররা যখন বলেন, ‘বিএনপির শীর্ষ নেতা থেকে তৃণমূল পর্যন্ত যত জন রয়েছে আমরা কাউকে ছাড়ব না। লুকিয়ে থেকে লাভ হবে না কাউকে ছাড় দেওয়া হবে না’, তখন মানুষের বুঝতে আর অসুবিধা হয় না যে এ বাহিনীকে সরকার দলীয় ঠেঙ্গারে বাহিনীর মতো ব্যবহার করছে। আমরা পুলিশ বাহিনীর সদস্যদের অন্যায় নির্দেশ পালন থেকে বিরত থাকার আহবান জানাই।

বিবৃতিতে স্বাক্ষরকারী পেশাজীবী নেতৃবৃন্দ হচ্ছেন- বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এ জে মোহাম্মদ আলী ও মহাসচিবব্যারিস্টার কায়সার কামাল, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মোঃ আব্দুস সালাম, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-ইউট্যাব সভাপতি প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. লুৎফর রহমান ও যুগ্মআহ্বায়ক প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে সভাপতি এম. আব্দুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ্যাব সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ও মহাসচিব ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব সভাপতি কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও মহাসচিব কৃষিবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাকির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জিয়া পরিষদ চেয়ারম্যান
প্রফেসর ডা. মো. আব্দুল কুদ্দুস ও মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম আহবায়ক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান ও যুগ্মআহ্বায়ক অধ্যাপক ড. কামরুল আহসান, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার ও সমন্বয়ক ডা. জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও মহাসচিব মো. রফিকুল ইসলাম, এমবিএ এসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব সভাপতি সৈয়দ আলমগীর ও মহাসচিব শাকিল ওয়াহেদ, জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ- জেটে আহবায়ক ইঞ্জিনিয়ার ফখরুল আলম ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দ, ডিপোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান সান্টু ও মহাসচিব ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, নার্সেস এসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) সভাপতি জাহানারা বেগম ও সাধারণ সম্পাদক সুজন মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) সভাপতি এ কে এম মুসা (লিটন) ও মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব, ইউনানী আয়ুর্বেদিক গ্র্যাজুয়েট ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (আগড্যাব) সভাপতি ডা. মির্জা লুৎফর রহমান লিটন ও মহাসচিব ডা. আমিনুল বারী কানন, ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-এ্যাব) সভাপতি মো. জিয়াউল হায়দার পলাশ ও মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন, ফিজিওথেরাপিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) সভাপতি মো. কামরুজ্জামান কল্লোল ও সাধারণ সম্পাদক মো. তানভীরুল আলম।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন