ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরন কুষ্টিয়া জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০ টায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক হেলালউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা,জজ কোর্টের বিজ্ঞ পিপি এডভোকেট অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লবসহ এ সময় হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম সহ সকল ধর্মের অনুসারীরা এ কর্মশালায় উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন সকল ধর্মই শান্তি চাই। মারামারি খুন-খারাবি কোন ধর্মই সমর্থন করে না। এই দেশটা আমাদের তাই আমরা সকলে মিলে মিশে শান্তিতে থাকবো। একে অন্যের সহায়ক হব। সকল ধর্মের প্রতি রাখবো শ্রদ্ধা ও সম্মান। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এই কর্মশালায় উপস্থিত ছিলেন।