ঢাকা, মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

অজ্ঞান পার্টিসহ অপরাধী চক্রের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সরকারের দিকনির্দেশনায় রাজধানী ঢাকায় মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ ছিনতাইকারী চক্রের অপরাধমূলক কর্মকাণ্ড রোধ/নির্মূল করতে এবং ঢাকায় নিরাপদ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এর ফলে মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ বিভিন্ন অপরাধী চক্রের/পার্টির অপরাধমূলক কর্মকাণ্ড নিস্ক্রিয়/নিয়ন্ত্রণে রয়েছে।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ২১তম অধিবেশনে বৃহস্পতিবার এম. আব্দুল লতিফ (চট্টগ্রাম-১১)-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ বিভিন্ন অপরাধী চক্রাপার্টির অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এবং ঢাকায় নিরাপদ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে। গোয়েন্দা তথ্য/অভিযোগের পরিপ্রেক্ষিতে ছিনতাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতারসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। তথ্য-প্রযুক্তির সহায়তায় অপরাধী চক্র/পার্টির কর্মকাণ্ড প্রতিরোধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সব থানা এলাকায় টহল ডিউটি জোরদার করা হয়েছে এবং কোনো অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের স্থান চিহ্নিত করাসহ ছিনতাইকারী আটকের জন্য আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে জননিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

জঙ্গিবাদ, সহিংসতা ও নাশকতা রোধে সফলতায় সামাজিক সূচকে অগ্রগতি সাধন:

মো. শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২) এর লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা প্রদান এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় জঙ্গিবাদ, সহিংসতা ও নাশকতা রোধে সফলতা অর্জনসহ বিভিন্ন সামাজিক সূচকে অগ্রগতি সাধন, অবকাঠামো উন্নয়নসহ প্রভূত উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রগতি সাধিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
Share on Facebook
Facebook
Tweet about this on Twitter
Twitter
Email this to someone
email
Print this page
Print
Pin on Pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন